নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
হেঁটেছো কখনো নদীর তীরে?
শুনেছো কি কভূ তাঁর মনের কথা?
না শুনলে- কানটি পাত চুপিসারে
শুনবে; ঢেউয়ে ঢেউয়ে সে বলছে ডেকে--
"হে খোকা তোর চিন্তা কিসের?
গোমড়া মুখে ভাবো কি দিনে-রাতে?
--আমার মত ছুটে চল,
আপন মনে।
জীবনটাকে দাও বিলিয়ে সবার তরে,
দেখবে তুমি এই পৃথিবী হচ্ছে নত-
তোমার কাছে।
২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
শাহিন বিন রফিক বলেছেন:
চমৎকার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
রাজীব নুর বলেছেন: নদী বড় অদ্ভুত।
নদী আমাকে টানে।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫
শাহিন বিন রফিক বলেছেন:
মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইঙ্গিতে তার শিখায় সাগর-
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+
৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৬
মাহমুদুর রহমান বলেছেন: অকাতরে বিলিয়ে দেয়াতেই বুড়িগঙ্গার এই হাল।
কবিতা ঠিক আছে।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:১৯
কাওসার চৌধুরী বলেছেন:
মানুষের জীবনটাও নদীর মতো বহমান। জীবনের বাঁক আর নদীর বাঁক রহস্যময়।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: মানুষের শেখার শেষ নেই....
এ যেন শেখার অনন্ত প্রচেষ্টা