নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
ছবি-গুগল।
সন্ধ্যা নেমে এলেই
চারিদিকে নিশব্দ নিরব
তখনি শুরু হত
ভূতদের উৎপাত।
রাতের পড়া শেষে
খাওয়াটাও হত নিরবে
ছিল না কোন হৈ চৈ,
কারণ; ভূতরা যে কান পেতে জানালাতে।
ঘুমটাও শুরু হত চুপিসারে
ছিল না কোন আবদার
হের ফের করিলেই
ভূতরা যে কান ধরে দিবে টান।
খুব ভোরে ঘুম থেকে উঠতেও
হত না কখনও আলসেমে
কারণ; ভূতরা আলসেদের
ঘাড় দেয় মটকিয়ে।
হত না দেরী কভু যেতে
পড়তে মসজিদের মকতবে
কারণ; ভূতরা পড়াশুনা
খুব খুব ভালবাসে।
শৈশবের ভূতরা যদি এখন থাকত
এদিক-ওদিক কোন সময় হত না নষ্ট
জীবনটা বোধ হয়, ভূতদের ভয়ে
ঠিক-ঠাক চলত।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০
শাহিন বিন রফিক বলেছেন:
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০
টুটুল বলেছেন: সবার শৈশবেই ভূতেরা কান পাতে জানালায়। সুন্দর।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১
শাহিন বিন রফিক বলেছেন:
ভাই টুটুল, আপনার সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভূত ফূত মানি না
তবে ভূতে ভয় পাই
হা হা হা হা হা হা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২
শাহিন বিন রফিক বলেছেন:
ওমা এটাতো ভূতের ছবি নয়, এটাতো ভূতের বড় বউ "পেত্নীর" ছবি।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০
স্রাঞ্জি সে বলেছেন:
ভৌতদের তাহলে ডেকে নিয়ে আহেন।
কাব্যে +++ নেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫
শাহিন বিন রফিক বলেছেন:
কাল দিনে ডাকব দেখি আসে কিনা,
(আপনার এই নামে একটি ফেবু একাউন্ড দেখলাম, একাউন্টি কি আপনার?)
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৬
স্রাঞ্জি সে বলেছেন:
জ্বি ভাইয়া।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯
শাহিন বিন রফিক বলেছেন:
ধন্যবাদ।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮
স্রাঞ্জি সে বলেছেন:
কাল দিনে ডাকব দেখি আসে কিনা, আরে এ দেখি ভয়ের বড় ভাই। গভীর রাতে ডাকেন। আর বড় বড় মনীষীদের বই খুলে পড়েন। কি ঠিক বললাম ত ভাইয়া।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০০
শাহিন বিন রফিক বলেছেন:
ভয়তো একটু আধটু আছে।
আর বড় বড় মনীষীদের বই খুলে পড়েন। এই ব্যাটাগুলো তেমন সুবিধার হয় না, নিজেরা যা বলে গেছে তারা তাদের জীবনে তারা করিনি।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৯
স্রাঞ্জি সে বলেছেন:
হা হা হা হা.....
না না। কি যে বলেন না ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২
শাহিন বিন রফিক বলেছেন:
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৪
স্রাঞ্জি সে বলেছেন:
ইস! ইমুজি গুলো দেখে আমার ঘুম পাচ্ছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮
শাহিন বিন রফিক বলেছেন:
নো মোর টুডে, গুড নাইট।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯
স্রাঞ্জি সে বলেছেন:
শুভ রাত্রি। ভাল থাকবেন।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিনভাই,
বেশ ভালো লাগলো আপনার শৈশবের ভূত।
শুভকামনা অফুরান।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা রহিল।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: মজার।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা রহিল।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা রহিল।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫
সূচরিতা সেন বলেছেন: ভূতদের নিয়ে খুব ভালো উপস্থাপন করেছেন দাদা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৪
শাহিন বিন রফিক বলেছেন:
সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
বাকপ্রবাস বলেছেন: