নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি জামায়াতের সাথে জোট করেছে বলে আওয়ামলীগ স্বৈরাচারের সাথে জোট করেছে- ওবায়দুল কাদের। হায়! হায়! কি শুনেইলেন এসব।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪









আজ ডাঃ মিলনের মৃত্যৃবার্ষিকী, ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদের পেটুয়া বাহিনীর হাতে খুন হন তিনি। তাঁর মৃত্যৃতে স্বৈরাচার এরশাদের পতন ত্বরাণিত হয়। আওয়ামলীগের সাধারণ সম্পাদক আজ ডাঃ মিলনের মৃত্যৃবার্ষিকীতে চমৎকার দুইটি কথা বলেছেন। এক, বিএনপি এখন গভীর খাদের কিনারায়, দুই, বিএনপি সাম্প্রদায়িক শক্তি সাথে জোট করেছে বলে আওয়ামলীগ স্বৈরাচারের সাথে জোট করেছে। সেক্রেটারী সাহেবের দ্বিতীয় কথা যদি একটু পেঁচিয়ে বলি তাহলে কেমন দাঁড়ায়, বিএনপি যদি স্বৈরাচারের সাথে জোট করত আর জামায়াত ছাড়া থাকত,
তাহলে উনারা কি জামায়াতকে নিজেদের গোয়ালে তুলতেন?

উনার দ্বিতীয় কথা কি আওয়ামলীগ সমর্থকদের মনে কষ্ট দিল না, কার সাথে কার তুলনা!!!

আওয়ামলীগের দায়িত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার যোগ্যতা একটা লিস্ট দেখি, তিনি উচ্চ শিক্ষিত, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর প্রায় এক ডজন ডক্টরেট ডিগ্রী পেয়েছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ লেটারেচর পেয়েছেন। বর্তমান ক্ষমতায় অাসার পর একের পর এক বিদেশ থেকে খেতাব পাচ্ছে।
পক্ষান্তরে,
বিএনপির দায়িত্বে অাছে আধা শিক্ষিত একজন, শুনেছি উনি নাকি এন্টারমিডিয়েড পাস। ডক্টরেট ডিগ্রী আর বিদেশী খেতাব সেতো বহুদুর।

এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা আধা শিক্ষিত মহিলার মুখোমুখি হতে কেন বিশ্বনেত্রীর স্বৈরাচারের সাহায্য নিতে হবে বিবেক বিকিয়ে?

বিএনপির দলে খেতাবপ্রাপ্তসহ অসংখ্যা মুক্তিযোদ্ধা আছেন তারপরেও তাদেরকে রাজাকাদের দল বলে গালি শুনতে হয় কারণ তারা জামায়াতের সাথে জোট করেছে এই জন্য, এখন বিএনপি যদি আওয়ামলীগকে স্বৈরাচার বলে তাহলে কেমন লাগবে। অবশ্য বর্তমান লীগের যে হাল-চাল, না জানি জনগন এই খেতাব দিয়ে বসে।

বিএনপি গভীর খাদের কিনারায় উনার এই উক্তির জন্য আমার এলাকার একটা ঘঠনা বলি --
২০০১ সালের বিএনপি জোট যে দিন ক্ষমতায় এল, তার পরের দিন আমাদের এলাকায় আনন্দ মিছিল হয়েছিল, মিছিল শেষে বক্তারা সবাই প্রায় একই কথা বললেন- ২১ বছর পর ক্ষমতায় এসেছিল আর এবার নেীকা সমুদ্রে ফেলে দিয়েছি ৫০ বছরের মধ্যে আর ক্ষমতায় আসবে না কিন্তু দেখা গেল সমুদ্র থেকে নেীকা পরের নির্বাচনে ডাঙ্গায় চলে এল।

ক্ষমতার চশমা পরে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রে হয় উল্টা।


মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০০

প্রামানিক বলেছেন: ক্ষমতার চশমা পরে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রে হয় উল্টা। কথা সত্য

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৪

শাহিন-৯৯ বলেছেন: ছড়াকারকে আমার আন্তরিক ধন্যবাদ। শুভেচ্ছা রহিল, হাজার একবার।

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


জামাতের কাছে ভারত-বিদ্বেষ ও পাকিস্তানী তমদ্দুনের চাবি, এরশাদের কাছে ক্যান্টনমেন্টের চাবি; শেখ হাসিনা বেগম জিয়াকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে দুরে রাখার জন্য এরশাদ সাহেবকে নিতে বাধ্য হয়েছেন। অবশ্য যদি শেখ হাসিনা মানুকে তাদের অধিকার ও সুযোগ দিতেন, এরশাদক ও বেগম জিয়াকে জেলে রাখতে পারতেন।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪১

শাহিন-৯৯ বলেছেন: তাহলে ক্ষমতায় সবই, আদর্শ টাদর্শ কিছু নেই রাজনীতিতে। আদর্শর যে ঝলকানি সবই তাহলে লোক দেখানো!!!

৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জামায়াত বি এন পি'র সাথে ২০০১-এর নির্বাচনে জোটভূক্ত না হলে এবং বি এন পি যদি একাই থাকত, তাহলে ১৯৯৬-এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের সাথেই থাকত জামায়াত। এমনকি জামায়াত নেতাদের ফাঁসিও হত না...

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৫

শাহিন-৯৯ বলেছেন: এই কথা আমি যখনই বলি, তখনই আমাকে রাজাকারদের উত্তরসুরি বানানো হয়।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " তাহলে ক্ষমতায় সবই, আদর্শ টাদর্শ কিছু নেই রাজনীতিতে। আদর্শর যে ঝলকানি সবই তাহলে লোক দেখানো!!!"

-আপনার পোষ্টে আদর্শ নিয়ে কোন রাজনীতির কথা কোনদিন লিখেছেন বলে আমার মনে হয়নি। আওয়ামী লীগের আদর্শ বলতে কিছু নেই; বিএনপি'র আদর্শ হলো মারাঠাদের মতো, যা পার দখল কর।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩১

শাহিন-৯৯ বলেছেন: তবুও বিএনপির একটি আদর্শ আছে!!!! লীগের তাও নেই? লীগেরও আছে কোন একদিন প্রমাণ দিয়ে আপনাকে জানাবো।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনে খাইতে পারেন নাই আমি খাইছি আবার আমি যা খামু না সেইটা আপনি খাইবেন এই দেশের রাজীতির অবস্থা । :)

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩৩

শাহিন-৯৯ বলেছেন: সত্যি তাই!!! আমি খাইলে হালাল আপনে খাইলে হারাম!! এই চলছে এ দেশে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: আপনি শেষ লাইনটিতেই যা বলার বলে দিয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

কালীদাস বলেছেন: সকালে পেপারে দেখলাম সৌদি প্রিন্সরা ইজরায়েলের সাথে জোট পাকাচ্ছে কেবলমাত্র ইরানকে কোণঠাসা করারা জন্য। সেখানে এরা তো কেবল স্বৈরাচার বা জামাতের জারজদের সাথে......

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

শাহিন-৯৯ বলেছেন: অন্য দেশের সাথে তুলনা করা ঠিক নয়, কেউ অধম হইলে আমাকেও হইতে হবে, এরকম যুক্তি ঠিক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.