নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
ভাষা শহীদ।
গতকাল রাতে হঠাৎ করে কলমের কালি ফুরিয়ে গিয়েছিল
তাই হয়নি লেখা তোমাদের নামে
অভিনয়ে ঠাসা দু'কলম বাণী।
এখন রাত অনেক গভীর, নিস্তব্ধ পৃথিবী
অভিনেতারা ঘুমিয়ে পড়েছে সবাই, তোমাদের মুখোমুখি বসে-
একটু গল্প করি, তোমাদের স্বপ্নের মৃত্যুর গল্প।
----------------------------------------------------------------------
এখনো মেডিকেলের সামনে দু'মিনিট নিরবে দাঁড়ালে
শো শো গুলির শব্দ ভেসে আসে কানে
রাজপথে প্রতিটি রক্তের বিন্দুর ছাপ যেন জীবন্ত হয়ে উঠে
চারিদিকে মুখরিত হয়, একটি স্লোগান-
"রাষ্ট্রভাষা বাংলা চাই"।
------------------------------------------------------------------------
চিত্তরঞ্জন সাহের এক ঝুড়ি বই নিয়ে শুরু
বাংলা একাডেমি হয়ে এখন সোহরাওয়ার্দী মাঠ
বত্রিশ বই থেকে এখনো লক্ষ বইয়ের বহর,
এতে খুশি হওয়ার কিছু নেই
আপ্লুত হয়ে চোখের জল ফেলে লাভ নেই
যা দেখছো, এর ভিতরে ভাষা প্রেমের অস্তিত্ব নেই
আছে অসীম মুনাফার আয়োজন।
খুবই কষ্ট পাই যখন দেখি ওরা ফুটপাথের ভাষাকে সাহিত্য বলে
আরো বেশি দুঃখ হয় তখন, যখন দেখি-
এক দল শিক্ষিত লোক সেটাকে স্বীকৃতি দিচ্ছে হাসিমুখে।
এরা ভাষাকে শ্রদ্ধা করে না, ভালবাসে না
এরা ভাষাকে খুন করে ফ্রেব্রুয়ারি এলে।
কবে আর শিখবে এই অধমের দল!
কবে এরা বুঝবে সাহিত্য একটি দেশকে করে তুলে মহান
কবে শিখবে একটি জাতির সমগ্র সত্ত্বা লুকিয়ে থাকে সাহিত্যের ভিতর।
শতাব্দীর পর শতাব্দীর জাগ্রত থাকে সাহিত্যের সেই সুপ্ত লাভা।
এখন বড় সংকুচিত সময়
ফ্যাসিবাদ কুড়ে কুড়ে করছে শেষ ইতিহাস
নব্য গীতে সয়লাব চারিদিক,
নিভু নিভু বায়ান্ন জলন্ত সেই অগ্নি শিখা
জানিনা, আর কতদিন আলো বিলাতে পারবে।
ফজরের আযানের ধ্বনি আসছে ভেসে
এখনই হবে ভোর, সূর্যের আলোয় কেটে যাবে এই অন্ধকার
তবে ভাষার এই অন্ধকার কাটাতে কবে আসবে কলমের রাজবর?
আজ তবে উঠি, অন্য কোন একদিন আবারো মুখোমুখি বসে-
গল্প করবো। শুধু একটুও আশ্বাস দিচ্ছি
করবো না কখনো মিথ্যা অভিনয়।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯
শাহিন বিন রফিক বলেছেন:
আপনাকেও লাল গোলাপের শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০১
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে মন পুলকিত হলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০১
শাহিন বিন রফিক বলেছেন:
সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার শ্রদ্ধাঞ্জলি।
দারুণ আবেগময় কাব্যে ভালোলাগা।
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় শাহিন ভাইকে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০২
শাহিন বিন রফিক বলেছেন:
প্রিয় দাদাভাই, আমার আন্তরিক ধন্যবাদ।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮
নীল আকাশ বলেছেন: চমৎকার লিখেছেন কবি।
বায়ান্ন' জ্বলন্ত সাহিত্যের শিখা এখন কিছু অপাংক্তেয়র হাতে পরে মৃত্যু পথযাত্রী।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৪
শাহিন বিন রফিক বলেছেন:
প্রিয় লেখক ভাই, আমার আন্তরিক ভালবাসা ও অভিনন্দন।
শবনমের জন্য শুভকামনা সর্বদা।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
একাল-সেকাল বলেছেন:
শোক কে শক্তিতে নয়, জাতি জবরদস্তি উৎসবে পরিনত করে ফেলেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২০
শাহিন বিন রফিক বলেছেন:
খুবই চমৎকার বলেছেন, আমরা দিনকে দিন সত্যি আজব প্রাণীতে পরিণত হচ্ছি।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: মহান ভাষা দিবসের লাল গোলপের শুভেচ্ছা রইল