নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

নদীর থেকে শিক্ষা।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬



হেঁটেছো কখনো নদীর তীরে?
শুনেছো কি কভূ তাঁর মনের কথা?
না শুনলে- কানটি পাত চুপিসারে
শুনবে; ঢেউয়ে ঢেউয়ে সে বলছে ডেকে--
"হে খোকা তোর চিন্তা কিসের?
গোমড়া মুখে ভাবো কি দিনে-রাতে?
--আমার মত ছুটে চল,
আপন মনে।
জীবনটাকে দাও বিলিয়ে সবার তরে,
দেখবে তুমি এই পৃথিবী হচ্ছে নত-
তোমার কাছে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: মানুষের শেখার শেষ নেই....
এ যেন শেখার অনন্ত প্রচেষ্টা

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

শাহিন বিন রফিক বলেছেন:


চমৎকার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: নদী বড় অদ্ভুত।
নদী আমাকে টানে।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

শাহিন বিন রফিক বলেছেন:



মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইঙ্গিতে তার শিখায় সাগর-
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৬

মাহমুদুর রহমান বলেছেন: অকাতরে বিলিয়ে দেয়াতেই বুড়িগঙ্গার এই হাল।
কবিতা ঠিক আছে।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:১৯

কাওসার চৌধুরী বলেছেন:



মানুষের জীবনটাও নদীর মতো বহমান। জীবনের বাঁক আর নদীর বাঁক রহস্যময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.