নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের জন্য বইয়ে ৮০% কমিশন দিতে হবে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪



হাত দুরত্বে বই মেলা, সবাই প্রস্তুত।
লেখকরা দিনরাত দোয়া করছেন বইখানা যেন হিট লিস্টের কাছাকাছি থাকে। চূড়া না ছুঁতে পারলেও পাদদেশে যেন পড়ে না থাকে। দোয়ার পাশাপাশি বইয়ের প্রচারও চলছে বেশ জোরেশোরে। অনেককে সারা বছর ব্লগে না দেখলেও বইমেলার শুরু আগেই হাজির হয়ে যান, দুই একখানা লেখা দিয়েই বইয়ের পরিচিত করিয়ে দেন আমাদের সাথে। বসন্তের কোকিলরা ইতিমধ্যে হাজির হচ্ছে বলে মনে হচ্ছে।

আমরা যারা পাঠক তাদের লিস্ট প্রতিদিন বেড়েই চলেছে। লিস্ট বেড়ে চলাতে হয়তো সবার সমস্যা হবে না, শুধুমাত্র আমার মত পকেট হালকাওয়ালাদের কঠিন প্রবলেম। দশ টাকা বেতনের ছয় টাকা সংসারে, দুই টাকা গ্রামের বাবা মাকে, এক টাকা করিমের চায়ের। বাকি এক টাকা দিয়ে কিভাবে এত এত বই কিনব? "ক" এর বই কিনলে "খ" মাইন্ড নিব আবার "ব" এর বিরহগীতি কিনলে "ন" এর নাকফুল নিয়ে সাতকাহন কিনা হইব না।

পকেট হালকাওয়ালারা সম্মুখে আগত এই সকল বিপদ থেকে যাতে রক্ষা পায় সেই জন্য বইমেলায় তাদের কাছ থেকে নামমাত্র মূল্য নেওয়ার আবেদন করছি। বইয়ের প্রচারের স্বার্থে বিনামূল্যে বিষয়টিও ভেবে দেখার অনুরোধ রহিল।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



শাহিন ভাই; সরকার তো গত দশ বছরে ডিজিটাল বেতন কাঠামো তৈরী করেছে!! তাইলে টাকার টেনশন করেন ক্যান?? মঞ্চাইলে একশত বইও কিনতে পারবেন বেতনের উদৃত টাকা থেকে! তবে মুই কিন্তু ব্লগের রেগুলার স্টুডেন্ট!! মোর কিতাখানা কিনিতে এইসব আবদার চলিবে না!! পুরা টাহা তো দিবেন, সাথে চা সিঙাড়াও ফ্রি খাওয়াতে; কথা দিলাম মাগার একখান অটোগ্রাফও দিমু; টেকা নিমু না!!

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

শাহিন বিন রফিক বলেছেন:



মাগার একখান অটোগ্রাফও দিমু; টেকা নিমু না!!
যাক ফ্রিতে তো কিছু পাইব।
কাওসার ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির রেখে যাওয়ার জন্য।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:২৬

Ashfi Tuhin বলেছেন: সহমত ভাই

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

শাহিন বিন রফিক বলেছেন:



আন্তরিক ধন্যবাদ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৯

বলেছেন: হা হা -- ফ্রী তে বই হোক সার্বজনীন উৎসব।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

শাহিন বিন রফিক বলেছেন:



সুন্দর মন্তব্যটির আমার আন্তরিক ধন্যবাদ।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪১

রাজীব নুর বলেছেন: তিন শ' বই বের করতে অনেক টাকা খরচ হয়।
কাজেই ৮০% কমিশন কিছুতেই দেওয়া যায় না। আরে পুরান বই কিনলেও ৮০% কমিশন দেয় না।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

শাহিন বিন রফিক বলেছেন:



পুরাতন বই কিনার সময় আমি কমিশন হিসাব করে কিনি না, দামদর করে কিনি।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

প্রামানিক বলেছেন: আপনার এই আকুতি কেউ না শুনলেও আমি শুনবো, আমার প্রথম বই বের করলে ব্লগারদের জন্য ফ্রি দিব। ধন্যবাদ অনেক ব্লগারের মনের কথা বলার জন্য।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

শাহিন বিন রফিক বলেছেন:



গুরু, আপনার সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

কনফুসিয়াস বলেছেন: প্রাইভেট জব করে সবোর্চ্চ ২-১ খানা বই হাতে আসে নিজের মেইন থেকে। কেউ তো আর শুভেচ্চা বার্তা দেয় না.। আগে স্কুলের শিক্ষকদের দেখতাম বিভিন্ন প্রকাশনী থেকে শুভেচ্ছা কপি পেতেন আর শিক্ষক আমাদের কাছে বিক্রি করতেন। সোনালি দিন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

শাহিন বিন রফিক বলেছেন:




সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

অলিভিয়া আভা বলেছেন: না বই এর উপর এত কমিশন দেয়া ঠিক না। যদি ভালো লাগে তাহলে নিজের আপন মনে কিনব। কে মাইন্ড করলো কে করলো না সেটা ভেবে নিজের পয়সা খরচ করার মত বোকা নই।
থায়ংকস।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

শাহিন বিন রফিক বলেছেন:




সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.