নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

রেডিয়েন্ট ফিশ ওয়াল্ডে (ছবি ব্লগ)

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯



কলাতলী, সুগন্ধা বা ডলফিন পয়েন্ট থেকে ইজিবাইকে ৬০-৮০ টাকা রিজার্ভ করে এখানে চলে আসতে পারবেন, হেঁটেও আসা যাবে, সে ক্ষেত্রে অন্তত ২০-৩০ মিনিট সময় ধরে হাঁটার সহ্য থাকতে হবে।
বর্তমান প্রবেশ মূল্য - মাত্র ৩০০! টাকা, জন্মলগ্নে নাকি ১০০০ ছিল!!
সাড়ে তিন ফুটের নিচে উচ্চতা ব্যাক্তিদের টিকিট লাগবে না।
উপরের দুইখানা ছবি ফি মুক্ত।

চলুন ৩০০ টাকার টিকিট নিয়ে ঢুকে পড়ি।


আপনাকে পানি বেষ্টিত প্রবেশদ্বার স্বাগত জানাবে, ছবিটি ভিতর থেকে উঠানো।


ভয়ংকর পিরহানা তবে ভয়ের কিছুই নেই তাহারা কাঁচের ভিতর বন্ধী। খুব কাছ থেকে মন ভরে দেখতে ভুলবেন না।


আপনি চাইলে এভাবে খাওয়ানোর চেষ্টা করতে পারেন।

এবার মাছের রাজ্য ডুব দেই ..........

নরমাল মোবাইল আর ভিতরে আলোর কমতির জন্য ছবিগুলো তেমন ভালো হয় নাই তার উপর ব্লগার রাজীব নুরের দেখা এখনো পাইনি আমি।


বাড়তি ৫০ টাকা দিয়ে থ্রি ডি মুভি দেখার ব্যাবস্থা আছে, থ্রি চশমা পরে এই দর্শকের মত একখানা সেলফি তুলতে একদম ভুলবেন না।

শিশুদের জন্য খেলার ব্যাবস্থা আছে ছবির লিমিট শেষ তাই ছবি দিতে পারলাম না।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: এটা কবে করেছে?

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩৬

শাহিন বিন রফিক বলেছেন:

সম্ভবত বছর খানিক হবে, আমি শিউর না। তবে এটা কক্সবাজারকে নতুন একটি মাত্রা দিয়েছে।

২| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: কিছু মাস আগে গিয়েছিলাম। সুন্দর এবং ওদের সংগ্রহ ভালো। আপনার পোস্ট দেখে মনে পড়ল।
+।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩৮

শাহিন বিন রফিক বলেছেন:



বেশ সুন্দর ও গুছানো সবকিছু।
মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার পোস্টটি অজানা বিষটি (আমার)জানান দিল। ধন্যবাদ আপনাকে।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৪৮

শাহিন বিন রফিক বলেছেন:

আন্তরিক ধন্যবাদ।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১১:০৬

লিংকন১১৫ বলেছেন: ওদের যে কালেকশন এর থেকে বেশি আছে কাঁটা বনে !

৫| ১৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৩০

বলেছেন: বেশ উপভোগ্য বৈচিত্র্যময় আয়োজন।

৬| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৮

স্বপ্নডানা১২৩ বলেছেন: গিয়েছিলুম কদিন আগে । ভালই লেগেছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.