নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

সারাদিন গলাবাজি আইনের শাসন, তার একি হাল!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬



বর্তমান সরকারের সবচেয়ে জনপ্রিয় ডায়লগ " আমরা আইনের শাসন প্রতিষ্টায় পদ্ধপরিকর" কথায় কথায় আইনের শাসনের ডায়লগ। সেই আইনের শাসনের এই অবস্থা!! গত ৯ বছর আইনের শাসন চালিয়ে বিশ্বের ১১৩ দেশের মধ্যে ১০২!!! তবে একখানা বিশাল অর্জন আছে আমাদের, পাকিস্তানের চেয়ে আমরা ৩ ধাপ এগিয়ে!! এটা কম অর্জন।

তবে ৮ তারিখের পরে হয়তো মান আর একটু বাড়তে পারে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৮

সোহানী বলেছেন: মরেছেন.....৫৭ নাকি ৩২!!!!!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

শাহিন-৯৯ বলেছেন: ধারা?

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের মত লোককে মেরে ফেলার পর, শেখ হাসিনা কি করে টিকে আছে? উনার অবস্হা যাতে শেখ সাহেবের মত না হয়, সেটার জন্য উনার সবচেয়ে বেশী ভাবনা, বেশী সময়, বেশী পদক্ষেপ; ফলে, জাতি উনার থেকে বরাবরই কম পেয়ে আসছেন; হিসাব সহজ।

শেখ সাহেবকে মারার পর সমীকারণ বদলে গেছে; জাতির সে অংশ শেখ সাহেবের হত্যাকারীদের সমর্থন করেছে, যেই অংশ জন্মদিবস পালন করেছে, সেই অংশ নিজের পায়ে ও জাতির বাকী অংশেরও পায়ে কুড়াল মেরেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮

শাহিন-৯৯ বলেছেন: আপনি কখনও ২০১৮ সালে আসবেন কি? নাকি ১৯৭৫ সালে বসে থাকবেন।
আইনের শাসন যেহেতু নাই তাহলে সারাদিন আইনের শাসন বলে জিকির টানা কেন?

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এখন বিচার শুরু হয়ে শেষ হচ্ছে। তবে এখনো সবটা বেশ দূরে।
আগে সবটাই বিচারহীনতা ছিল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

শাহিন-৯৯ বলেছেন: ইব্রাহিম সাহেবের করা শেয়ার বাজারের রিপোট কি আলোর মুখ দেখেছে???

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


শিরোনামে কি "আইনের শাসন" লিখতে চেয়েছিলেন?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ, ঠিক করে দিয়েছি।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫১

আটলান্টিক বলেছেন: ভাল বলেছেন :) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

আবু তালেব শেখ বলেছেন: আপনার মতে চাঁদগাজি সাহেব এখনো সেই ৭৫ এর রয়েছে? নতুন তথ্যটা অজানা ছিলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

শাহিন-৯৯ বলেছেন: অনলাইনে দেখতে পাবেন বিস্তারিত।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিচার পতিকে বিচার বহির্ভূত বহিস্খারের নাম বিচার!!!! কেউ কেউ বলে এখন নাকি বাচর আছৈ!!!!

বিনা বিচারে গুম হওয়া বিচার!
খুন হওয়া বিচার!
৫৭তে জেল খাটানো বিচার!
সাগরু-রুনির খূন বিচার!
বিডিআরের গণহত্যা বিচার!

শেইম! এরা থঅকে বলেই স্বৈরচাার আর জালীমরা টিকে থাকতে পারে!!!

স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র এখন্‌ মৃত্যুশয্যায়!!!!!!!!!!
ইতিহাসের নির্মম সত্য হল সেই হত্যাকারী আর কেউ নয়- জাতির পিতার উত্তরসূরীরা!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

করুণাধারা বলেছেন: তৃতীয় লাইক দিলাম- ভয়ে ভয়ে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

শাহিন-৯৯ বলেছেন: মৃত্যর ফয়সালা হয় আসমানে, জমিনে নয়। অতএব ভয় করা বা ভয় পাওয়া বোকামী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.