নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

পদ্মার বুকে ফেরির মেলা, ছবি ব্লগ

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

০১)
০২)

ছবি-১-২ পারের উদ্দেশ্য সবগুলো ফেরী এক সাথে ছাড়ে, ঘন কুয়াশার জন্য ফেরী প্রায় ৫ ঘন্টা বন্ধ ছিল।

০৩)
০৪)

ছবি-৩-৪ ঘাটের ভিড়ানো অবস্থায় ফেরীগুলো।

০৫)

ছবি-৫ সকালেই পদ্মার পাড় কর্মচঞ্চল শুরু, ঢাকায় আনার উদ্দেশ্য ইন্জিনচালিত নেীকায় মহিষ পারাপারের জন্য নেীকায় মহিষ উঠাচ্ছে।

০৬)

ছবি-৬ সারিবদ্ধভাবে ফেরীগুলো চলছে।

০৭)

০৮)

ছবি-৭-৮ তেজহীন পদ্মায় এখন প্রায়শয় চর জেগে উঠে, তাই সারাবছর ফেরীগুলো স্বাভাবিকভাবে চলাচলের জন্য চ্যানেলগুলো এভাবে চরমুক্ত করতে হয়।

০৯)

ছবি-৯ পদ্মার বুকে জেগে উঠা বালুচর।

১০)

ছবি-১০ কুয়াশার মধ্যেও রিস্ক নিয়ে লঞ্চটি পদ্মা পাড়ি দিচ্ছে।

গত ১৪ ই ডিসেম্বর গ্রামের বাড়ি গিয়েছিলাম, ফিরেছিলাম ১৯শে ডিসেম্বর, আমার অনেক সুভাগ্য যে দুইদিনই আমার সুপ্রভাত হয়েছিল পদ্মার বুকে। তার জন্য আমার মাত্র ১৪ ঘন্টা পদ্মার দুই পাড়ে কাটাতে হয়েছে। যাক সেই দুঃখের কথা নাইবা বলি।



মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

আটলান্টিক বলেছেন: সবার আগে পড়ছি :)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

শাহিন-৯৯ বলেছেন: আমার কাছে তো চায়ের ব্যাবস্থা নাই, ক্যামনে যে আপনারে অ্যাপায়ন করি।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

প্রামানিক বলেছেন: দারুণ ছবি। ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

শাহিন-৯৯ বলেছেন: আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

জাহিদ হাসান রানা বলেছেন: ভাল লাগল :)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

তারেক_মাহমুদ বলেছেন: আমি একবার ১৮ ঘন্টায় ফেরি পার হয়েছিলাম

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

শাহিন-৯৯ বলেছেন: তাহলে আপনি আমার দুঃখটা অনুভব করেছেন।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: পদ্মা নদীর ঢেউ শূণ্য হৃদয়ের কথা বলে।
পদ্মার ঢেউ রে... .. .. ..
পদ্মার সুন্দর দৃশ্যাবলী দেখে বিমুগ্ধ হলাম।
আন্তরিক শুভেচ্ছা।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

শাহিন-৯৯ বলেছেন: আপনাদের কৈশরের সেই পদ্মা আজ নেই, এখন অনেকটা মৃত্য পড়ে থাকে, বর্ষাকাল ছাড়া।
আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

শায়মা বলেছেন: ফেরীগুলি যদি ময়ূরপঙ্খী নাও হত! আহা ......

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

শাহিন-৯৯ বলেছেন: তবে খুব খুব ভাল হত,

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

জাহিদ অনিক বলেছেন:

আমি একবার খুব ভোরে ট্রলারে করে পদ্মা পার হতে গিয়ে পথ হারিয়ে গেছিলাম।
মাঝি একবার ট্রলার নিয়ে এদিকে যায় তো আবার ওদিকে যায়। একবার চরে গিয়ে আটকে যায় আরেকবার গিয়ে গভীরে পড়ে!

পরে অনেক বুদ্ধি করে গুগল ম্যাপে পদ্মার চ্যানেল খুঁজে বের করে মাঝিকে পথ বলে বলে ডাইনে বামে - বামে ডাইনে করে পদ্মা (আরিচা ঘাট) পার হয়েছিলাম প্রায় তিন ঘন্টায়।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

শাহিন-৯৯ বলেছেন: আপনার প্রযুক্তি জ্ঞান মাঝিকে অনেক উপকার করেছে সাথে আপনি পেয়েছেন কূলের ঠিকানা।
নদীতে পথ হারালে কোন সম্যায় পড়তে হয়।
মন্তব্যর জন্য আমার অান্তরিক ধন্যবাদ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


ঢাকা থেকে কত দুরে আপনার বাড়ী? আপনার গ্রামের লোকজনের আর্থিক অবস্হা কেমন? মেয়েরা স্কুলে যায়?

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

শাহিন-৯৯ বলেছেন: এই বিষয় নিয়ে একটা পোস্ট দেওয়ার ই্চ্ছা আছে।
বাড়ি সুন্দরবন এলাকা খুলনা জেলার কয়রা উপজেলা।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: নদী ও ফেরী দূটোতেই ভালোলাগা ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

মলাসইলমুইনা বলেছেন: আহা আমাদের আরিচা -নগরবাড়ি ফেরি ঘাট ! সেই ঢাকা রাজশাহী যাওয়া আসা ! কত ঘটনা, কত কাব্য করে আমাদের যাওয়া আসা ! আজ কি ভোলা যায় ! একবার রাজশাহী থেকে মডার্ন এন্টারপ্রাইজের নাইট কোচে নগরবাড়ী এসেছি | বাস উঠে গেছে ফেরিতে |হঠাৎ মনে হলো মুহূর্তের মধ্যেই কুয়াশায় সারা পৃথিবী ঢেকে ফেলেছে ! একহাত দূরেও অরে কিছু দেখা যাচ্ছে না কিছু ফেরির বাইরে | সারাটা রাত ওভাবেই আমরা কাটিয়ে দিলাম ফেরিতে | পরের দিন সকালে কুয়াশা কাটলো | সেদিন হরতাল | কত কাব্য করে যে সেদিন আমরা গাবতলীতে এসে পৌছুলাম !! আহা কি সব স্মৃতি এই ফেরি নিয়ে | একগুচ্ছ নস্টালজিক ফটো দিলেন ভাই | অনেক ভালোলাগা নদীর ফটোগুলোতে, ফেরির ফটোগুলোতে |

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: কুয়াশাবৃত পদ্মায় জনজীবনের দুর্ভোগ নিয়ে পোস্ট লিখে জনসচেতনতার পরিচয় দিয়েছেন।
পদ্মা এখন আর সে প্রমত্তা পদ্মা নেই। স্কুল জীবনে পাঠ্যপুস্তকে কবি গোলাম মোস্তফা কর্তৃক প্রমত্তা পদ্মার রুদ্রমূর্তি নিয়ে একটি সুলিখিত প্রবন্ধ পাঠ করেছিলাম, এ কথা আজও মনে পড়ে।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

আটলান্টিক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা শাহীন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.