নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
লেখাটির পূর্বে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের পর কর্নেল তাহেরের একটি মন্তব্য শুনি- তাঁকে (বঙ্গবন্ধুকে) কবর দেওয়া ঠিক হয়নি, সাগরে ভাসিয়ে দেওয়া উচিত ছিল......)
১৯৭৫ সালের ০৭ নভেম্বর ঘঠনার মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিল, কিন্তু ০৭ই নভেম্বর যে ঘঠনা ঘঠেছিল তা কি জিয়ার অনুসারীরা করেছিল? নিশ্চই না, তাহলে কারা করেছিল? এক বাক্যে সবাই বলবে- জাসদ। তাহলে জাসদ কি জিয়াকে ক্ষমতায় আনার জন্য রোপম্যাপ করেছিল? তাও না, তাহলে কি উদ্দেশ্যে ছিল তাদের? তাঁরা নিজেরাই ক্ষমতা দখলে নিতে চেয়েছিল, জিয়াকে শুধু মাধ্যম বানাতে চেয়েছিল কারণ তখন সেনাবাহিনীর ভিতর জিয়ার মোটামুটি জনপ্রিয়তা ছিল, জিয়াকে দলে টানতে পারলে সেনাবাহিনীর সম্পূর্ণ কন্ট্রোল থাকত জাসদের হাতে।
জিয়া যদি সেদিন বেতার কেন্দ্রে গিয়ে জাসদকে সর্মথন করত, তাহলে কর্নেল তাহের সম্ভবত রাষ্ট্রপতি হত বা জাসদের অন্যকেও।
তখন বাকশালের নেতাদের কি করুণ অবস্থা হত একবার ভাবুন তো। রক্ষীবাহিনী দিয়ে জাসদের হাজার হাজার কর্মী হত্যা, যার ভিতরে ছিল অসংখ্যা মুক্তিযোদ্ধা। জাসদ ক্ষমতায় এলে বাংলাদেশে কমিনিজম চালু হত, আর সেখানে দাঁড়িয়ে বিলুপ্ত আওয়ামলীগকে কি শেখ হাসিনা পুনরায় জন্ম দিতে পারতেন? না ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারতেন? না আজ যে অহমিকা তা দেখাতে পারতেন?
আজকে আওয়ামলীগ যে রাজনীতি করছে তাও জিয়ার ক্ষমতায় যাওয়ার কারণে, ঐদিন জাসদ ক্ষমতায় গেলে আজকের ইতিহাসের পাতায় আওয়ামলীগ আর বঙ্গবন্ধুর নাম কষ্ট করে খুঁজে বের করতে হত।
অথচ সেই তাহের জন্য আওয়ামলীগের কি মায়া কান্না!! তার ভাইকে ভিসি নিয়োগ, কত আদর আপ্যায়ন!!
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০
শাহিন-৯৯ বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা রহিল।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৮
জগতারন বলেছেন: রক্ষীবাহিনী দিয়ে জাসদের হাজার হাজার কর্মী হত্যা, যার ভিতরে ছিল অসংখ্যা মুক্তিযোদ্ধা।
জানি না এই ব্লগার শাহিন-৯৯ -এর বয়স কত? মুক্তি যুদ্ধ দেখেছিল কিনা?
দেশ স্বাধীন হওয়ার পর পর জাসদ যে কী পরিমান তান্ডব করেছিল দেশে
এই জাসদ কত মা'য়ের সোনার যাদুকে পরপারে পাঠিয়েছিল,
এই যাদুদের প্রায় সবাই ছিল সদ্য দেশ স্বাধীন করে ফিরে আসা মুক্তি যোদ্ধা
সর্বহারা পার্টির গুন্ডারা মারে জাসদ সন্ত্রাসীদের আর জাসদ সন্ত্রাসীরা সর্বহারা পার্টির গুন্ডাদের,
সে এক এক বিশৃঙ্খলা অবস্থা দেশে, বঙ্গবন্ধু দিশেহারা।
রক্ষীবাহিনীর দোর্দণ্ড উদ্দোগই সেই সময়ে এই সমস্ত বন্য শূয়ারদের দমন করেছিল।
'মেজর জলীল, আঃ রব, সিরাজ শিকদার, কর্নেল তাহের' তাই আজ ইতিহাসের পাতা অভিশপ্তদের নাম
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৮
শাহিন-৯৯ বলেছেন: প্রথমে আপনার সুন্দর মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
জানি না এই ব্লগার শাহিন-৯৯ -এর বয়স কত? মুক্তি যুদ্ধ দেখেছিল কিনা?
জি না, আমি দেখি নাই। আমি বর্তমান প্রজন্মের।
রক্ষীবাহিনী দিয়ে জাসদের হাজার হাজার কর্মী হত্যা, যার ভিতরে ছিল অসংখ্যা মুক্তিযোদ্ধা।
আপনি আমার এই লাইনটি হাইলাইটস করেছেন এই জন্য আরও একবার ধন্যবাদ, ইতিহাস বিজয়ীরা লিখে, পরাজিতদের কোন কিছুই তাতে থাকে না শুধু ভুলগুলো ছাড়া। আমি কি লিখেছি হয়তো আপনি ধরতে পারেন নি, যদি কর্নেল তাহের ক্ষমতায় আসত তাহলে কর্নেল তাহরে বিজয়ী হত তখন সে তার ইতিহাসে লিখত আমার উক্ত লাইনটি। আর প্রাণ যেত তৎকালীন বাকশালের শীর্ষ নেতাদের। কিন্তু জিয়ার ক্ষমতায় নেওয়ার কারনে সব উলট-পালট হয় জাসদের।
আর জাসদের তৎকালীন হিংসাত্বক কার্যবলী ইতিহাসে পড়ার চেষ্টা করেছি বারবার।
এখনি আপনি আমাকে বলেন--
আমি নিশ্চিত মুক্তিযোদ্ধা দেখেছেন, বঙ্গবন্ধু ও জাসদ দেখেছেন স্বচক্ষে। বঙ্গবন্ধুর হত্যার পিছনে জাসদ যতটুকু জড়িত ছিল জিয়াউর রহমান সেই তুলনায় কতটুকু জড়িত ছিল? আজ আওয়ামলীগ নেত্রী জাসদকে বুকে আগলে রাখে।
আমার একান্ত জানার ইচ্ছার জন্য বলছি: সেনা-বাহিনী থাকতে কেন রক্ষীবাহিনী দিয়ে জাসদ দমনের পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধু? সেনাবাহিনীতে তখন সদ্য বীরত্ব নায়কেরা ছিল। তারা কি পারত না দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে?
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০২
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালের ১৫ই আগষ্টের ঘটনার পর থেকে ৭ই নভেম্বর অবধি মার্শাল এডমিনেষ্ট্রেটর কে ছিলেন?
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪
শাহিন-৯৯ বলেছেন: আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, তাই সেীজন্যমূলক প্রতিউত্তর দিলাম।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০৭
কিরমানী লিটন বলেছেন: সহজ কথা যায় না বলা সহজে...
খুব সহজেই সত্যকে তুলে ধরলেন। অভিবাদন।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪
শাহিন-৯৯ বলেছেন: আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৩:৫২
তপোবণ বলেছেন: আপনি সত্য বলেছেন এখন কেউ কেউ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। বিলুপ্ত আ.লীগকে জিয়া পুনঃজীবন দিয়েছিলেন। আবার দেশান্তরী হয়ে (র' এর তত্বাবধানে) থাকা এতিম শেখ হাসিনাকে জিয়াউর রহমানই দেশে এনেছিলেন, রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তাকে আনার পর জিয়া কয়দিন বেঁচেছিলেন?
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭
শাহিন-৯৯ বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৬
আটলান্টিক বলেছেন: ভাল কথা বলেছেন শাহিন ভাই।পোষ্টে প্লাস দিসি।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৮
শাহিন-৯৯ বলেছেন: আপনার প্লাস আমি হৃদয় দিয়ে গ্রহণ করলাম।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: নতুন কিছু জানা হল।কিছু শেখা হল।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৮
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮
বিজন রয় বলেছেন: হা হা হা
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯
শাহিন-৯৯ বলেছেন:
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯
আবু তালেব শেখ বলেছেন: সেই জাসদ আজ লীগ এবং প্রধানমন্ত্রীর স্নেহভাজন। আল্হাদে আটখানা ভাব
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২০
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮
কামরুননাহার কলি বলেছেন: ভালো লেখেছেন ধন্যবাদ আপনাকে। আর একটু জানতে পারলাম।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১
শাহিন-৯৯ বলেছেন: আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ইতিহাস সময়ে অসময়ে বাঁক নেয়।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২
শাহিন-৯৯ বলেছেন: আমাদের সব বাঁকের ইতিহাস জানার অধিকার আছে, কিন্তু আমাদের জ্ঞান-পাপীরা এক পেশে ঢোল পিটাই।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
দিলের্ আড্ডা বলেছেন: ইতিহাস বড় কঠিন।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪
শাহিন-৯৯ বলেছেন: এই প্রজন্মের হয়েও আমি সেই কঠিন ইতিহাস জানতে খুবই ইচ্ছুক।
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সবই ইতিহাস বাপু।
সব ইতিহাস। এখন পাতিহাঁসের বন্ধু।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৮
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
কলাবিজ্ঞানী বলেছেন: ভালো লিখেছেন।