নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
আবেগী মন।
এতটা আবেগে কেন ভিজে মন?
কি অকারণ
ঘুমহীন রাত কাটে
কবিতার খাতায়, গল্পের বইয়ে!
কি বুঝে মন
এত সুখের ঢেউ
অবেলায় হাত বাড়িয়ে ডাকে কাছাকাছি!
ভুলগুলি কেন জানি
আজ লাগছে অচেনার মত
হিসাবে বড় বেশি এলোমেলো সব
কি আঁকি? কি লিখি?
কিসের এত তাড়া?
সময়! এ এক যন্ত্রণার মেশিন
আসে-যায় মাঝে রাখে বিস্তর ব্যবধান।
উঁকি দেওয়া স্বপ্নগুলো
আজ রাতে পরেছে মেহেদী
জোনাকিরা সাঁজে সাঁজে তুঁলির পরশ দিয়েছে চারিদিক
তাঁরারা মেলা বসাতে করিনি ভুল
এক ফালি শরতের চাঁদ
রাঙিয়ে তুলেছে ভূবন।
অল্প একটু সময়, দুই লাইনের কিছু শব্দ
অথচ, কত আয়োজন!
মনে হয় পাড়ি দিতে হবে সহস্র দিগন্ত পাহাড়
সাধ্য যে এক কবিতার নেই
ভাবা হয়নি কখনো,
অযথা চিন্তার মৃত্যু নিয়ে কত আঁকাআঁকি
বেলার দিকে ছিল না নজর
ক্লান্তি যখন বেশি করেছে ভর
হল হুশ! চারিদিক তখন অনিশ্চয়তা অন্ধকার
পৃথিবী চলছে আপন গতিতে
আমি শুধু থেমে গেছি, অনন্ত এক জগতের অপেক্ষায়।
রাত জাগা পাখি
রাত এখন বেশ গভীর
ঘুমিয়ে পড়েছে পৃথিবীর কোলাহল
শুধু জেগে আছে রাত জাগা পাখিরা সাথে
আমি। নিরব পৃথিবী দেখা বেশ রোমাঞ্চকর।
হাতে এক কাপ কফি অল্প চিনি দিয়ে
অল্প চিনিতে কফির ফ্লেভার সতেজ থাকে,
হালকা করে একটু চুমুক দিয়ে আকাশগঙ্গা দেখতেই
সহস্র শব্দ ভিড় করে এসে
এই সভ্যতার সাথে বেমানান অনেক শব্দ খেলা করে
কবিতা হতে চায়, গল্পের প্লটে লুকিয়ে থাকতে চায়
কি অদ্ভুত বায়না!
আমি সভ্যতার সন্তান তাই রাতের সব শব্দ দিয়ে
পৃথিবীর আলো জ্বালাতে চাই না
তবে ঐ সব শব্দ আমাকে ব্যাকুল করে না বললে মিছে বলা হবে,
ওরা আমাকে ভীষণ করে আবেগী করে তুলে
রঙিন স্বপ্নের সাগরে সাঁতরাই
ফুল তুলি, মালা গেঁথে রাখি
কারোর অপেক্ষায়।
সব শব্দ আমাকে ব্যাকুল করে তেমন নয়, কিছু শব্দ-
প্রচন্ড কাঁদায়।
স্বপ্ন হারানোর ভয় আমাকে ভীষণ করে ধরে
সবে রঙিন যাত্রার প্রস্তুতি,
এখনই কেন বিচ্ছেদের ভাবনা নিয়ে জোরাজুরি
এ কেমন নীতি
আগে-পরে নেই, ডাক এলেই খেলার সমাপ্তি
হোক খেলার শুরু-মাঝপথ বা শেষ।
হাতে মিনিট দশেক সময় আছে আর
এরপর ভোরের আয়োজন নিবে ধরা
একি! শব্দরা সব লুকিয়ে গেল নাকি!
চশমাটা নেই বুঝি চোখে, আছে তো দেখছি, তবে?
রাতের আয়োজন বুঝি শেষ
ভোরের সময় এখন, আমার অধিকার আর নেই।
আমি নিশাচর,
আর একটি রাতের অপেক্ষায়।
২৯ শে জুলাই, ২০১৯ রাত ১:১৯
শাহিন বিন রফিক বলেছেন:
চমৎকার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৮:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় শাহিন ভাই,
কবিতায় ভীষণ ভালো লাগা। ভাব ভাষা ব্যঞ্জনায়, শব্দ চয়ন ও আবেগে খুব শক্তিশালী লাগলো কবিতা দুটিকে। প্রথম কবিতার শেষ তিন লাইন সুপার্ব। ++++
অফুরান শুভেচ্ছা জানবেন।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ২:০২
শাহিন বিন রফিক বলেছেন:
আমার আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা সুন্দর মন্তব্যটির জন্য।
৩| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ২:০৩
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
৪| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫০
নীল আকাশ বলেছেন: আপনার ১ম কবিতার শেষ চার লাইনের সাথে আমার কবিতার বড়ই মিল। একই থীমে লেখা। খুব সুন্দর লিখেছেন।
২য় কবিতাও ভাল লাগল পড়তে। কাছাকাছি এই থীমে লেখা আরেকটা কবিতা পড়তে দিলাম আপনাকে!
রাতের নিস্ত্বদ্ধতা - মির্জা ওবায়দুর রহমান
রাতের নিস্ত্বদ্ধতায় মনে পড়ে যায় স্মৃতিগুলো
রোমন্থন করার মত স্মৃতিগুলো যেন
মনের আয়নায় বাড়ে বাড়ে ফিরে আসে
যায়নাতো ফিরে পাওয়া সেই সময়গুলো।
নিরবতাই যেন সেই সময়গুলোতে নিয়ে যায়
যেখানটায় মিশে আছে হাসি-আনন্দ আর ভালবাসা।
নির্জন এই রাতের প্রহর কেবলই মনে কড়িয়ে দেয়
ফেলে আসা সেই স্বর্নোজ্জ্বল সময়গুলো।
আলো আর আঁধারের মাঝে হালকা ছায়া
জোনাকিরা মিটি মিটি জ্বলে উড়ে বেড়ায়।
ঝিঝিপোকাড়া রাতের নিস্ত্বদ্ধতা কেড়ে নিতে চায়
এরই মাঝে একাকীত্ব উকি দেয় মনের দরজায়।
উদাসি মনের সকল ভাবনাগুলো যেন
রাতের নির্জনতায় মিশে এক হয়ে যায়।
আকাশে মিটি মিটি তারাভরা রাত
রূপালী আলো নিয়ে জেগে আছে চাঁদ।
তাদের সাথে আরও আছে রাত জাগা পাখি
মনের ঘরে স্মৃতি আর স্বপ্নেরা করে মাখামাখি।
নিস্ত্বদ্ধ রাতে যেন ফিরে পাওয়া যায় নিজেকে
কথাবলে আনমনে নিজেই নিজের সাথে,
ধীরে ধীরে খুঁজে পাওয়া যায় আত্নবিশ্বাসকে,
এতটুকু বিশ্রাম দেয় মনে প্রশান্তি-উদ্যম
পরবর্তী সময়গুলো যেন হয় আরও কর্মক্ষম।
ভাল থাকুন এবং দারুন দারুন সব কবিতা উপহার দিন আমাদের।
শুভ কামনা রইল।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ২:০৪
শাহিন বিন রফিক বলেছেন:
আপনার কবিতাটি বেশ সুন্দর হয়েছে।
মন্তব্যটির আমার আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৪
আখেনাটেন বলেছেন: স্বপ্ন হারানোর ভয় আমাকে ভীষণ করে ধরে
সবে রঙিন যাত্রার প্রস্তুতি,
এখনই কেন বিচ্ছেদের ভাবনা নিয়ে জোরাজুরি
এ কেমন নীতি-- তাইতো স্বপ্ন পূরুন না হতেই চূর্ণবিচূর্ণ। এ কেমন কথা।
বেশ লিখেছেন।
আজ ব্লগে অনেকগুলো কবিতা পড়লুম বহুদিন পর। সবগুলোই ভালো লেগেছে।