নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

মহাপুরুষ!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭




যখন, দেখি চোর আমারই সম্মুখে দিব্যি চুরি করছে
ভাবি, ধরে ব্যাটার দেই কিল দুটো কষে
ভয়, ব্যাটা ক্ষমতার মসনদে, পুলিশ-চৌকিদার তার কথায়- উঠে আর বসে!

তবুও, ভীষণ সাহস নিয়ে বুকে
বললাম বাবুল আর ছবুল থাকিস একটু পাশে,
যা আছে কপালে-
মারবো লাথি ঠিক চোরের পাজর বরাবর কষে।

বললো বাবুল বাসায় অনেক কাজ, আজ যাই,
দেখা হবে পরে।
"সে বড় ক্ষমতাধর, কি লাভ লেগে তার পিছে! বরং নিজের চরকায় তেল দে আখেরে দুইটা পয়সা পাবে"
ছাবুল ও চলে গেল বাবুলের পিছে পিছে।

ভাবলাম, সবাই সাধু কেন অযথা আমার নাম অধমে রবে।
তাইতো, ছেড়েছি বেশ, রেখেছি কেশ, হাতে নিয়ে বাঁশি
নেতার দুয়ারে, গাইছি গুনগান, পাচ্ছি কড়ি, চলছে বেশ।

জানি, সে চোর, বলছি তবু, সাধু তুমি-
মহাপুরুষ তুমিই হবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭

সাইন বোর্ড বলেছেন: মহাপুরুষ হওয়ার থিওরি পালটে গেছে, কবিতা ভাল লেগেছে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩

শাহিন বিন রফিক বলেছেন:




আন্তরিক ধন্যবাদ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া জি

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৩

শাহিন বিন রফিক বলেছেন:



আপু, চমৎকার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের ''বীর পুরুষ'' পড়েছিলাম।
আজ আপনার মহাপুরুষ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৩

শাহিন বিন রফিক বলেছেন:



আপনি যে প্রচুর পড়েন সেটা আপনার লেখা পড়লে বুঝা যায়।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

নেওয়াজ আলি বলেছেন: সুনিপুণ লেখা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৪

শাহিন বিন রফিক বলেছেন:



ভাই নেওয়াজ আলী আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

ইসিয়াক বলেছেন: অসাধারণ।
শুভকামনা রইলো ভাইয়া

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৪

শাহিন বিন রফিক বলেছেন:


ধন্যবাদ কবি রফিকুল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.