নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

ধর্মের নামে উন্মুক্ত গান্জার টানার মেীসুম শুরু হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০





শীতকাল এলেই আমাদের দেশে শুরু হয় ঐরস নামে এক প্রকার মেলা, আর সেখানে স্রষ্টার সিদ্ধিরলাভের নামে চলে উন্মুক্ত গান্জা টানার প্রতিযোগিতা।

কি বিচিত্র সব বাবার নাম- ল্যাংটা বাবা, তালা বাবা, এরকম কত নাম যে আছে তার ইয়াত্তা নাই। সভ্য জগতে কেউ ল্যাংটা থাকতে পারে ভাবতে অবাক লাগে, এখন দেখছি সেই ল্যাংটা আবার ধর্মের প্রচারক!!!

পৃথিবীতে কোন ধর্মে মাতলামী, বেহাপয়াপনা অনুমতি আছে বলে মনে হয় না, অথচ সভ্য যুগে সারারাত মেয়েদের দিয়ে নাচিয়ে মন মন গান্জা টেনে শান্তির ধর্ম ইসলামে নামে হালাল করা হচ্ছে, কেউ প্রতিবাদ করছে না ঠিকমত, কেউ প্রতিবাদ করতে গেলে তাকে উগ্রপন্হী বলে অাখ্যা দেওয়া হচ্ছে।

আমাদের দেশে গান্জা টানা আইনত অপরাধ তাহলে এসব জায়গায় কেন পুলিশ পাহারায় গান্জার টানার অনুমতি থাকছে?
ধর্মের কারণে কি?

সাম্প্রতিক দুই দেশে দেখলাম গান্জা টানার উপর বৈধতা দেওয়া হয়েছে, আমাদের দেশে নিদিষ্ট স্থানে সেরকম করা হোক যে রকম মদের ক্ষেত্রে করা হয়েছে তাহলে ধর্মের নামে অন্তত গান্জাখোরদের মেলা কমে আসবে।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: একদম ঠিক কথা বলেছেন ভাই।সাহস করে বলতে হবে।তাহলেই আশা করি অন্যায় গুলো আস্তে আস্তে কমবে।
ধন্যবাদ লেখক।
শুভ কামনা।
নতুন বছরের শুভেচ্ছা আর কৃতজ্ঞতা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

শাহিন-৯৯ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

গান্জাখোরগুলো রাজনৈতিক ছত্রছায়ায় দিনকে দিন বেপরোয়া হয়ে উঠচ্ছে এদের লাগাম না টানতে পারলে একদিন হক পন্হীদের করূণ পরিণতি দেখতে হবে।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


গাঁজা সিগারেটের মত অত ক্ষতি করে না, মনে হয়; আমি এই নিয়ে তেমন জানি না।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

শাহিন-৯৯ বলেছেন: ধুমপান কমাতে পারলে সব নেশা কমিয়ে আনা সম্ভব।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০০

নতুন বলেছেন: ধম`ভীরুতা থেকে ধমান্ধতা.... সেখানেই শুরুহয় ধম` নিয়ে ব্যবসা...

দেশে ধম` নিয়ে ব্যবসা খুবই ভালোই চলছে... অবশ্য মনে হচ্ছে একটু ভাটা পরেছে ধম` ব্যবসায় এখন...

কিন্তু কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে ভিডিও সেয়ারিং শুরু হয়েছে এই সব জিনিসের।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

শাহিন-৯৯ বলেছেন: ফেসবুকতো এখন সকল কিছুর মূল গাইড। ফেসবুকে গেলে দেখা মেলে কত ধরণে আলেম আছে সেখানে!!

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষ এত পাপের মধ্যে আছে যে ভাবছে এগুলোতে অন্তত উপস্থিত থাকতে পারলেই গুনাহ মাফ হয়ে যাবে! বন্ধ হোক এসব ভন্ড ইসলাম...

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭

শাহিন-৯৯ বলেছেন: অশিক্ষিত লোকের সংখ্যা এখানে বেশি। এই জন্য তাদের ভুল বুঝাতে সুবিধা হয়।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: এই ধর্মই তো দেশটারে খাইলো।
সুন্দর পোষ্ট। সহমত।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

সাইন বোর্ড বলেছেন: এগুলো সংসার থেকে পালিয়ে বেড়ানো লোক, গাঁজা টেনে তারা ঈশ্বরকে খোজার ভান করে, এদের একটাই ওষুধ, জুতো পেটা...

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

শাহিন-৯৯ বলেছেন: সহমত। তাহলে পরিবেশ দুষণ কমবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.