নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

অলি আর আলী।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২





অদূরের ঐ যে ছোট্ট নদী
অমর নদী তাঁর নাম,
অসময়ের বন্যা ছাড়া
অল্প থাকে স্রোত তাতে, আর-
অল্প থাকে জল।
অমর নদীর তীর ষেঁসে
অধীরপুর গ্রাম, সবুজ ঘেরা এই অধীরপুরে
অলি আর আলী নামের দুই কৃষকের নিবাস।


অধীরপুরের ফসলী মাঠে
অলির আছে দু-খন্ড খেত আর আলীর আছে এক
অলির আছে একটি বলদ আলীরও আছে তাই
অলি-আলী চিন্তা পড়ে, কেমনে কি করা যায়
অবশেষে দু'জন মিলে করে সমবায়।

অমর নদীর জল দিয়ে
অধীরপুরের ফসলী মাঠে
অক্লান্ত পরিশ্রমে
অলি আর আলী সোনার ফসল ফলায়।

অলি আর আলী দেখিয়ে দিল
অল্প সম্পদ নয় বাঁধা, সততা আর শ্রমে
অনেক কিছু করা যায়।



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:

সুখপাঠ্য কাব্য ++

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

শাহিন বিন রফিক বলেছেন:



আন্তরিক অভিনন্দন।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

রাকু হাসান বলেছেন: সহজ সুন্দর কাব্য । +

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

শাহিন বিন রফিক বলেছেন:



আন্তরিক অভিন্দন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই ভাল লাগলো– অলি আর আলী। :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

শাহিন বিন রফিক বলেছেন:



মেহেদী হাসান হাসিব ভাই আপনার ভাল লেগেছে জেনে আমারও ভালো লাগল।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর সহজ বাক্য কাব্য ।
অলি আর আলি দুই ভাই
সহ মত থাকলে জিবনে
বন্ধ হবেনা পথ চলার উপায় ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৪

শাহিন বিন রফিক বলেছেন:



আপনার চমৎকার কাব্যময় মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! চমৎকার কবিতা শাহিন ভাই; সুখপাঠ্য ৷+++

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

শাহিন বিন রফিক বলেছেন:



আপনার চমৎকার কাব্যময় মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৩

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯

শাহিন বিন রফিক বলেছেন:




আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: দেশ থেকে সততা আর শ্রম উঠেই গেছে। সবাই দিন দিন অসৎ হয়ে পড়েছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

শাহিন বিন রফিক বলেছেন:




আপনার চমৎকার কাব্যময় মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় শাহিনভাই ,

কাহিনীমূলক কবিতাটি বেশ ভালো লাগলো। শুধু অলি আলি কেন এমন সমবায় মন সম্প্রসারিত হোক আমি আপনি সবার মধ্যে।


শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯

শাহিন বিন রফিক বলেছেন:





আপনার চমৎকার কাব্যময় মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.