নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দেখা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কথাও হলো তাঁদের মধ্যে। মির্জা ফখরুলকে দেখে ওবায়দুল কাদের বললেন, ‘আমরা যেহেতু রাজনীতি করি, তাই আলাপ–আলোচনার পথ খোলা রাখাই ভালো।
(প্রথম আলো)
আলোচনা ছাড়া অন্য কোন পথে সমাধান মানে সংঘাত, ক্যু, ইত্যাদি। এদেশের মানুষ আপনাদেরকে ভালবেসে তাদের জন্যই আপনাদের অহংকার কমাতে হবে। আপনারদেরকে প্রমাণ করতে হবে আপনারা দেশ, জাতির কথা ভাবেন। আমাদের ভুল ধারণা ভাঙ্গতে হবে আপনাদের।
যারা নিরাশাবাদী তারা হয়তো মান্নান- জলিলের সংলাপ কথা তুলবেন, বার বার সংলাপে বসেও তারা সমাধান করতে পারিনি, সমাধান করতে না পারার খেসারত জাতির সবাই জানে। আমি বলছি না ঐ ভয়ে আপনাদের সংলাপ করতে হবে। আপনাদের সংলাপ করতে হবে দেশ, জাতির কথা ভেবে, অতীতের সব ভুল ধারণা ভাঙ্গতে, নিরাশাবাদীদের আশাবাদী হওয়ার স্বপ্ন দেখাতে।
আপনারা হয়তো এসি রুমে, গাড়ির ভিতরে বসে দেখতে পান না, একটু আশা দেখলে, এ দেশের মানুষ কত বড় স্বপ্নের পসরা নিয়ে বসে।
"আলোচনা হোক সকল সমস্যা সমাধানের মূলমন্ত্র" আগামী দিনের সব সমাধান হোক আলোচনা মাধ্যমে। আমরা চাই না কোন সংঘাত, ক্যু। আমরা চাই রাজনীতি জিতুক।
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
শাহিন-৯৯ বলেছেন:
২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনি মানুষ পেলেন না খুঁজে, এদের আলোচনার কোন মুল্য আছে বলে মনে হয় না; এরা দলের সংগঠক, রাজনীতি জানে বলে মনে হয় না।
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
শাহিন-৯৯ বলেছেন: তবুও তাদের দিকে তাকানো ছাড়া এখন বিকল্প কোন পথ নেই জাতির।
কে একজন বলেছিল, প্রতি মানুষের ভিতরে কিছু ভাল গুণ থাকে, আমি সেই ভাল গুনের বহিঃপ্রকাশের আশায়।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
"কে একজন বলেছিল, প্রতি মানুষের ভিতরে কিছু ভাল গুণ থাকে, আমি সেই ভাল গুনের বহিঃপ্রকাশের আশায়। "
-বেগম জিয়া বলতে পারেন!
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
শাহিন-৯৯ বলেছেন: উনিও হয়তো বলেছে কখনো , তবে আমি যার কথা বলছি, এখন তার নাম আর সেই লেখার নাম মনে নাই।
৪| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই সতী নারী থাকলে কিচ্ছু হবে না। হিন্দী চুল...
২০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৩
শাহিন-৯৯ বলেছেন:
৫| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
বিলিয়ার রহমান বলেছেন: ১০ গোলে হেরে বসে থেকেও জেতার স্বপ্ন!!!!!
গেইমতো অলরেডি ওভার মেয়াবাই!!
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২
শাহিন-৯৯ বলেছেন: কখনো জেতা যায়। তবে স্যাধের সবটুকুই নিঙড়ায়ে দিতে হবে।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ