নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
বড় ভাই মকবুল
ডেকে বলে শোন
এই পথে হাঁটবি,
এই পথ ঠিক পথ
স্রষ্টার দেওয়া পথ।
এই পথে হাঁটিব
যেই আমি ভাবি
কুদ্দুস ডেকে কয়
ভুল পথে যাবি।
বলি ভাই ঠিক পথ
দে তবে বলে।
এক মুখ হাসি দিয়ে
বলে ভাই,
এই পথে যা
সোজাসুজি স্বর্গে দিবি তুই পা।
কুদ্দুসের বলা পথে
দেই যখন পা,
আবুল ডেকে বলে
জাহান্নামে যেতে চাইলে
ঐ পথে যা।
তিন জনের কথাতে
পড়ে গেলাম বিপদে
নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে
লেগে গেলাম ঠিক পথ খুঁজিতে।
সবকিছু শুনে মা
বলল বোকা, এসব ছাড়ো
বই পড়, বই বুঝ, বই নিয়ে ভাব
ভুল- ঠিক সবকিছু সহজে দেখো।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
শাহিন-৯৯ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
আটলান্টিক বলেছেন: বই পড়,বই বুঝ,বই নিয়ে ভাব
এই কথাটা দেশের সকল স্কুল কলেজ ভার্সিটিতে ঝুলিয়ে দেওয়া দরকার।চমৎকার কাব্য ভাইয়া
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
শায়মা বলেছেন: সেই তো স্কুল কলেজ বা ভার্সিটির পরীক্ষায় পাস না করিতে পারিলে কোনো কিছুতেই কাজ হইবেক না।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
শাহিন-৯৯ বলেছেন: শুধু পাশ দিলেই কাম হব না, জ্ঞান অর্জিত করতে হবে বই থেকে।
নজরুল কিন্তু পাশ দেয় নাইকা।
মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সুন্দর কবিতা।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
শায়মা বলেছেন: সে নজরুলের আমলের কথা। এই আমলে আর সেই আমলের কাজ চলবে না!
২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
শাহিন-৯৯ বলেছেন: চেষ্টা করতে অসুবিধা কি?
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছন্দ-মাত্রা ঠিক নেই। গুছিয়ে লেখা হয়নি।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ মূল্যবান মন্তব্যর জন্য।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন, শুভকামনা
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
শাহিন-৯৯ বলেছেন: আপনাকেও আমার আন্তরিক অভিনন্দন।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭
জাহিদ অনিক বলেছেন: তারপর ?
সঠিক পথ পাওয়া গেল?
২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮
শাহিন-৯৯ বলেছেন: ভাল-মন্দ বুঝার জন্য বিবেক কিছুটা শক্তি পেল।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: খুব খুব দরকারী কবিতা।