নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

ব্লগের ইবনে বতুতারা একটু উঁকি দিন।

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬



পৃথিবী এখন এক ভয়ংকর সময় পার করছে, ভাইরাস থেকে হয়তো আমরা সহসা মুক্তি পাব কিন্তু এর পরে অর্থনীতি চ্যালেঞ্জ বিশ্বকে ভোগাবে।

সারাদিন ঘরে বন্দী, একদম একাকী। বই আর হাতের মোবাইলটি আপাতত সময় কাটা‌নোর মাধ্যম, প্রয়োজন ছাড়া কোনভাবেই বাহিরে বের হওয়ার পক্ষে নই, নিজে চিন্তাও করছি না। সারাদিন বিভিন্ন নিউজ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখছি, সর্বত্রই শুধু নিরাশ করা সংবাদ, এই মূহুর্তে হাসি খুশি শব্দটি জীবন থেকে চলে গেছে, যে সব কমেডি ছবি দেখে প্রচুর হাসতাম এখন সেই ছবিগুলো দেখেলেও কেমন যেন নিরস লাগছে।

মানুষের বেঁচে থাকার জন্য বিনোদন খুবই প্রয়োজন, আর বন্দী অবস্থায় একটু বেশিই সেটা প্রয়োজন। এই ব্লগে আমার উপস্থিতি বছর পাঁচেক হয়তো হবে, এক ভ্রমণ কাহিনীর সুত্র ধরে এই আলোকিত ব্লগের সন্ধান পেয়েছিলাম।

যাইহোক অতিরিক্ত কথা বলে ফেলছি, ইদানিং ব্লগে ভ্রমন কাহিনী আসে না বললেই চলে, ইবনে বতুতা টিমদের উপস্থিতি অনেক কম। সকল ভ্রমণ কাহিনী লেখকদের অনুরোধ করবো আপনারা একটু উঁকি দিন এই দুঃসময়ে, কিছু লিখুন, ছবি দিন আমরা বন্ধী থেকেও একটু পৃথিবী ঘুরতে থাকি।

অনেক হয়তো পরামর্শ দিবেন, পুরানোগুলো পড়ুন, গুগল সার্চ করে পড়ুন, তাদের বলছি সদা প্রকাশিত লেখার গন্ধ আলাদা।

সকলের প্রতি শুভকামনা, মহান স্রষ্টা আমাদের সবাইকে হেফাজত করুক।
ভালবাসা নিরন্তর।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬

ভুয়া মফিজ বলেছেন: সদ্য প্রকাশিত লেখা এখন পাবেন কই? মানুষ তো ঘর থেকেই বের হতে পারে না। বরং পুরানো লেখা, যেগুলি পড়েন নাই, পড়েন। ভ্রমন কাহিনী পুরানো হয় না। সব সময়েই তরতাজা। :)

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:১৪

শাহিন বিন রফিক বলেছেন:



এ্যা, মানুষ বন্দী সবে সপ্তাহ হল!!
প্রতিটি ইবনে বতুতার কম্পিউটারে উঁকি দিলে আমার বিশ্বাস এক ডজন নতুন ভ্রমণ গল্পের উপাদান পাওয়া যাবে, অনেকে সময়ের কারণে লিখতে পারিনি, এখন যেহেতু অফুরন্ত সময় সেগুলো রিলিজ করলে মোটামুটি আমরা একটু ভাল সময় কাটাতো পারবো।

২| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: শাহিন ভাই আপনার ব্যতিক্রমী মনের ইচ্ছে জানতে পেরে পুলকিত লাগছে। আপনার ভাষ্যমতে ইবন বতুতা নই, নেহাতই একজন গ্রাম্য প্রেমী। মাঝে মাঝে এমনই ব্যতিক্রমী গ্রামের সন্ধানে ছুটে বেড়াই। কোন বিদেশ-বিভুঁইয়ে স্থাপত্য ভাস্কর্য নয়, ঝাঁ-চকচকে শহর নগরীর নয় ভ্রমণ কাহিনীও নয়, নেহাত সরল লোকগাথা গ্রামের পরিচয় জানতে চাইলে, আমার সাম্প্রতিক সংযোজন রাজদেওড়ার জঙ্গলে যেতে পারেন। আমার সাম্প্রতিক কালের পোস্টগুলো দেখতে পারেন।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:১৬

শাহিন বিন রফিক বলেছেন:


দাদা, অবশ্যই উঁকি দিবো, কয়েক পর্ব পড়েছি, শেষের দিকের কিছু পর্ব পড়া হয়নি, আজ থেকে ব্লগে আবার নিয়মিত এখন পড়ে ফেলবো ইনশাআল্লাহ।

৩| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: আপনার এই ব্যতিক্রমী আবেদনে সাড়া দিয়ে বলতে চাই, যদিও আমি "ব্লগের ইবনে বতুতা" বলতে আপনি বা এ ব্লগের অন্যান্য পাঠকেরা যাদেরকে চেনেন, বোঝেন, আমি তাদের অন্তর্ভুক্ত নই, তথাপি আমি মাঝে মাঝে আমার সাদামাটা কিছু ভ্রমণ কাহিনী ব্লগে লিখে থাকি। অতি সম্প্রতি অস্ট্রেলিয়া এবং নিউযীল্যান্ড সফর করে এসেছি। সে ভ্রমণ নিয়ে ৪/৫টা পর্ব লিখেছি। সর্বশেষটি লিখেছি মাত্র গতকাল। আশাকরি, আপনি অন্ততঃ সেটাতে "সদ্য প্রকাশিত লেখার গন্ধ" শুঁকে নিতে পারবেন।

যারা তাদের ভ্রমণ কাহিনী ব্লগের পাঠকদের সাথে শেয়ার করে আনন্দ বোধ করেন (অনেকেই আছেন এমন), তারা আপনার এ আবেদন পড়ে উল্লসিত হবেন, একথা নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি। ধন্যবাদ, এমন একটি উদাত্ত আহবান এ সময়ে এখানে রেখে যাবার জন্য।

পোস্টে প্লাস +

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:১৮

শাহিন বিন রফিক বলেছেন:


স্যার, গতকাল ফেসবুকে এক পর্ব পড়েছি, ইনশাআল্লাহ বাকিগুলো পড়বো।

৪| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

জুন বলেছেন: আমি ব্লগের স্বঘোষিত ইবনে বতুতা কিন্ত এই পরিস্থিতিতে ঘর বন্দী সাথে সোশ্যাল ডিসটেন্স মেইন্টেই করছি #:-S
আজ একটা পুরনো গল্প দিয়েছি যা আপনি পড়েন নি বলেই মনে হয় । সেটা পড়তে পারেন /:)

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:১৯

শাহিন বিন রফিক বলেছেন:


আমি এই পোষ্টে আপনার নাম উল্লেখ করতে চেয়েছিলাম, যদি কিন্তু কারণে করি নাই, আপনার লেখাটি প্রথম পেজে দেখে এলাম, পড়বো ইনশাআল্লাহ।

৫| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫

পলাতক মুর্গ বলেছেন: ভুয়া মফিজ ভাইএর কথাটা ভূয়া না, এক যায়গায় কিছু লিংক পাইলে ভাল হইত।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:২১

শাহিন বিন রফিক বলেছেন:



ভাই উনি ভুয়া মানুষ, বিশ্বাস করা কি ঠিক হবে?

৬| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: ভ্রমন কাহিনী কই পাবেন? সব মানুষ তো ঘরে বন্দি।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:২২

শাহিন বিন রফিক বলেছেন:



হিমু ভাই, বন্দী আর কয়দিন? আর হিমুদের কিন্তু কোন ডাউন টাউন মানা চলে না, হিমুরা চলে আপন গতিতে!!!

৭| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

মা.হাসান বলেছেন: এখানে কয়েকজন হাজিরা দিয়ে গেছেন। সুবিধার জন্য কয়েকজনের ব্লগ পাতার লিংক দিলাম

১) জুন আপা
২) জনাব খায়রুল আহসান সাহেব
৩) সাদা মনের মানুষ
৪) পদাতিক চৌধুরি
৫) সুরঞ্জনা আপা
৬) রিম সাবরিনা জাহান সরকার
৭) পগলা জগাই

আরো অনেকেই হয়তো লিখেন। এই মুহূর্তে মনে পড়ছে না।

এই পোস্ট দুটাতেও অনেক সাহায্য পাবেন বলে মনে হয়ঃ
১) প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন
২) SOMEWHEREINBLOG ভ্রমণ সালতামামি ২০১৫

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:২৫

শাহিন বিন রফিক বলেছেন:



নিচের দুইটা আমার বেশ কাজে লাগবে, উপরের সবার লেখা আলহামদুলিল্লাহ পড়া, আপনার কিরপিনের থাইল্যান্ড ভ্রমণ সব পর্ব সম্ভবত পড়েছি শেষ পর্ব বাদে।

কষ্টে করে লিঙ্কগুলো দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

আখেনাটেন বলেছেন: করোনার দিনগুলিতে আর ভ্রমণ আসে না বাহে.........। :(

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২১

শাহিন বিন রফিক বলেছেন:



রোম যখন পুড়ছিল, নীরু নাকি তখন বাঁশি বাজাচ্ছিল!!
আপনিও না হয় কিছুদিন নীরুর ভূমিকায় অবতীর্ণ হোন!!!

৯| ০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০০

সোহানী বলেছেন: ওকে, ভমণ নিয়ে লিখি না বহুদিন। আগের ভমণগুলো নিয়ে লিখবো এবার...........

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২২

শাহিন বিন রফিক বলেছেন:




আপু অপেক্ষায়, ভ্রমনকাহিনী পড়তে আমার কোন আলসামো নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.