নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

সময়ের ডাকে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:২৪



এইতো কিছুদিন আগেও
এক পশলা বৃষ্টি এলেই, বলটা নিয়ে দল বেঁধে যেতাম ছুটে- সবুজ মাঠে
কিভাবে যে ফুরাতো সময়? আজও তা হয়নি জানা হিসাব কষে-
বাবা কিংবা মা এলেই তবেই সাঙ্গ হত দুরন্তপনা।
রোজ বিকালে মাঠ জুড়ে কত রকমের যে চলত খেলা
গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ
স্মৃতিকাতর সেই দিনগুলি আজ বড্ড মনে পড়ে।

সকালের সিক্ততা ছাড়িয়ে দুপুর গড়িয়ে কখন যে সন্ধ্যার আগমনী সামনে এসে দাঁড়ালো-
বুঝে উঠতে পারিনি, অথচ স্বপ্নের সিংহভাগ এখনো হয়নি করা পূরণ।
ব্যস্ততা নামক গানের ভিড়ে জীবনের ছবিগুলো দিনে দিনে হারিয়েছে রঙ,
সময়ের তালে নিজেকে দাঁড় করাতে রঙহীন ছবিগুলোকে কৃত্রিম হাসি দিয়ে বলেছি এটাই জীবন।
এখন হিসাবের খাতা খুলে নিজেকে বড় অপরাধী মনে হয়
ভুলে ভরা রেখে আসা দিনগুলি নিরবে আমাকে কাঁদায়, বড় বেশি কাঁদায়।




মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩৭

ইসিয়াক বলেছেন: ছেলে বেলার দিনগুলো সব সময় মধুর হয়ে থাকে ।
শুভকামনা রইলো ।
সুপ্রভাত

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩০

শাহিন বিন রফিক বলেছেন:


চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

নীল আকাশ বলেছেন: ফেলে আসা স্মৃতিরা খুব মধুর হয়ে থাকে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩০

শাহিন বিন রফিক বলেছেন:



চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় গল্পকার।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩১

শাহিন বিন রফিক বলেছেন:



চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় ছোট হুমায়ুন।

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ২:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: অতীত কোনোদিন ফিরে আসেনা, আসবেনা। অতীত শুধু কাঁদায় আর ভাবায়। ভালো লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩১

শাহিন বিন রফিক বলেছেন:


আন্তরিক ধন্যবাদ ভাই।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ দুটো লাইন স্পর্শ করে গেল!
কবিতায় প্লাস + +

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৩

শাহিন বিন রফিক বলেছেন:



স্যার আপনার অনুপ্রেরণা খুব ভাল লাগে, নিজেকে বেশ ধন্য মনে হয় কিছু গুনী মানুষের সাথে এখানে থাকতে পারি বলে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার এই মন্তব্যটির জন্য।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৯

জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৩

শাহিন বিন রফিক বলেছেন:



আন্তরিক ধন্যবাদ প্রিয় লেখক।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৭

এস সুলতানা বলেছেন: চমৎকার কবিত ঠিক এ ধরণের একটি লেখা আমারও আছে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৪

শাহিন বিন রফিক বলেছেন:



আপনার ব্লগে গিয়ে অবশ্যই পড়ব। মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫২

এস সুলতানা বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.