নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

কোন একদিন

২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩০



কোন একদিন--
বৈশাখের মেলায় অথবা
গুলশানের কোন এক ছাউনীর নিচে
আমাদের আবার দেখা হয়ে যেতে পারে,
হয়তো সেদিন আমি দেখব---
তুমি নীল শাড়িতে, অন্য কারোর হাতে হাত রেখে।
দেখব- মিষ্টি গল্পে বেশ কাটছে তোমাদের সময়।
দূর থেকে দেখে হয়তো দু'ফোটা চোখের জল ফেলে-
ফিরে যাব গন্তব্যে, সময়ের কাছে নিজেকে সঁপে দিয়ে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৮:০৮

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কবিতা , ভাল লাগল ।

২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৭

শাহিন বিন রফিক বলেছেন:


আন্তরিক ধন্যবাদ।

২| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৭

শাহিন বিন রফিক বলেছেন:


আন্তরিক ধন্যবাদ।

৩| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাপারটা শোকাবহ হবে।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৩

শাহিন বিন রফিক বলেছেন:


শোক দিবস পালন করব হয়তো একদিন

৫| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: কেনো কবি এতো আগাম ছ্যাকা খাওয়ার ভাবনা।
উল্টোটা হলেই তো মন্দ হত না। হাহা হা....

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৪

শাহিন বিন রফিক বলেছেন:



ছ্যাকা!?
সেতো দিয়েছে আমাকে কবিতা লেখার প্রেরণা!!

৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: "ফিরে যাব গন্তব্যে, সময়ের কাছে নিজেকে সঁপে দিয়ে" - সেটাই ঠিক কাজ হবে, সেটাই একটি ইতিবাচক ভাবনা। জীবনে কেউ কারো জন্য অপরিহার্য নয়। জীবন বয়ে চলে বহতা নদীর মত, আপন খেয়ালে। গন্তব্য অভিমুখে এগিয়ে চলা প্রকৃতির অমোঘ নিয়ম, এটাই স্বাভাবিকতা।
সুন্দর কবিতা লিখেছেন। কবিতায় দ্বিতীয় প্লাস + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.