নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

সোহানীকে লেখা আমার শেষ কাগজের টুকরোটি।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৫



সোহানী,----
এই টুকরো কাগজটি যখন তোমার হাতে পড়বে ততক্ষন আমি তোমার সীমানা ছেড়ে চলে গেছি- দূরে। আমার বিশ্বাস তুমি আমার সাথে দেখার করার জন্য আবার আসবে। কিন্তু তোমার মুখোমুখি হওয়ার ইচ্ছা আর নেই, তাই চলে গেলাম।
এভাবে তোমার সাথে আবার দেখা হবে ভাবতে পারিনি। সোহানী, তুমি যেদিন আমার জীবন থেকে চলে গেলে সেদিন থেকে আমার জীবনটা কেন জানি পাল্টে গেল। খুব কাছের মানুষ ছাড়া কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না।
আবিদ সাহেব, তোমার হ্যাজবেন্ড। গুলশানের এক কফি শপে কিভাবে যেন আমার সাথে ভাব জমিয়ে ফেলল- আমিও অনেক কিছুই বলে ফেললাম। অনেক দিন পর একজনকে পেলাম যার সাথে বন্ধুত্ব করা যায়।
গতকাল যখন আবিদ সাহেবের সাথে তোমাকে দেখলাম----------
সোহানী, শুন্যতা নিয়ে বেঁচে থাকার জন্য মনে হয় আমার জন্ম, তাই কিছু ভাল সময় পাওয়ার অধিকার হয়তো আমার নেই।
শুনেছিলাম বিবাহের পরে তুমি বাহিরে চলে যাবে তাই এই শহরের গলিতে গলিতে ছড়িয়ে থাকা আমার স্মৃতির পৃথিবী নিয়ে বেঁচে ছিলাম।
আজ অজানা উদ্দেশ্য পা বাড়ালাম, জানিনা কোন শহরে একটু ঠাঁই হবে।
যে শহরে তোমার বসবাস সেই শহরে এই গৃহহীনের থাকার অধিকার থাকতে নেই।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: আবিদ সাহেবের সাথে দেখছেন তো কি হয়েছে?
এটা কোনো ব্যাপার না।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১২

শাহিন বিন রফিক বলেছেন:



ইস! আগে যদি আপনার সাক্ষাত পাইতাম তাহলে আমার বড় উপকার হইত।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৪

প্রামানিক বলেছেন: কি যে বলি ভেবে পাই না -- - -

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৪

শাহিন বিন রফিক বলেছেন:



গুরু, এই শিষ্যের জন্য কি একটু মনসংযোগ দিয়ে ভাবন যায়।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৬

সোহানী বলেছেন: হাহাহাহাহা...... নিজের নামটা জ্বলজ্বল করতে দেখে চমকে উঠলাম। আমার কোন প্রেমিক আবার মনের দুখ্খে বনে চালে যাচ্ছে :( :(( তাই সব কাজ ফেলে লগ ইন করলাম... ;)

এইটা কুনু ব্যাপর হইলো ভাইজান, এক সোহানী গেছে আরেক সোহানী খুইজাঁ নেন। জীবনটা কি সোহানীর কাছে লীজ দিসেন!!!! আর পাত্রের বাজারে আবিদ এর দাম বেশী থাকলে মালাটা গলায় তারই ঝুলবে..হাহাহাহা। তাহলে কথা হইলো আগেই উচিত ছিল মজনু গিরি ছাইড়া নিজেরে প্রতিষ্ঠিত করা তাইলে মালাটা আপনার গলাই পড়তো :P ;)

যাক মনের দুষ্কের লিখায় ভালোলাগা দিলাম কি আর করা হাজার হোক নিজের নাম বলে কথা :P

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৭

শাহিন বিন রফিক বলেছেন:



বোন সোহানী,
বিশাল একখানা ধন্যবাদ বিশাল আকারের পরামর্শের জন্য।
আজ থেকে লেগে পড়লুম নিজেরে প্রতিষ্টিত করার লাইগা।
যে করে হোক সোহানীর মালা চাই, চাই।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সোহানী নামটার প্রতি একটু র্দুবলতা আছে
তো ভাইজান এই নামটা বাদ দেয়া যায়না ???

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২০

শাহিন বিন রফিক বলেছেন:



আমার নাম বাদ দেওন লাগব না, আপনে শুধু সোহানী শব্দটির জায়গায় কষ্ট করে কাকলি পড়িবেন। আমি সোহানী নামটি কেমনে বাদ দেই বলেন, হাজার হলেও সেতো আমার এককালের------ :(( :((

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ইস! আগে যদি আপনার সাক্ষাত পাইতাম তাহলে আমার বড় উপকার হইত।

শুভ সকাল।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

শাহিন বিন রফিক বলেছেন:


শুভ দুপুর।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৫

নতুন নকিব বলেছেন:



আপনার সুন্দর আগামীর প্রত্যাশায়।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

শাহিন বিন রফিক বলেছেন:


আন্তরিক ধন্যবাদ।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

মাহমুদুর রহমান বলেছেন: বেশ ভালো লাগলো।

২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

শাহিন বিন রফিক বলেছেন:


আমার আন্তরিক ধন্যবাদ রহিল।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা....
সোহানীর মালার জন্য শুভকামনা রলো। একদিন সে হবোই হবো আমাদের ভাবীজান। আর দেবদাস হয়ে গেলে পারুর কি হইবেক? তবে ব্লগে সোহানীআপুর টিপস মানে লাস্টমিনিটস সাজেশনটি বহুত আচ্ছা হ্যায়। কাজেই আর দেরী নয় । এখনই নেমে পড়ুন সিদ্ধিলাভে।

অনেকদিন পরে শাহিনভাইকে ব্লগে পেয়ে বহুত খুশ হ্যায়!!
শুভকামনা ও ভালোবাসা রলো।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

শাহিন বিন রফিক বলেছেন:


শুভ রাত্রি দাদা, সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
দেবদাস হমু না। এই ব্যাটা নিজের দোষে পারুররে হারাইছে। কিন্তু মগো দেশের আবাল পোলাপানগুলান শুধু শুধু পারুরে দোষ দেই। চন্দ্রমুখী কি কম রুপবান ছিল- নৃত্যে মাতিল ব্যাটা তয় জল গ্রহণ করিলে কি এমন ক্ষতি হইতো?

দাদা, শুভ কামনা ও ভালবাসা।
এ বছরের শেষের দিকে কলকাতা আসার ইচ্ছে। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.