নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
এখন অনেক রাত, ছাদে হাঁটছি, আজ কারোর সাথে জমছে না। নিস্তব্ধতা, প্রকৃতির গুমট ভাব সবাই কেমন যেন অচেনা লাগছে অথচ গতকালও আমার প্রিয় ছিলো এগুলো। আজকাল ফেবুতে কিছু লিখতে মন চায় না। বন্ধুরা আমার কষ্টের কথা শুনে লাইক দেয়, ব্লগ শিক্ষিতদের কমিউনিটি মন যা চায় তা লেখা যায় না। মানুষ নাকি কষ্ট পেলে অনেক সুন্দর সুন্দর কবিতা, গল্প লিখতে পারে। কলম-ডায়েরী নিয়ে অনেকক্ষন ছাদে হাঁটলাম কিছুই বের হল না। রুমে ফিরে এই স্বপ্ন ভাঙা হৃদয়ে দুই লাইন লিখলাম।
স্বপ্ন ---------
বেঁচে থাকার অনুপ্রেরণা
আর যদি তা ভেঙ্গে যায়,
কারোর কাছে -শুধু একটি নিরাশা
আমার কাছে --
প্রাণহীন নিথর দেহ নিয়ে বেঁচে থাকা।
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩২
শাহিন-৯৯ বলেছেন: আশা করি গল্পকাররা আবার ফিরে আসবেন, তখন আপনার ভাল সময় কাটবে এখানে।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬
চাঁদগাজী বলেছেন:
কি ব্যাপার, নিশীথে মন ভেংগে যায় কেন? সবদিন সমান যায় না; আগামীকাল আজকের থেকে ভালো হবে!
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
শাহিন-৯৯ বলেছেন: ভাই, জীবন বড় বিচিত্র।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
শাহিন-৯৯ বলেছেন:
৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
নূর-ই-হাফসা বলেছেন, " কিছুদিন কয়েকজন ভালো লেখকের আর খারাপ লেখক নিয়ে পোষ্ট দিচ্ছিল। ওগুলো দেখে মনে হচ্ছে খুব দ্রুত ইতি টানতে হবে । আমি অযথা পরিবেশ দূষণের ভাগিদার কখনোই হতে চাই না । "
-সম্প্রতি দেয়া ঐ পোষ্ট আমি পড়েছি, কমেন্টও করেছি; উনি মায়ের পেট থেকে ব্লগিং শুরু করেছিলেন; আশাকরি, উনার পা মাটিতে লেগেছে, এতদিন বাতাসে ছিলেন।
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
শাহিন-৯৯ বলেছেন: ঐই লেখাটি আমিও পড়েছিলাম।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে শিক্ষিতরা লিখে ঠিক আছে। আপনি যা পারেন তাইতো লিখবেন, আমি যা পারি তাইতো লিখবো। এই আপনার এই লেখাটাও তাওতো ভালই হয়েছে।
সত্যির জীবনের এক একটা দিন এক একরকম যাবে।
স্বপ্ন নিয়ে আমার ১টি কবিতার কিছু লাইন শেয়ার করলাম-
কিছু স্বপ্ন আকাশে ভাসিয়েছি
মেঘের ভেলায় বৃষ্টির ঠিকানায়
আমার এ চোখ ভিজিয়ে দেবে
কবিতার মত ভাললাগ শ্রাবণ সন্ধ্যায়।
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
শাহিন-৯৯ বলেছেন: আপনার কবিতার লাইনগুলি অনেক সুন্দর হয়েছে,
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন ভাই । আমি ও লেখালেখি তেমন একটা পারিনা । আমি ব্লগে রেগুলার থাকি তখোনি যখন অবকাশ যাপন করি কিংবা খুব মন খারাপ হলে । আগে ব্লগে গল্প বেশি ছিল ।এখন কবিতা বেশি ।ওই গল্প পড়া আমার একটা ভালো লাগা ছিল। কিছুদিন কয়েকজন ভালো লেখকের আর খারাপ লেখক নিয়ে পোষ্ট দিচ্ছিল। ওগুলো দেখে মনে হচ্ছে খুব দ্রুত ইতি টানতে হবে । আমি অযথা পরিবেশ দূষণের ভাগিদার কখনোই হতে চাই না ।