নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আসুন, এদের কে ক্ষমা করে দেই!!

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫২



১৯৪৭ সালে স্বাধীন দুই পাকিস্তান জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগন মূলত বাঙ্গালী জাতি নানাভাবে তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হতে থাকে, মনের ভিতর ক্ষোভ জমতে থাকে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্টির উপর কিন্তু তাদের সেই ক্ষোভকে আগুনে রুপান্তর করার মত লোক ছিল না। এর মধ্যে ঘটে যায় ৫২ এর জগন্য কান্ড, এদেশের মানুষ আরো ফুঁসকে উঠে শাসক দানবদের উপর, এদেশের মানুষ মানসিকভাবে স্বাধীনতার বীজ মনে রোপন করে আর সেই বীজ থেকে পূর্ন একটি স্বাধীন গাছের জন্ম দেওয়ার জন্য রুপকথার নায়কের মত আসেন শতাব্দীর অন্যতম মহানায়ক, বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধু উপাধিপ্রাপ্ত শেখ মুজিবুর রহমান। তাঁর ক্যারিম্যাটিক নেতৃত্বে দ্রুত বদলাতে থাকে এদেশের রাজনীতির মাঠ, তিনি হয়ে উঠেন বাঙ্গালী আশার আলো, তিনি হতাশ করেননি এ জাতিকে, যোগ্য নেতৃত্ব দিয়েই মুক্তিপাগল জাতিকে এক রেখায় এনেছিলেন, তাঁর নির্দেশ মত জীবন বাজি রেখে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীন ভূ-খন্ডের জন্ম দেয় দামাল ছেলেরা। বঙ্গবন্ধুর ইতিহাস যদি এই পর্যন্ত থাকত তাহলে আজকে তাকে ছোট করে কেও কথা বলতে পারত না, কিন্তু ক্ষমতা গ্রহনের পর থেকেই তাঁর নানান ভুল সিধান্ত মানুষকে হতাশ করতে থাকে, জাসদ কে বিপদে ফেলাতে হোক আর যেভাবে হোক বাগশাল গঠন ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। তাঁর নিজের আদর্শ থেকে তিনি সরে গেলেন-যে গণতন্ত্র তাকে বঙ্গবন্ধু বানালো তিনি সেই গণতন্ত্রই হত্যা করলেন, তাঁর প্রতি মানুষের মনে বিরুপ ধারণা জন্ম নিল, আর তৎকালীন তাঁর সবচেয়ে বড় শত্রু দল জাসদ সেই সুযোগ ভালভাবে নিল, তৈরী হল নান কুট-কেীশল-ক্যু, বাকিটা ইতিহাসের কালো অধ্যায়। জীবন দিয়ে শোধ করতে হল তাঁর সবচেয়ে বড় ভুলকে।

জিয়াউর রহমান, একজন রণাঙ্গন কাঁপানো মহাবীর, বঙ্গবন্ধু যখন বন্দী হয়ে গেলেন, তখন এ জাতির যারা সাহস দিয়ে যুদ্ধের মাঠে নামিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক জেনারেল জিয়াউর রহমান, বীর-উত্তম। তিনি জীবনের ঝুকি নিয়ে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা দেন, একজন সেনাবাহিনীর সদস্যের মুখে স্বাধীনতার ঘোষনা শুনে এদেশের মানুষ আরও জেগে উঠে তাঁরা বুঝতে পারে তাঁরা শুধু একা যুদ্ধে ময়দানে নেই, সাথে আছে বাঙ্গালী সমর নায়কেরা। জিয়াউর রহমানের ইতিহাস যদি এ পর্যন্ত থাকত তাহলে তাঁকে কোন দিন পাকিস্তানের গুপ্তচরের মত জগন্য গালি শুনতে হত না। তাঁর মত আরও অনেক মহানায়ক ছিল তবু্ও তিনি কেন অন্যদের চেয়ে বেশী আলোচিত-সমালোচিত। মূল কারণ ৭ নভেম্বর, তিনি খালেদ মোশারফের ক্যুর মাধ্যমে বন্দি হোন আবার তাহেররের ক্যুর মাধ্যমে মুক্ত হোন, কিন্তু ভাগ্য তাঁর পক্ষে ছিল-দুই ক্যু হেরে গেল আর তিনি পেলেন রাষ্ট্র ক্ষমতা। তিনিও বঙ্গবন্ধুর মত ক্ষমতা পেয়ে ভুল শুধু করলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে হত্যা করলেন অনেক মুক্তিযোদ্ধাকে, কিছু স্বাধীনতা বিরুধীদের রাজনীতি করার সুযোগ দিলেন এটাই ছিল তাঁর সবচেয়ে বড় ভুল। তিনিও বঙ্গবন্ধুর মত জীবন দিয়ে সেই ভুলের মাশুল গুনলেন।
তাঁর শাসন আমলে সবচেয়ে মূল্যবান যে কাজ তিনি করেছিলেন তা হল গনতন্ত্রের বীজে জন্ম নেওয়া বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্রে চর্চা শুরু করেছিলেন।

জাতির এই দুই মহান নেতা আমাদের জন্য কম-বেশী অনেক অবদান রেখে গেছেন যা আমরা হাজার বছর চেষ্টা করেও করতে পারব না, তাই তাদের অবদানের কথা স্মরণ করে তাদের অতি সামন্য ভুল আমরা মন থেকে মুছে ফেলে, আসুন তাদের ক্ষমা করে দেই।

একটা প্রবাদ পড়েছিলাম- "যে জাতি গুনীদের সম্মান করতে জানে না, সেই জাতির মধ্যে গুনী লোক জন্ম নেয় না"

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৩

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ।।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৭

শাহিন-৯৯ বলেছেন: আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগল।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৪৬

মলাসইলমুইনা বলেছেন: আমরা একে অন্যকে মাফ করার আগে কেয়ামতই এসে যায় কি না কে জানে | আপনার লেখায় মন্তব্যগুলো কি পাওয়া যায় সেটাও দেখার অপেক্ষায় রইলাম |

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

শাহিন-৯৯ বলেছেন: আশা করি কেয়ামতের আগে একটা সমাধান হবে।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি তো প্রথমেই ভুলটা করলেন, মুজিবের পাশে জিয়ার ছবি দিয়ে!!!
যে কোন এক পক্ষ অন্য পক্ষর নেতা সম্পর্কে খারাপ কথা বন্ধ করলেই এই খেলা বন্ধ হবে। নতুবা, মলাইলমুইনা'র মত বলতে হয়, কেয়ামতই এসে যায় কিনা কে জানে...

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

শাহিন-৯৯ বলেছেন: তাঁরা যদি জানত তাদের অনুসারীরা এত ছোট মনের হবে, তাহলে হয়ত তাঁরা তাদের অনুসারী হওয়ার জন্য এক রুুল তৈরি করে রেখে যেতেন।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম। সুন্দর চিন্তা

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

শাহিন-৯৯ বলেছেন: দলকানাদের কাছে খুবই অসুন্দর হয়েছে।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫১

শেখ জামাল ১২ বলেছেন: জাতীয় নেতাদের নিয়ে কাদা ছোড়াছুঁড়ি বন্ধ করা উচিৎ। কারণ উপর দিকে থু থু দিলে নিজের মুখে থুথু পড়ে। অাসুন দেশকে ভালোবাসি, দেশ ও মানুষের জন্য কাজ করি।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

শাহিন-৯৯ বলেছেন: দলকানারা কখনো বুঝিনি, এরাই সমাজে বড় বিভেদ তৈরি করে রেখেছে।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৬

রানার ব্লগ বলেছেন: বঙ্গবন্ধু গনতন্র হত্যা করেন নি । আপনি যদি তার দেশে ফেরার পর যে ভাষণ টি দিয়েছিলেন সেটা শুনতেন তবে এই কথা বলতে একটু সময় নিতেন। তিনি সমাজের গলিতে থাকা চোর ধরতে গিয়ে ফাদে পরে গিয়েছিলেন। তার উপর দেশ ও দেশের মানুষ যে পরিমান দুর্ভগে ছিল তাতে অসন্তোষ থাকা অসম্ভব কিছুই না। কাপর খাদ্য চিকিৎসা বাসস্থান কোন কিছুরই নিশ্চয়তা ছিল না। স্বাভাবিক ভাবে দেশের মানুষের ভেতরে এক ধরনের বিরক্তি চলে এসে গিয়েছিল। আর এই সুযুগটাই অনেকেই নিয়েছিল। এখন যে সব কলা গাছ দেখছেন তাদের আঙ্গুল কিন্তু ৭১ পরবর্তী সময় ফুলেছিল।

আর মেজর সাবের কথা নাইবা বললাম। উনি ওনার কর্ম ফল পেয়েছেন। আর দেশের জন্য রেখে গেছেন দুইটা ক্ষুধার্ত সুটকেস। যা আমাদের নিজেরদের ঘামের পয়াসা দিয়ে টানতে হচ্ছে।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

শাহিন-৯৯ বলেছেন: যারা বঙ্গবন্ধুর হত্যার ফিল্ড তৈরী করেছিলেন আজ তারা হাসিনার খুব প্রিয়।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৮

রাফা বলেছেন: নষ্ট সময়ের প্রজন্ম যে আপনি তা আপনার লেখায় পুরোপুরি ফুটে উঠেছে।যে যা জানেনা ও বুঝেনা তার সেটা নিয়ে লেখার দুঃসাহস দেখলেই জানা হয়ে যায় দাল মে কুছ কালা হায়।

নায়ক আর খলনায়ককে এক কাতারে দাড় করানোর প্রচেষ্টা করে একটা প্রজাতি।আপনার সেই প্রচেষ্টা মনে হয়না স্বার্থক হবে এখানে।আপনার চাইতে অনেক জ্ঞানী-গুনিরা সেই প্রচেষ্টা করে ব্যার্থ হয়েছে।

খুনি আর ভিকটিমকে একই পাল্লায় বিচার করার কুটচাল কখনও কোন কাজে আসেনি ভবিষ্যতেও সেটা হবেনা।ধর্ষক আর ধর্ষিতার পথ কখনও এক হোতে পারেনা ।একজন পাবে সমবেদনা আর একজনের প্রাপ্য শুধুই ঘৃণা,ঘৃণা আর ঘৃণা।

আপনি/আমি ক্ষমা করার কে!

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

শাহিন-৯৯ বলেছেন: আমি অশিক্ষিত মানুষ, আপনার মত জ্ঞানীদের সাথে কাঁদা ছুড়াছুড়ি করতে রাজি নয়।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাগশাল গঠন আর গণতন্ত্রের কবর রচনা করা ছিল বঙ্গবন্ধু সবচেয়ে বড় ভুল। সেই সংগে জিয়াউর রহমানের বড় ভুল ছিল স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনা অর্থাৎ রাজনীতি করার সুযোগ করে দেওয়া।

মূলকথা হলো বঙ্গবন্ধু না হলে যেমন দেশ স্বাধীন হতোনা তেমনি (বঙ্গবন্ধু পরবর্তী) জিয়া না হলে বহুদলীয় গনতন্ত্র হতোনা।



ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

শাহিন-৯৯ বলেছেন: সহমত।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্ষমা নাই!

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

শাহিন-৯৯ বলেছেন: আমাদের ও মুক্তি নাই।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: আমাদের ক্ষমা করা না করায় কিছু আসে যায় না!!

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

শাহিন-৯৯ বলেছেন: আমার মূল থিম আপনি বুঝেন নাই, আমি তাদের কে নিয়ে নোংরা খেলা বন্ধ করার কথা বলেছি।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আমার মন্তব্যও আপনি বোঝেন নাই!!!:)


তাদের নিয়ে নোংরা খেলা আমরা খেলি না খেলেন কেবল স্বার্থ সন্ধানী দুই দল। আমরা সাধারন পাবলিক ২৯ প্লেইং কার্ডের ৭,৮ আইমিন ভ্যালুলেস!! আমাদের ডাকে যেমন নোংড়া কাদা ছোড়া ছুড়ির খেলা বন্ধ হয় না, তেমনি আমাদের চাওয়ায় ভোটের অধিকারও ফেরত আসেনা!!!

প্রতি উত্তরের জন্য আপনাকেও ধন্যবাদ!!!:)

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

শাহিন-৯৯ বলেছেন: আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

ঠ্যঠা মফিজ বলেছেন: লেখার মত কাজ হলে ভালো হত।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

শাহিন-৯৯ বলেছেন: আশা করি দলকানারা একদিন তাদের ভুল বুঝবে।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

মিঃ আতিক বলেছেন: ক্ষমতা পেয়ে ক্ষমতার অপ-ব্যাবহার এদেশে ছিল, আছে, বন্ধ হওয়ার কোন সম্ভাবনা আপাতত নাই।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

শাহিন-৯৯ বলেছেন: আমাদের জাতীয়ও অগ্রগতির মূল বাঁধা হল শাসক দলের এই ক্ষমতার নোংরামী।

মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

কামরুননাহার কলি বলেছেন: জানিনা কি বলবো । রাজনীতি আমি বুঝিনা, জীবনে এখনো ভোট দেইনি। তবে যারা জানেন সত্যিকার অর্থে তাদের কাছ থেকে অনেক কিছুই শুনেছি এই দুই মহান নেতার কথা। যাদের কাছ থেকে শুনিছি তারা ছিলো খাটি মুক্তিযোদ্ধ। তাদের মধ্যে কোন মিথ্যের আশ্রয় নেই। কিন্তু তারাই এখন বলেন দেশ স্বাধীন করে আমরা ভুল করেছি। তবে আমি ছোট হলেও অনেক কিছু বুজি। একটু হলেও বুঝি। কোন ধারায় চলছে দেশ কোন ধারায় চলছে মানুষ। হুম আপনার কথাগুলো আমার ভালো লেগেছে ভাইয়া । ধন্যবাদ। কিন্তু সত্যি ইতিহাস কেউ বলেনা আর বলতে চায়ও না। কেনো এটা হয় জানি না!

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

আখেনাটেন বলেছেন: অামরা এখনও পুরোপুরি বাংলাদেশী হতে পারি নি।

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সব নষ্টের মূলে হলো বাকসাল। :(

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

মো: নিজাম গাজী বলেছেন: আমি চপনার সাথে তর্কে জড়াতে চাইনা। তবে আমি জানতে চাই যে আপনি উপাধীপ্রাপ্ত রাষ্ট্রপতি বলতে কি বুঝেন? আর বাগশাল নয় বাকশাল। যার পূর্নরুপ হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ। বঙ্গবন্ধুরর সাথে জিয়াউর রহমানের তুলনা করা রবী ঠাকুরের সাথে আমার মত অধমকে তুলনা করার মত অন্যায়। অন্যকে ক্ষমা করার আগে নিজেকে ক্ষমা করুন। আর সঠিক তথ্য দিয়ে লিখুন। ধন্যবাদ।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমরা অপরের দোষ বা ভুল ক্ষমা করতে পারিনা বলেই আজও আমাদের রাজনীতি দৈন্যদশায় ভারাক্রান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.