নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
প্রতিদিন দেখি কোন না কোন নেতা বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুষ্টানে বক্তব্য দিচ্ছে, সংবাদ সম্মেলন করছে। এসব অনুষ্টান বা সম্মেলন করতে নিশ্চই বেশ খরচ হয়। তাছাড়া নেত্রীর সংবর্ধনা, দলীয় ব্যানারে মিছিল এ সবেতো বেশ খরচা-পানি হয়।
এখন প্রশ্ন হল- এসব খরচ জোগান দেয় কে?
নিশ্চই কেউ ব্যাক্তিগত সম্পদ থেকে এই খরচ বহন করবে না, তাহলে নেতাদের পকেটে খরচের এই টাকা আসে কিভাবে?
আমি যখন নতুন ঢাকায় আসি তখন দেখি বিশাল বিশাল মিছিল, বাস ভর্তি মানুষ গুলিস্থান অভিমুখে, আমার মনে প্রায়শই প্রশ্ন জাগত এত লোকের এই সব খরচ বহন করে কে? ধীরে ধীরে বেশ উত্তর পাই, তখন নিজেই নিজেকে বলি- এই জন্যই বুঝি মানুষ নেতার হওয়ার জন্য এত দেীঁড়ায়।
আমার জানার উৎসগুলো শেয়ার করছি আপনাদের সাথে--
ঢাকায় আসার পর এক নেতার সাথে আমার বেশ খাতির হয়, একদিন তাকে প্রশ্ন করি- ঢাকায় প্রতিদিন বিভিন্ন ব্যানারে যে অনুষ্টান বা সংবাদ সম্মেলন হয় এই খরচ কে বহন করে? মুচকি হেসে বলে- যে নেতারা বা মন্ত্রীরা প্রধান অতিথি হয়ে আসে তারাই দেয় তবে অন্যভাবে। আমি বললাম, বুঝলাম না, সে বলল- যখন সরকারী চাকরীর কোন নিয়োগ হয় তখন আয়োজন গ্রুপ ঐসব নেতাদের সুপারিশ নিয়ে নিজেদের ৫-৭ টা ক্যান্ডিডেট ঢুকায়, বুঝলি।
একদিন হাতিরঝিল থেকে সন্ধ্যায় সিএনজি নিয়ে যাত্রাবাড়ী যাচ্ছি, কিছুদূর এসে সিএনজি ড্রাইভার সিএনজি থামিয়ে নিজে গিয়ে এক ব্যাক্তিকে কিছু টাকা দিয়ে এলো সাথে একটা রসিদ নিয়ে এলো, আমি বিষয়টা কি ড্রাইভারে কাছ থেকে জানতে চাইলাম, বলল- আজকের চাঁদা দিনে দিতে পারি নাই তাই এখন দিয়ে এলাম, নইলে পরে সমস্যা করবে।
বছর দুই আগে এক বাস ড্রাইভার চা দোকানে বসে ঢাকার মেয়রকে বেশ গালি দিচ্ছে, আমি বললাম-ভাই মেয়র আপনাকে কি করল, সে বলল-গুলিস্থানের চাঁদার হার বাড়িয়ে দিয়েছে, আমি বললাম- মেয়র কি চাঁদার টাকার ভাগ পায় নাকি? সেতো রীতিমত অবাক হয়ে বলল-আপনি কি বাংলাদেশে থাকেন। আমি লোকটাকে টিভিতে দেখেতো তেমন মনে হয় না, তখন লোকটা বলল-আমি বলি শুনেন- গুলিস্থানের চাঁদার বড় অংশ যায় মেয়র বরাবর, তারপর থানায়, এরপর যা থাকে ছোট-খাট নেতারা ভাগ-বাটোয়ার করে নেয়।
আর হকারদের কথাতো আমি আমার গত লেখায় বলেছি।
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৮
শাহিন-৯৯ বলেছেন: ঠিকই বলেছেন, আমাদের কাছ থেকেই এই টাকা তাঁরা বিভিন্নভাবে উসুল করছে।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
সবচেয়ে সহজ হবে, বিএনপি অফিসে ফিয়ে রিজভী সাহেব থেকে জানা, উনি চাকুরী করেন না, উনার পরিবার কিভাবে চলে? নাকি উনার বাসায় ইঁদুরও নেই?
বসুন্ধরা, ওরিয়ন, খুলনা পাওয়ার, আলম ব্রাদার্স সবাই টাকা দিয়ে নেতাদের টাকার মাঝে ডুবিয়ে রেখেছে; একা যানবাহন ও দোকানদের চাঁদায় নেতাদের সব কিছু চলে যাচ্ছে।
তারেক জিয়ার জীবনীতে এই ব্যাপারে কিছু আছে কিনা, দেখার দরকার।
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
শাহিন-৯৯ বলেছেন: তারেক জিয়ার জীবনীতে এই ব্যাপারে কিছু আছে কিনা, দেখার দরকার।
দেখলে, দেখব গিয়াসউদ্দিন, ফালু ইত্যাদি ইত্যাদি।
কিন্তু তারেক ক্ষমতা ছাড়া কত বছর? নিশ্চই ১১ বছর, একটি দেশ ছোট-খাট বদলাতে কত বছর লাগে? আপনার লীগ কি পেরেছে তা?
দেখেন, এ বছর যারা নতুন ভোটার হয়েছে ১১ বছর আগে তাদের বয়স ছিল মাত্র ৭ বছর তখন তারেক কি চিনত না তারা, কিন্তু এখন তারা ব্যাংক লুট দেখছে, শেয়ার বাজার চুরি দেখেছে, মুহিত গংতো বাদই দিলাম। এই প্রজন্মকে আপনি তারেক দিয়ে বুঝিয়ে কি পার পেয়ে যাবেন।
সবচেয়ে সহজ হবে, বিএনপি অফিসে ফিয়ে রিজভী সাহেব থেকে জানা, উনি চাকুরী করেন না, উনার পরিবার কিভাবে চলে? নাকি উনার বাসায় ইঁদুরও নেই?
আপনার যে বয়স হয়েছে এই মন্তব্যে বুঝা যায়, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রিজভী যা লুট করেছে তাই এখন বসে বসে খাচ্ছে।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাংলাদেশে তো টাকা উড়ে দেখা যাচ্ছে!
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
শাহিন-৯৯ বলেছেন: সত্যি উড়ে, তবে তা বৈধ নয়, কালো, অবৈধ।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: যদি চারদিকের পৃথিবীকে এতো স্বার্থপর, ভঙ্গুর, দুর্বল, এবং খারাপ মনে হয় তাহলে একবার ভালো করে নিজের দিকে তাকান। নিজের কথা ভাবুন। আপনি নিজে কতোটা স্বার্থহীন, কতোটা শক্ত, কতোটা ভালো?
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫২
শাহিন-৯৯ বলেছেন: ব্যাক্তিগত আক্রমন তাই প্রতিউত্তর দিলাম না।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫
সাইন বোর্ড বলেছেন: গাজী সাহেব মনে হয় স্বপ্নের মধ্যেও তারেক জিয়ার দিকে তেড়ে যান...
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৩
শাহিন-৯৯ বলেছেন: উনি সম্ভবত জিয়া ফোবিয়ায় ভুগেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৭
আহমেদ জী এস বলেছেন: শাহিন-৯৯ ,
এ টাকা আপনার আমার টাকা । আমাদের পকেট থেকে আমরাই তাদের দিয়ে আসি যে কখন !