নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
এসো রাখি হাতে হাত
করি; শপথ।
করব না দূর্নীতি, অন্যায়, অবিচার
মেশাবো না ভেজাল খাদ্যে
দিব না কম, ওজন-মাপেতে।
এসো বুকে মেলাই বুক
খুঁজি; সত্যতে সুখ।
করিব না গাড়ি-বাড়ি করিয়া হরিলুট
ভুল করেও ভুল পথে, করিব না পাচার
দেশের সম্পদ।
বিদেশের মাটিতে গাড়িয়া ঘাঁটি,
সাঁজিবো না চড়ুই পাখি।
২৮শে মে ২০১৯
কাঁচপুর, নারায়ণগঞ্জ।
২৮ শে মে, ২০১৯ বিকাল ৪:৩০
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ, আপু।
২| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:২১
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা হা ওই পাড়াতে কমেন্ট করলাম। আর এই পাড়াতে হাজরা দিলাম।
শুভকামনা প্রিয় শাহিনভাইকে।
২৮ শে মে, ২০১৯ বিকাল ৪:৩২
শাহিন বিন রফিক বলেছেন:
দাদাভাই,
আন্তরিক ভালোবাসা ও শুভ কামনা।
৩| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর আহবান
২৮ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৩
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
৪| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৪:২১
ওমেরা বলেছেন: জী আপনার কথায় শপথ করি আর ব্যাবসা বানিজ্য সব লাটে উঠুক ।
২৮ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৫
শাহিন বিন রফিক বলেছেন:
একটু সৎ হলে ব্যাবসা লাটে উঠবে না বরং লাক খুলবে।
৫| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৪:৪২
ওমেরা বলেছেন: সেটা যদি অসৎ মানুষেরা একটু বুঝত কতই না ভালে হত। ধন্যবাদ আপনাকে।
২৯ শে মে, ২০১৯ রাত ১:১৩
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ, পুনরায় সুন্দর মন্তব্যটির জন্য।
৬| ২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১২
দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
আপনি কি রমজানে বেশি ইবাদত বন্দেগি করতাছেন! দেখুন, রাষ্ট্রকে মানুষ শূন্য করার দুঃশ্চিন্তা মাথায় আনবেন না। এমনিতেই বেজাল দিয়ে অমানুষগুলো সড়াতে পারি না।
✌
২৯ শে মে, ২০১৯ রাত ১:১৪
শাহিন বিন রফিক বলেছেন:
ভাই, জব্বর বলেছেন,
আন্তরিক ধন্যবাদ।
৭| ২৮ শে মে, ২০১৯ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: যারা দূর্নীতি করার তারা দূর্নীতি করবেই। শপথ করেও কোনো লাভ নেই। মন্ত্রী হবার আগে সবাই শপথ করে। কোনো লাভ হয়?
২৯ শে মে, ২০১৯ রাত ১:১৭
শাহিন বিন রফিক বলেছেন:
এ শপথ লোক দেখানো বা আনুষ্ঠানিকতা শপথ নয়, নিজেকে নিজের কাছে শপথ, আত্নার শান্তির জন্য শপথ।
আন্তরিক ধন্যবাদ মূল্যবান মন্তব্যটির জন্য।
৮| ২৯ শে মে, ২০১৯ রাত ১:৪৬
ল বলেছেন: এসো করি শপথ।
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৭
শাহিন বিন রফিক বলেছেন:
অবশ্যই করিব শপথ, দেশের তরে জীবন রাখিব বাঁজি।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৯ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে