নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

দুই জন নেত্রী।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০




আমাদের দেশে ছিল-দুইজন নেত্রী,
মসনদের দুই ধারে, দু'জনের চরকিত মত ছিল ঘোরাঘুরি,
হাতল ধরিয়া টানিত দু'জন-পিছে ছিল চাটুকদারে ছড়াছড়ি।
ক্লান্ত হয়ে যখন ভাবিত-থাক মসনদ, দেশের জন্য কিছু করি।
অমনি চাটুকদারের দল বলিত-ওগো নেত্রী এ কেমন কথা!
মসনদ ছাড়িলে আর কি থাকে বাকি!
আসলে তারা ভাবিত-মসনদ হারাইলে তাদের পকেটে ঢুকবে না কানা-কড়ি।

ক্ষমতায় গেলে ভুলিত তারা পূর্বের প্রতিশ্রুতি,
করিব না বলিত যাহা-করিত তাহা বেশী
আর করিব বলিয়া-যে ক্ষমতার মসনদ-
তা মুখে আনিত না কভূ-হোক তা মিছামিছি।
কিছু বলিত না কেও-যদি টানিতে হয় চেীদ্দ শিখের ঘানি।

দু'জনের হাত রক্তে ভিজানো-কেউ ছিল না কম-বেশী,
দূর্নীতিতে ছিল দেশটা ভরা,
তবুও তারা খিল-খিলিয়ে বলিত-
এ সব মিডিয়ার সৃষ্টি।

( এই অকবি ৫০ বছর বেঁচে থাকলে এরকম একটা অকবিতা লিখত )

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


দুইজনেরই আসার পথ সৃস্টি করে গেছেন জিয়া সাহেব।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

শাহিন-৯৯ বলেছেন: আমার জানা মতে বেগম জিয়া রাজনীতিতে আসতে যাননি, বি-চোধুরীরা তাকে নিয়ে এসেছেন দলের ঐক্য ধরে রাখার জন্য।
শুনেছি শেখ হাসিনাকে কাদের সিদ্দিকী রাজনীতি আসার জন্য অনুরোধ করেছে। (আমার জানা যদি ঠিক হয় ) তাহলে এখানে জিয়া কি দোষ?

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনি শুধু দেখেন, কম ভাবেন; রাজনীতি সার্কাস নয়, শুধু দেখার বিষয় নয়, ইহা সায়েন্স, ভাবার বিষয়

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

শাহিন-৯৯ বলেছেন: আপনি ভাবেন, রাজনীতির সায়েন্স নিয়ে ভাবেন।
এখন আমার একটা প্রশ্নে উত্তর দেন- আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কে দেশের শাসনের যোগ্যতা রাখে? আপনি নিচে লেখাটা প্রতিউত্তর করেছিলেন।

(এখনো, জীবিত মুক্তিযোদ্ধা ও ১৯৮০ সালের পরের শিক্ষিত জেনারেশন মিলে দেশ চালনার ভার পেতেন, এঁরা দেশকে সঠিক যায়গায় নিয়ে যেতে পারটেন)

আপনার কাছের আমার এখন দুই প্রশ্ন :
১. দুইজন মুক্তিযোদ্ধার নাম বলেন যারা এই দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখে?
২. পাঁচজন ১৯৮০ সালের শিক্ষিত জেনারেশনের নাম বলেন যারা এই দুই দলের বাহিরে আছে?

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


২ জন মুক্তিযো্দ্ধা:
১) শহীদ উল্লাহ, প্রাক্তন ইপিআর, মুক্তিযো্দ্ধা, উত্তর চট্টগ্রাম
২) আমি

১৯৮০ সালের লোকজন হয়তো ২ দলের মাঝে সাপোর্টার হিসেবে বিভক্ত হয়ে আছেন, কিছু এরা ২ দলের দেশ পরিচালনায় বিশ্বাস করেন না।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

শাহিন-৯৯ বলেছেন: আমি কিন্তু আপনার ঐখানে বলেছিলাম আপনি দেশের শাসনভার নিতে পারেন, যাহোক আমি আপনার ব্যাক্তিগত দুইটা জিনিস যানতে পারি--
১. আপনি কি কোন দলের সাথে জড়িত, যদি হোন তাহলে সে দলের নাম বলুন আমরা এ জেনারেশন ভেবে দেখি, আর যদি জড়িত না হোন তাহলে বলব আপনার মেধা থাকা সত্তে আপনি দেশের ভাল জন্য কিছু করেন নি।
২. বর্তমান বিদ্যামান দলগুলোর মধ্যে কাকে আপনি বেশী দেশ প্রেমিক মনে করেন?

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি ছড়া হিসেবে না লিখে এমনি ব্লগ লিখতে পারতেন। তবে বক্তব্যে সহমত...

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

শাহিন-৯৯ বলেছেন: আপনার উপদেশ মানতে পারলে খুব ভাল হত। আসলে এটি অনেক দিন আগে ডায়রীতে লিখেছিলাম, আজ কি মনে করে পুরানো ডায়রীটা দেখছিলাম তখন ভাবলাম অকবির লেখা সবার সাখে শেয়ার করি।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

তারেক ফাহিম বলেছেন: রাজনীতিক কথা কমুনা :P

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

শাহিন-৯৯ বলেছেন: X(

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

নিরাপদ দেশ চাই বলেছেন: এইবার আপনাকে ব্যন করা হবে। ব্লগে লিখতে হলে যে কোন এক দলের অনুসারী হতে হয়। কিন্তু দুই দলেরই বিরুদ্ধে লেখা ব্যক্তিরা হচ্ছে ব্লগের অনুচ্চারিত নীতিমালানূযায়ী সবচেয়ে বিপদ জনক ব্যক্তি। গনতন্ত্রের শত্রু এরা X((

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

শাহিন-৯৯ বলেছেন: ব্যানের কথা ভাবলে মুক্ত চিন্তা করমু কেমতে?

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: এই অকবি আরো কিছু দিন বাইচা থাকুক!!:)

ক্যালা কইছি কনতো দেখি????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.