নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আহ! কি আনন্দ আকাশে-বাতাসে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬


( কবিতা ভাবিয়া কেউ ভুল করিবেন না )

কোন এক গ্রীষ্মের দুপুরে
শিমুল গাছের তলে,
খালেদা আর হাসিনা--
"একখানা টেবিলের-দুপাশে
মুখোমুখি বসে--
শপথ নিল, অতীতের সব বিভেদ যাবে ভুলে--
সোনার স্ব-দেশ গড়বেন,
হাতে হাত রেখে"

ঠিক দুইদিন পরে---
কাদের আর ফখরুল গলাগলি করে,
চায়ের দোকানে--
আড্ডায় উঠে মেতে,
চাঁদগাজী,-- জিয়ার ভুল ভুলে
একখানা লেখা ব্লগে ছাড়ে।

আহ! কি আনন্দ আকাশে-বাতাসে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি এমন যদি হতো

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০

শাহিন-৯৯ বলেছেন: তাহলে খুব ভাল হত।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি দেখেন, বাংলাদেশের ৯ কোটী নারীর ভেতরে, পড়ালেখা, বুদ্ধিমত্তা, ভাবনাশক্তি, কর্মশক্তির দিকে থেকে বেগম জিয়ার স্হান, সর্বনিম্ন ২০ ভাগের মাঝে থাকার কথা; সেই মহিলা ১০ বছর বাংলাদেশ চালায়েছেন, ৩৪ বছর বিএনপি চালাচ্ছেন! শেখ হাসিনার স্হান উপরের ২০ ভাগের মাঝে হবে হয়তো; উনারা কি করে একটা জাতিকে চালাবেন, যেই জাতি ৩০ লাখ মানুষ হারায়েছিলেন ভালো জীবনের জন্য।

"যেড-ফোর্সের" কারো থেকে, বা ডা: বদরুদ্দোজা থেকে জেনে নিয়েন, জেনারেল জিয়া কি ধরণের মানুষ ছিলেন! উনি নিজের সৈনিকদের বাইরে, কোন মানুষকে মানুষ মনে করতেন না। আপনি যদি উনার সামনে দাঁড়াতেন, বুঝতেন যে, এই লোক আপনাকে এক পয়সার দামও দিতেন না, এটা ছিল উনার বিশাল সমস্যা।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

শাহিন-৯৯ বলেছেন: দেখেন বড় ভাই জিয়া গত হয়েছে প্রায় ৩২ বছরের উপরে আর বঙ্গবন্ধু গত হয়েছে প্রায় ৪২ বছর আগে এখন যদি তাদের নিয়ে আমরা পড়ে থাকি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

শেখ হাসিনা আর খালেদা জিয়া যতদিন সেচ্ছায় অবসর না নিবে কেউ তাদের অবসর নিতে বাধ্য করতে পারবে না তারা যতই খারাপ হোক না কেন তাদের একটা আলাদা ইমেজ তৈরী হয়েছে রাজনৈতিক অঙ্গনে। তাই তাদের রেখে যদি এই মূহুর্তে কিছুর করার সম্ভব হয় তাই করতে হবে নাহয় তাদের দিকে তাকিয়ে থাকতে হবে কবে তারা অবসর নেই।

আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য অবশ্যই আমাদের কিছু করা উচিত আর তা করতে হলে আমাদের আগে পিছনের বিভেদ ভুলে যেতে হবে বলে আমি মনে করি।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ক্যু করে হত্যাকান্ডের মাঝে এসেছিলেন, দেশে সামরিক প্রধান হয়েছিলেন; সেটা ছিল নতুন জাতির বিপক্ষে বিশাল অন্যায়; উনাকে সরাতে গিয়ে ৩০০ মুক্তিযোদ্ধাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, ১১০০ চাকুরী হারিয়ে জেল খেটে সব হারায়েছেন। উনার ক্ষমতা দখল যদি আপনার কাছে ন্যায় হয়, সেটা আপনার সমস্যা, ও আপনি জাতির ত্যাগের বিপক্ষে অবস্হান নিয়েছেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

শাহিন-৯৯ বলেছেন: যেহেতু জিয়া এখন বিএনপির একটা ব্রান্ড ছাড়া কিছুই নয় তাই তার সমস্যা এখন টেনে এনে কোন লাভ নাই।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



"লেখক বলেছেন: দেখেন বড় ভাই জিয়া গত হয়েছে প্রায় ৩২ বছরের উপরে আর বঙ্গবন্ধু গত হয়েছে প্রায় ৪২ বছর আগে এখন যদি তাদের নিয়ে আমরা পড়ে থাকি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। "

-বিএনপি আগামী নির্বাচনে কার পোষ্টার ঝুলাবে? কার নামে ভোট চাইবে? বিএনপি তিনি অন্যায়ভাবে গঠন করায় ফালু, তারেক, কোকো, মেজর মান্নান, দুলু, লালুরা লুটপাট চালা্যেছে, ও চালাবে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

শাহিন-৯৯ বলেছেন: আমি আগেই বলেছি জিয়া বিএনপির একটা ব্রান্ড এখন যেমন আওয়ামলীগের ব্রান্ড বঙ্গবন্ধু। কোন দলই এখন তাদের মূল আদর্শে নাই। অনেক পরিবর্তন হয়েছে দুই দলে।

লুট কে কম করছে বলেন, কিন্তু এর মধ্যে কিছুটা ভাল যদি আমরা বের করতে পারি ততটুকুই লাভ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:
""লেখক বলেছেন: দেখেন বড় ভাই জিয়া গত হয়েছে প্রায় ৩২ বছরের উপরে আর বঙ্গবন্ধু গত হয়েছে প্রায় ৪২ বছর আগে এখন যদি তাদের নিয়ে আমরা পড়ে থাকি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। "

-ভবিষ্যত প্রজন্ম হবে দেশের রাজনীতির ফলাফল।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

শাহিন-৯৯ বলেছেন: যদি কিছু ভাল রাজনীতি করতে পারি আমরা, তাহলে ভবিষ্যত প্রজন্ম কিছুটা আশার আলো পাবে।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

আটলান্টিক বলেছেন: অরণ্যে রোদন বলতে পারছিনা বলতে হবে "ব্লগে রোদন"।তারপরেও আপনার চেষ্টার কোন ত্রুটি নেই।আপনাকে আন্তরিক শুভেচ্ছা।
আর হ্যা চাঁদগাজী সাহেব যা বলেছেন আর যা বলবেন তার সাথে সম্পূর্ণ একমত।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪

শাহিন-৯৯ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য আপনার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.