নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

"সনেট কবির" সন্ধানে .......

১০ ই মে, ২০১৯ রাত ১১:৫৮



ব্লগে অন্যতম শ্রদ্ধেয় ব্লগার "সনেট কবি" তাঁর সর্বশেষ পোস্ট ১৬ই ফ্রেব্রুয়ারি, প্রায় তিন মাস ধরে তিনি ব্লগের বাহিরে। তিনি বেশ অসুস্থ ছিলেন শুনেছিলাম জানিনা এখন কি অবস্থায় আছেন, যদি সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ আর যদি অসুস্থ থাকেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন।

ব্লগে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সনেট তৈরি করেন অনেক ব্লগারকে নিয়েও সনেট তৈরি করেছেন। যদিও তাঁর সনেটের মান নিয়ে আমার প্রশ্ন আছে তবুও ব্লগে ভিন্ন আমেজ নিয়ে আসত।

সনেট কবি ছাড়াও আরও অনেক প্রিয় মুখ এখন প্রায় দেখিনা, ব্লগের সাময়িক শকুনের দৃষ্টির জন্য হয়তো অনেকে আসতে পারছেন না।


সবাই আবার ফিরুক নীড়ে
হয়তো ফের করব একটু ক্যাচাল
তাতে হবে কি বেশি ক্ষতি?

খুব বেশি মিস করছি।

সনেট কবি
এম আর তালুকদার
সেলিম আনোয়ার
বি এম বরকতউল্লাহ



মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৯ রাত ১২:০৫

বলেছেন: সন্ধানে ............

সনেট কবি
ঠাকুর মাহমুদ ... ।

১১ ই মে, ২০১৯ রাত ১২:০৭

শাহিন বিন রফিক বলেছেন:


হুম।
আন্তরিক ধন্যবাদ।

২| ১১ ই মে, ২০১৯ রাত ১২:১০

আপেক্ষিক মানুষ বলেছেন:


আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, আমিন।

১১ ই মে, ২০১৯ রাত ১২:১৩

শাহিন বিন রফিক বলেছেন:


আমি বর্তমান উনার শারীরিক অবস্থা কেমন জানিনা তবে বেশকিছু দিন আগে শুনেছিলাম উনি অপারেশনের রোগী মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েন।

৩| ১১ ই মে, ২০১৯ রাত ১২:১৪

রাকু হাসান বলেছেন:

মনে পড়ে উনাদের । পোস্টের জন্য ধন্যবাদ । ফিরে আসুক আপন নীড়ে ।

১১ ই মে, ২০১৯ রাত ১২:২৯

শাহিন বিন রফিক বলেছেন:


আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

৪| ১১ ই মে, ২০১৯ রাত ১২:৩২

নীলপরি বলেছেন: আশা রাখি উনি সুস্থ আছেন ।আর ব্লগেও আবার পোষ্ট দেবেন ।

শুভকামনা

১১ ই মে, ২০১৯ রাত ১২:৩৮

শাহিন বিন রফিক বলেছেন:




সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

ব্লগে সবাই ফিরে আসুক।
ব্লগ মুক্ত হোক শকুনদের হাত থেকে
আবারো ডানা মেলে উড়ুক
নতুন পাখি পুরোনো পাখিদের সাথে।

৫| ১১ ই মে, ২০১৯ রাত ১:১৩

মৃত্যু হবে একদিন বলেছেন: আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক।
উনার মোবাইল নাম্বার পাওয়া গেলে অবশ্যই আমাকে দিবেন -
[email protected]

১১ ই মে, ২০১৯ রাত ৩:৫৭

শাহিন বিন রফিক বলেছেন:


আন্তরিক ধন্যবাদ মন্তব্যটির জন্য।

৬| ১১ ই মে, ২০১৯ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


কয়েকজন ব্লগারের সাথে উনার ব্যক্তিগত যোগাযোগ ছিলো বলে মনে হয়; ওদের কেহ কিছু জানালে ভালো হতো।

১১ ই মে, ২০১৯ রাত ৩:৫৭

শাহিন বিন রফিক বলেছেন:




আন্তরিক ধন্যবাদ মন্তব্যটির জন্য।

৭| ১১ ই মে, ২০১৯ রাত ১:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: খারাপ লাগে এই মানুষগুলোর জন্য।

১১ ই মে, ২০১৯ ভোর ৪:০০

শাহিন বিন রফিক বলেছেন:




আন্তরিক ধন্যবাদ মন্তব্যটির জন্য।
ঠিক বলেছেন মতের মিল না থাকলেও অনেককে না দেখলে এখানে কেমন যেন খারাপ লাগা কাজ করে।

৮| ১১ ই মে, ২০১৯ রাত ২:০৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মুখবইয়ে সনেট কবিকে খুঁজে দেখলাম লেখালেখি বজায় রেখেছেন। তার মানে হয়তো সুস্থ আছেন আগের চেয়ে। শুভ কামনা রইল। ব্লগে ফিরে আসুক গুনী ব্লগাররা সব।

১১ ই মে, ২০১৯ ভোর ৪:০১

শাহিন বিন রফিক বলেছেন:


তাকে জানিয়ে দিবেন ব্লগে অনেকে তাঁর সনেট মিস করছে।
আন্তরিক ধন্যবাদ মন্তব্যটির জন্য।

৯| ১১ ই মে, ২০১৯ ভোর ৫:৪৩

ডার্ক ম্যান বলেছেন: সনেট ভাই আমাকে নিয়ে একটা সনেট লিখেছিলেন । তার বইও পড়েছিলাম ।
তাঁর মেয়েরাও ব্লগিং করেন বলে শুনেছিলাম ।
তিনি সুস্থ আছেন বলে মনে হয়

১১ ই মে, ২০১৯ দুপুর ১২:৪০

শাহিন বিন রফিক বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ডার্ক ম্যান ভাই সুন্দর মন্তব্যটির জন্য।
তিনি দ্রুত ব্লগে ফিরে আসুক এই দোয়া করি।

১০| ১১ ই মে, ২০১৯ ভোর ৬:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: ব্যক্তিগতভাবে শ্রদ্ধেয় সনেট কবি ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। যেমন ভালো সম্পর্ক ছিল কবি সেলিম আনোয়ার ভাইয়ের সঙ্গেও। উপরের চার জন ছাড়াও অর্থনীতিক ভাইকেও মিস করছি। অতি সম্প্রতি আমাদের সবার শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যারকেও ব্লগে দেখছি না। না দিচ্ছেন পোস্ট, না করছেন অন্যের পোস্টে কমেন্ট । এদের সবারই বর্নময় উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

শুভকামনা প্রিয় শাহিন ভাইকে।

১১ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৬

শাহিন বিন রফিক বলেছেন:


দাদা শ্রদ্ধাপূ্র্ণ সালাম নিবেন,
আপনি ঠিক বলেছেন ব্লগের এইসব মানুষগুলির পদচারণা ছাড়া কেমন পানসা লাগে ব্লগে।
আরও অনেক গুনী ব্লগার আছেন যাদের নাম এই মূহুতে মনে নেই।

সবাই ফিরুক আবার আপন নীড়ে।

শুভকামনা শ্রদ্ধেয় দাদাভাইকে।

১১| ১১ ই মে, ২০১৯ সকাল ৭:০০

নজসু বলেছেন:



ব্লগের বাহিরে অন্যান্য প্লাটফর্মে আমিও প্রিয় সনেট কবিকে খুঁজে চলেছি।

১১ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৮

শাহিন বিন রফিক বলেছেন:



প্রিয় মানুষগুলির পদচারণায় আবারো উৎসবমুখর হোক প্রানের ব্লগ এই দোয়া করি।
শুভকামনা আপনার জন্য।

১২| ১১ ই মে, ২০১৯ সকাল ৯:২১

জুন বলেছেন: ব্লগ মাতিয়ে রাখা সকল ব্লগারদের অনেক মিস করি। সবাই ভালো থাকুক আর ফিরে আসুক দ্রুতই সেই কামনা করি শাহীন।

১১ ই মে, ২০১৯ দুপুর ১২:৫০

শাহিন বিন রফিক বলেছেন:



আপনার প্রার্থনা কবুল হোক এই দোয়া করি,
আন্তরিক ধন্যবাদ আপা সুন্দর মন্তব্যটি রেখে যাওয়ার জন্য।

১৩| ১১ ই মে, ২০১৯ সকাল ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: শাহিন বিন রফিক,




যাদের উপস্থিতি ছিলো ব্লগে নিয়মিত, তাদের অনেককেই দেখছিনে। তারা সবাই ভালো থাকুন, সুস্থ্যে থাকুন; এমন প্রার্থনা ছাড়া আমাদের কিইবা করার আছে!


১১ ই মে, ২০১৯ দুপুর ১২:৫২

শাহিন বিন রফিক বলেছেন:



সহমত ভাই।
সবাই ফিরুক আপন নীড়ে।

শুভকামনা ভাইয়ের জন্য।

১৪| ১১ ই মে, ২০১৯ দুপুর ২:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



হ্যা, প্রিয় সনেট কবিকে অনেকদিন হলো দেখছি না। আশা করি, তিনি সুস্থ আছেন। হয়তো লগইন সমস্যার কারণে ব্লগে আসতে পারছেন না। ব্লগে উনার পরিচিত কেউ থাকলে খবরটি পৌছে দেবেন নিশ্চয়। বাকী গুণীজনদেরও নিয়মিত ব্লগে পেলে ভাল লাগবে।

১৫| ১১ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৩

নূর আলম হিরণ বলেছেন: প্রামাণিক ভাইকেও দেখছি না, অনেকদিন হলো।

১৬| ১১ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম .।

মিসিং এর তালিকায় ক্রমশ দীর্ঘ হচ্ছে!!!

সনেট কবি ভাল থাকুন শুভকামনা রইল।
আপনার আপডেট জানলে সকরে স্বস্তি পেতাম। অপেক্ষায় রইলাম।

১৭| ১১ ই মে, ২০১৯ রাত ৯:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ক্রমশই মিসিং লিস্টটা বড়ো হচ্ছে। আমিও একটা পোস্ট দিবো দিবো করছিলাম।

সকলের আগমনের অপেক্ষায় রইলাম :)

১৮| ১১ ই মে, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: আসলে ব্লগাররা সামুতে প্রবেশ করতে পারছে না।
সমস্যা কেটে গেলেই সবাই ফিরে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.