নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আওয়ামলীগ নেতাদের উর্বর মস্তিকে এত বুদ্ধি!!!

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০


(ছবি প্রথম আলো)

রাজধানীর আজিমপুরে আওয়ামলীগের এক গ্রুপ অন্য গ্রুপের সভা পন্ড করতে এভাবে ময়লা এনে ফেলেছে, তাও আবার সরকারী টাকা খরচ করে। আওয়ামলীগ এসব নেতাদের মস্তিকে এসব বুদ্ধি আসে কিভাবে? সারা বিশ্বের মানুষ যখন পরিস্কার-পরিচ্ছনের স্লোগান দিচ্ছে আর আমাদের লীগ নেতারা পরিস্কার জায়গায় ময়লা এনে ফেলছে।



আওয়ামলীগ নেতাদের এই বুদ্ধি প্রথম শুরু হয় বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে বন্ধ করে।



ট্রাম্প টাওয়ারে এই বালুর ট্রাক দিয়ে আটাকানো বুদ্ধি কি বাংলাদেশ থেকে আমদানী করা, (আমি সঠিক জানিনা) যদি বাংলাদেশ থেকে আমদানী করা হয় তাহলে বলল আজকের ময়লা পদদ্ধি ঠিক আছে। হয়তো খুব জলদি অন্য কোন দেশের দাম্ভিক নেতারা তার দেশের জন্য এই পদ্ধতি ব্যাবহার করবেন।

এই বিষয়ে এখনও কাদের সাহেবের বক্তব্য পায়নি, উনি হয়তো বলবেন, দলে বি,এন,পি-জামায়াতের অনুপ্রবেশকারীরা এগুলো করেছেন।
তাঁর বিভিন্ন বিষয়ে ব্ক্তব্য থেকে ধারণা করলাম।
কাদের সাহেবের কাছে আমার খুব জানতে ইচ্ছে করে- তাহলে আওয়ামলীগ কারা?

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনের নোংরামো একেবারে বাইরে প্রকাশ্যে চলে এসেছে!!!!!!!!!! :-/

সুবোধ নির্বাসনে!

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

শাহিন-৯৯ বলেছেন: প্রতিটি মানুষের কিছু কমন সেন্স থাকা উচিত, সেগুলো না থাকলে নেতা হওয়াতো দুরের কথা তার মানুষের খাতায় লেখা নামটা কেটে দেওয়া উচিত।

২| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ধারনা্ই সত্যি হল..
মন্তব্য শেষ করে যেতে না যেতেই দেখি মহাত্ব!নের বিবৃতি...

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে শুধু আদর্শিক কর্মী না, কিছু কিছু পরগাছাও আছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আজ সকালে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, লালবাগের ঘটনায় যারা শৃঙ্খলা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে দু-একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি বলেন, দল ক্ষমতায় থাকলে আদর্শিক কর্মীদের সঙ্গে কিছু পরগাছাও থাকে।
=p~ =p~ =p~ =p~

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

শাহিন-৯৯ বলেছেন: ভাই, উনাকে আমি প্রথম খুব ভাল ভেবেছিলাম, লোকটা মনে হয় অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম কিন্তু উনি যেদিন থেকে দলের সাধারণ সম্পাদক হয়েছেন সেদিন থেকে উনার কথা-বার্তা সব পাল্টে যেতে লাগল। এখনতো মনে হয় -----

৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

উম্মু আবদুল্লাহ বলেছেন: উর্বর আইডিয়া দেখে চমকৃত হলাম। এটা সেই খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাকের কথা মনে করিয়ে দিল।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শাহিন-৯৯ বলেছেন: ইতিহাস, তা যত খারাপ অার ভাল হোক ভবিষ্যতে তা কথা বলে, আওয়ামীকে এই বালুর ট্রাকের জন্য বেশ বিপদে পড়তে হবে।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

আলপনা তালুকদার বলেছেন: দারুণ!!! দারুণস্!!!!!!

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩১

শাহিন-৯৯ বলেছেন: ওয়াও!! সবাই যেহেতু দারুণ বলছে, তাহলে লীগ নেতাদের বলতে হয় আরও কিছু দিয়ে পথ আটাকানো যায় কি না তা আবিস্কার করতে।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

হাতকাটা হাকিমুল বলেছেন: আর যাই বলেন আইডিয়া কিন্তক দারুণ ;)

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

শাহিন-৯৯ বলেছেন: গুড!!! আমিতো ভাবছিলাম-লীগ নেতারা মাথা মোটা, আপনার মন্তব্য শুনে মনে হচ্ছে তাদের আবিস্কার নোবেল!!!!!

৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

নিশাত১২৩ বলেছেন: নতুন ভাবনা

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

শাহিন-৯৯ বলেছেন: আপনার কাছে নতুন ভাবনা আর আমার কাছে নতুন শয়তানী।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

নিরাপদ দেশ চাই বলেছেন: ্নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশী করে এই জাতীয় তামাশা দেখার সুযোগ হবে জাতির।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

শাহিন-৯৯ বলেছেন: একদম সঠিক, মাঝখানে আমরা অাম পাবলিক ময়লার দু-গন্ধ মাগনা পাব।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

মিথী_মারজান বলেছেন: নোংরা রাজনীতি।(১ম ছবি)

আচ্ছা, বালুর ট্রাক রাখার যুক্তিগত কারণ টা কি?
যেহেতু দেশ বিদেশ দুই জায়গাতেই এটার ব্যবহার দেখলাম তাই কারণটা জানতে ইচ্ছা হল।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১

শাহিন-৯৯ বলেছেন: বালুর ট্রাক যদি ওই সময় না রাখত তাহলে এখন ময়লা পদ্ধতি দেখতে হত না,

৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

কলাবাগান১ বলেছেন: তাও ভালো যে বালুর ট্রাকে করে গ্রেনেড আনে নাই বিরূধী দলের নেত্রীকে দুনিয়া থেকে সরায়ে দিতে

১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৯

শাহিন-৯৯ বলেছেন: ভাই, বিএনপির এইসব কাজের জন্য মানুষ লীগকে ভোট দিয়েছে, লীগ যদি একই পথে হাঁটে তাহলে জনগণ যাবে কোথায়

১০| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

আবু তালেব শেখ বলেছেন: এতো দেখছি চরম নিকৃষ্ট এবং জঘন্য মানসিকতা

১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩২

শাহিন-৯৯ বলেছেন: B:-)

১১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর আগে মীর নাসিরের বাসার সামনেও মহিউদ্দিনের কর্মীরা ময়লা ফেলেছিল মনে হয়...

১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৪

শাহিন-৯৯ বলেছেন: এটি তাহলে মহিউদ্দিন সাহেবের আবিষ্কার!! জানা ছিল না, জানানোর জন্য ধন্যবাদ।

১২| ১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৯

বিষন্ন পথিক বলেছেন: বালির টেরাক, ালের না ;)

১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৫

শাহিন-৯৯ বলেছেন: B:-/

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

হাঙ্গামা বলেছেন: লেখক বলেছেন: ভাই, উনাকে আমি প্রথম খুব ভাল ভেবেছিলাম, লোকটা মনে হয় অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম কিন্তু উনি যেদিন থেকে দলের সাধারণ সম্পাদক হয়েছেন সেদিন থেকে উনার কথা-বার্তা সব পাল্টে যেতে লাগল।


আপনি মনের কথা বলছেন। মুনাফেকরা মুখে বলবে এক অন্তরে আরেক।

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

শাহিন-৯৯ বলেছেন: কি বলব বুঝতেছি না,

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: দিন দিন দুষ্টলোকে ভরে যাচ্ছে দেশ।

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

শাহিন-৯৯ বলেছেন: আশা করি আমাদের প্রজন্মের মধ্যে এই সংখ্যা একটু কম পাব।

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

টারজান০০০০৭ বলেছেন: এই পদ্ধতির আবিস্কারক বাংলাদেশ সরকার। আমেরিকান সরকার ইহা ব্যবহার করিয়া কপিরাইট ল ভঙ্গ করিয়াছে। তাহাদের বিরুদ্ধে ১০০০০০০০০০০০০০০০০০০০০০০ ডলার ক্ষতিপূরণ চাহিয়া মামলা করা হউক ! (আমারেও ভাগে কিছু দিলে কাবিখা প্রজেক্ট হইতে নাজাত পাই !)

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

শাহিন-৯৯ বলেছেন: :-B :-B

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

নতুন নকিব বলেছেন:



টারজান০০০০৭ বলেছেন: এই পদ্ধতির আবিস্কারক বাংলাদেশ সরকার। আমেরিকান সরকার ইহা ব্যবহার করিয়া কপিরাইট ল ভঙ্গ করিয়াছে।

-সেরা মন্তব্য!

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

শাহিন-৯৯ বলেছেন: :-B :-B :-B

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২২

করুণাধারা বলেছেন: যত বদ বুদ্ধি!

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩

শাহিন-৯৯ বলেছেন: দোয়া করেন যাদের ভাল বুদ্ধি আছে আমরা যেন আগামীতে তাদেরকে নেতা হিসাবে পাই।

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

জাহিদ অনিক বলেছেন:

আমার বাসা থেকে যে ব্যক্তি প্রতিদিন ময়লা নিয়ে যায় তাকে মাসিক ১০০ টাকা দেয়া হয়, উনাদের রেট বেশিই হবে আরও

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

শাহিন-৯৯ বলেছেন: নেতা বলে কথা!!!!

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

তারেক ফাহিম বলেছেন: জনগণের টাকায় জনগনের পথ রোধ।

ভালোতো।

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

শাহিন-৯৯ বলেছেন: আসলেই ভাল!!!!!

২০| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ময়লা থ্যারাপি! তাও আবার সভা পন্ড করণের জন্য! নতুন নতুন আবিস্কারে দেশে অশুভ বুদ্ধির শুভ বিদায় হোক।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১

শাহিন-৯৯ বলেছেন: সহমত পোষণ করছি আপনার সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.