নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আওয়ামলীগ কি আরেকটা জর্জ মিয়ার ইতিহাস জন্ম দিলেন?

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭

গত কাল বিদেশ যাওয়ার পথে প্রধান বিচারপতির দেওয়া বিবৃত্তি থেকে এটুকু অনুমিত যে তিনি শারিরীকভাবে অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ।
তাহলে তিনি কেন তার ছুটির দরখস্তে অসুস্থ কথা লিখলেন? অন্য কিছু লিখতে পারতেন। যেমন ব্যাক্তিগত প্রয়োজন, ইত্যাদি। কিন্তু তিনি কেন তা করেননি, অাসলে এই ছুটির বিষয় তার করার কিছু ছিল না, এটি আওয়ামলীগের পল্যিটিক্যাল মার, তিনি ব্যাক্তিগত বা অন্য কোন প্রয়োজনে ছুটি নিলে তাকে আবার এজলাসে বসতে হত কিন্তু লীগ তা চায় না, আজকের এর্টনি জেনারেলের কথায় মোটামুটি বুঝা গেছে।
অসুস্থ থেকে সুস্ত হওয়ার যেমন নিদিষ্ট দিন তারিখ নেই, তেমনি সিনহার সাহেবের ছুটি শেষ হওয়ার দিন তারিখ ঠিক নেই অন্তত ফেব্রয়ারী মাস পর্যন্ত।

আগষ্ঠে শেখ হাসিনার উপর বর্বরচিত হামলার পর বি,এন,পি -জামায়াত জোট সরকার সঠিক তদন্ত না করে বরং গ্রামের এক ছিছকি চোর ধরে এনে নাটক সাঁজালেন, বাংলাদেশের ইতিহাসে তা জর্জ মিয়ার নাটক হিসাবে পরিচিত। আজও বি,এন,পি কে এই নাটকের টক ফল ভোগ করতে হচ্ছে।

গতকাল আওয়ামলীগ সৃষ্টি করল সিনহা নাটক যা অদূর ভবিষ্যতে আওয়ামলীগকে টক ফল ভোগ করতে হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই উদাহরণ আরো খারাপ করবে পরবর্তী সরকারগুলোকে। কেউ তার মতের বিরুদ্ধে গেলেই এই পদ্ধতিতে তাকে সাইজ করা হবে...

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৯

শাহিন-৯৯ বলেছেন: আমারও তাই মনে হয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৩

বিলুনী বলেছেন:



তুলনাটি যথা যথ হয় নি , মনে হল
কিসের সাথে কি নাইল্যা পাতায় ঘি
অনেকের বাড়া ভাতে পরেছে ছাই
এখন আমরা কোন দিকে যাই ।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৫

শাহিন-৯৯ বলেছেন: অাগষ্টের ঘঠনা ছিল শুধু আওয়ামলীগ কে শেষ করা আর গতকাল শেষ করা হল ১৭ কোটি মানুষের বিশ্বাসের শেষ আশ্রয়স্থল।
আপনার সাথে একমত তুলনাটা আমার ঠিক মত দেওয়া হয়নি।

কোথায় লীগ আর কোথায় ১৭ কোটি মানুষের বিশ্বাস।

তবুও কষ্ট করে মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: আরে কি বলেন! আওয়ামী লীগের মত দেশপ্রেমিক দল কি তা করতে পারে! দেখুন না গতকালই বলা হল এই সরকারের আমলে যত নির্বাচন হয়েছে তা সবই অত্যন্ত উন্নত মানের!

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০

শাহিন-৯৯ বলেছেন: লাস্ট নিবার্চন এত উন্নত যে, ভরত ছাড়া আর কেউ দেখতে আসিনি।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৬

বিলুনী বলেছেন: জাতি সংঘের হিসাব অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৪ ই অক্টোবর ২০১৭ তারিখ পর্যন্ত ১৬ কোটি ৫১ লক্ষ ৫৫হাজার ৮৩৬ জন , কোন ক্রমেই ১৭ কোটি নয় ।
The current population of Bangladesh is 165,155,836 as of Saturday, October 14, 2017, based on the latest United Nations estimates.

দেশের মানুষ কত তাতেই যখন মাত্র প্রায় ৫০ লাখের মত ভুল হয় তখন অনেক কিছুকে্‌ইতো জজ মিঞা হতে বেশী মনে হতেই পারে!!!!!! কোন কিছুর তুলনা দেশের সকল মানুষের সমান কোন দিনই হতে পারেনা। কারো কিংবা মহল বিশেষের উদ্দেশ্য প্রনোদিত কথামালা ( সে সরকারী কিংবা বিরোধী দল যাদের পক্ষ থেকেই বলা হোক না কেন ) সকল মানুষের কথা কিংবা ধারনা বলে চালিয়ে দেয়া যায়না । ভোটে কলাগাছ আর ধানগাছ দাড়ালেও দেশের মানুষ ২ ভাগ হয়ে যায়, চোখ বৃঝে দুই দিকে সিল মেরে আসে । তাই কোন কিছুকেই দেশের সকল মানুষের কথা কিংবা বিশ্বাস বলে চালিয়ে দেয়াটাকেও বলে কোথাই কি নাইল্যা পাতায় ঘি । মিথ্যাটাকে চোখে আঙ্গুল দিয়া দেখায়ে দিলেও অনেকে উল্টাসুরেই একচোখা কথা বলবে । সিনহার বিপক্ষে তারই সহকর্মী পাঁচজন বিচারপতি কি বলছে সেটা নজরে পরেনা অনেকেরই , কারণ নীজ স্বার্থের পক্ষে তা যায়না ।

ধন্যবাদ

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭

শাহিন-৯৯ বলেছেন: আপনি কিন্তু একবার ও বললেন না সিনহার প্রতি লীগ যা করছে তা অন্যায়, শুধু নিজেকে ডিফেন্ড করলেন।

আদমশুমারী ঠিকমতো হলে সংখ্যা আরো বেশি হতে পারে।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫০

নিরাপদ দেশ চাই বলেছেন: বিচারপতির সিগনেচার নকল করে চিঠি দেখানো হল, পরিবার থেকে বিচ্ছিন্ন করে অস্ট্রেলিয়ায় জবরদস্তি করে পাঠানো হল, সেখানে গিয়ে যাতে মুখ খুলতে না পারে তাই ১১ খানা কেস ঠুকে দেয়া হল।এই হল গিয়ে মুল ব্যপার।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩০

শাহিন-৯৯ বলেছেন: সিনহার ভুল আছে কিন্ত ভুলের তুলনায় শাস্তিটা বেশি বড় হয়েগেছে।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার "জর্জমিয়া" দিম পাড়ছে

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩

শাহিন-৯৯ বলেছেন: দেখা যাক ডিমে বাচ্ছা ফুটে কিনা।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৮

আবু তালেব শেখ বলেছেন: জোর যার মুল্লুক তার

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭

শাহিন-৯৯ বলেছেন: বি, এন, পি জোর করে না পারলেও লীগ ঠিকই পেরেছে, যায় মানে দলের চেয়েও লীগের জোর বেশি।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭

রুরু বলেছেন: বিদেশ পাঠিয়ে দিলেই সঠিক সমাধান হয় না।
উনি যদি দুর্নীতি করেই থাকেন তো দেশের প্রচলিত বিচারে তার বিচার হউক।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

শাহিন-৯৯ বলেছেন: অাপনার সাথে আমি একমত।
কিন্তু সিনহার বিচার কথার মত সাহস লীগের কোনদিন হবে না কারণ তিনি অনেক ভিতরের খবর জানেন।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: সিনহা কি তুলসী পাতা কিনা তা জানা নেই, তবে অবশ্যই তিনি ষোড়শ সংশোধনী বিষয়ক রায় দিয়ে সাধারন জনগনের কাছে শ্রদ্ধাবান হয়েছেন। এখন সরকার সিনহার বিরূদ্ধে যাই করুক না কেন তা আসলে সরকারের বিরূদ্ধেই যাবে। মানুষ ভাল করেই জানে সিনহার বিরূদ্ধে সরকার কেন এত ক্ষেপেছে।

সরকার বরং বেশী বাড়াবাড়ি না করলেই ভাল। বিদেশ থেকে সিনহা একবার মুখ খুললে বিপদ রয়েছে সরকারের। ষোড়শ সংশোধনীর রায়ে বিএনপির সমালোচনা আওয়ামী লীগের চেয়ে কোন অংশে কম নয়, বরং বেশী। কিন্তু এখন সিনহা মুখ খুলে যদি সরকারের বিরূদ্ধে বলা শুরু করে তবে সরকার আম ছালা দুটোই হারাবে।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮

শাহিন-৯৯ বলেছেন: উনি এ পর্যন্ত যত রায় লিখেছে শুধুমাত্র ষোড়শ সংশোধনী রায় ছাড়া সবই বি,এ,পি-জামায়াত কে ভুগিয়েছে, এই রায়টি সরকার পক্ষে নিতে পারলে ভিশন-৪১ পর্যন্ত মোটামুটি ক্ষমতা দখলে থাকত, না পারায় লীগ এত ক্ষেপেছে, কিন্তু আমার বুঝে ধরে না, সিনহা সাহেব কেন হঠাৎ করে লীগের বিপরীত চিন্তার রায় দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.