নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার, শুধু বিএনপির দিকে নজর দিবেন না, একটু রাস্তার দিকে দিন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯


ছবি "আমাদের সময়" অনলাইন থেকে।

ওবায়দুল কাদের স্যার বর্তমানে ক্ষমতাসীন আওয়ামলীগের দ্বিতীয় ক্ষমতাধর পদের অধিকারী আপনি, কথিত আছে- ছাত্রলীগ এখন আপনার গ্রুপ নিয়ন্ত্রন করছে। আপনি ফখরুদ্দীন যুগে বির্তকিত হয়েছিলেন ফলে শেখ হাসিনা ক্ষমতায় এসে আপনাকে যখন কোন মন্ত্রীত্ব দিলেন না, তখন আপনি এবং সুরজ্ঞিত বাবু প্রতিদিনি সরকারের বিভিন্ন ব্যার্থতা উচ্চ-কন্ঠে বলতেন। হঠাৎ করে একদিন আপনার দুইজনই মন্ত্রীত্ব পেয়ে গেলেন। জানিনা, শেখ হাসিনা আপনাদের মুখ বন্ধ করতে নাকি অন্য কোন কারণে আপনাদের প্রতি সদয় হয়েছিলেন। শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে ওবায়দুল কাদের স্যার আপনি নতুন করে যাত্রা শুরু করলেন। বাংলাদেশের ফাটাকেষ্ট হয়ে রাতারাতি অনেক মানুষের মন জয় করে নিলেন। উর্দ্ধমূখী থামল সাধারণ সম্পাদক পদে এসে, জানিনা, ভবিষ্যতে সভাপতির পদ পাবেন কিনা?

কিন্তু গত কয়েক বছর আপনার কর্ম-কান্ড কথা-বার্তা ভিলেন ফাটাকেষ্টর মত হয়ে যাচ্ছে, আপনার প্রধান কাজ যে রাস্তা ঠিক-ঠাক রাখা আপনি সেখানে বর্তমানে প্রায় ১০০% ফ্লপ।

এদানিং আপনাকে নিজের দলের চাইতে বিএনপিকে নিয়ে বেশি উপদেশমূলক বক্তব্য শুনা যায়, মাঝে-মধ্যে পাবলিক গলিয়ে ফেলে আপনি আওয়ামীগের সাধারণ সম্পাদক নাকি বিএনপির মহাসচিব। বিএনপিকে বাঁশ দিয়ে খাঁড়া করার জন্য তো জনাব হাসান মাহমুদ আর জনাব কামরুল সাহেব আছেন ( যদিও রাজনীতি অঙ্গনে অনেকে তাদেরকে বেহায়া বলে থাকে)

জানি, জনগনের কাছে আপনাদের না আসলেও চলবে কারণ আপনাদের যে হাফ-ভাব তা দেখে মনে হচ্ছে- আপনারা আবার ফাঁও পাঁচ বছর চাচ্ছেন। তবুও বলব শুধু বিএনপি বিএনপি বাদ দিয়ে নিজের দায়িত্ব একটু যত্ন নিন, জাতির পথ চলায় শান্তি দিন।

আপনাদের উন্নয়ন এখন মহা-সড়কে, প্লিজ একটু মূল সড়কে আসেন, উন্নয়ন শব্দটি বাদ দিয়ে, আর বাস্তবতা দেখে তারপর ঠিক করুন রাস্তার ক্ষেত্রে উন্নয়নের কি শব্দ ব্যাবহার করা যায়।

আমার আগের একটি লেখা ছিল রাস্তা নিয়ে, সেখানে আমি একটি পুরাতন ছবি দিয়ে ছিলাম তাই দেখে একজন মন্তব্য করেছিল, পুরাতন ছবি দিয়ে হিট হতে চাচ্ছেন, তাঁর জন্য এই টাটকা নিউজ ও ছবি।
মূল নিউজের লিংক: মহাসড়কে আরও ভোগান্তির শঙ্কা


মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

প্রািন্ত বলেছেন: ভাল লিখেছেন। আমি ১০০% সহমত আপনার সাথে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: রাস্তার দিকে নজর দেয়াটা তার জন্য হবে সময়ের অপচয় মাত্র। তার চেয়ে তিনি এখন যেটা করছেন, সেটাই তাকে নিয়ে যেতে পারে উন্নতির চরম শিখরে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

শাহিন-৯৯ বলেছেন: সামনে তো আছে মাত্র আর একধাপ, সভাপতির পদ, সেটা মনে হয় জয়ের জন্য বরাদ্ধ। উনি অনেক উপরে উঠেছেন, এখন যদি আমাদের একটু শান্তিতে চলার চিন্তা করতেন, কত না ভাল হত।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


একে তো উনি বাংগালী, তার উপর সুপারম্যান (আওয়ামী লীগের ২য় ব্যক্তি + মন্ত্রী + নিজের ব্যবসা), উনি সব পারবেন, আরো কিছু দায়িত্বও নিতে পারবেন; কাজের কাজ কোনটাই হবে না

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

শাহিন-৯৯ বলেছেন: দল এবং সরকার আলাদা হলে মনে হয় ভাল হত।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



আসলে, বিএনপি'কে থামিয়ে দেয়া রাস্তা ঠিক করার ছেয়েও বড় দায়িত্ব; বেগম জিয়া যে, এতিমখানা করেননি, বা কমপক্ষে টাকাগুলো অন্য এতিমখানাকে দেননি, এবং এটা যে দোষ, বিএনপি'র লোকেরা উহা বুঝে না, এরা চোর-ডাকাতের মতো ভাবে; এদের ব্যবসা থামি্যে দিতে পারলে, সেটাও ভালো কাজ হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

শাহিন-৯৯ বলেছেন: সবেমাত্র সাত ব্যাংকের মূলধণ লুট হয়েছে, আশাকরি বাকি ব্যাংকগুলোর টাকা লুট খুব শ্রীগ্রই হবে।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
দেশের প্রতিটি মহাসড়ক ইট পাথরে ভর্তি। আঞ্চলিক সড়কের তো কথাই নেই। সরকার ও থেমে নেই। প্রতিবছর বাজেট, ঠিকাদারি, রিপেয়ারিং চলছেই। এভাবে কেয়ামত পর্যন্ত চলবে। তবু সমাধান হবে কী না সন্দেহ??

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

শাহিন-৯৯ বলেছেন: দেখার লোকটাতো অন্যদের পিছে বাঁশ দিতে ব্যাস্ত। তাইতো বলছি, যদি সদায় হয়ে আমাদের দিকে একটু নজর দেয়।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি থাকলে, ব্যাংকের টাকা ত তারেক, গিয়াস, কোকো, খোকা, লালু, দুলু, আলাল, দুলালেরা নিতো; এখন আওয়ামীরা নিচ্ছে, পার্থক্য এটুকু।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

শাহিন-৯৯ বলেছেন: বিএনপির চুরি করত তবে একটু সহনীয় মানের কিন্তু লীগ লুট করছে সীমাহীন। বিএনপির আর আওয়ামলীগের মধ্যে শুধু পার্থক্য এতটুকু।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিএনপি চোর-ডাকাতের দল, জামাত জল্লাদের। বর্তমান সরকারও ভালো পজিশনে নেই। জনগন দলগুলোর উপর আস্থা হারাচ্ছে। চাঁদগাজীর ম্যাওপ্যাও করে লাভ নেই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

শাহিন-৯৯ বলেছেন: চাদঁগাজী সাহেব হচ্ছেন- আওয়ামলীগের ব্লগ প্রচারক।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

কে শোনে কার কথা
রাস্তায় চলতে গেলে
শরিল হয়ে যায় ব্যাথা ।

জনগনের টাকা চুরে করে
মিডিয়ায় বলে
সহনীয় ঘুষের কথা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

শাহিন-৯৯ বলেছেন: সত্য বলেছেন সামিউল ইসলাম বাবু ভাই।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সহনীয় ঘুষে সড়ক জনপথের সাথে জড়িত নেতা/কর্তাবাবুদের পোষাচ্ছে না, তাই অসহনীয় ঘুষের দাবিতে তারা জনগণের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছেন ! ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

শাহিন-৯৯ বলেছেন: কিচ্ছু বলার নাই শুধু দেখে যেতে হবে, বললে সোজা চেীদ্দ শিখে

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫২

মলাসইলমুইনা বলেছেন: আপনার শিরোনামে, আমিন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

শাহিন-৯৯ বলেছেন: আমিও আপনার সাথে বললাম - আমিন।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: রাস্তা নিয়ে উনাদের মাথা ব্যাথা নেই।ক্ষমতায় কি ভাবে থাকবেন সেটা নিয়েই ব্যস্ত বেশি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

শাহিন-৯৯ বলেছেন: মিথ্যা কিন্তু বলেন নাই।

ধন্যবাদ মন্তব্যর জন্য।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: প্রায় বিলীন হওয়া বিএনপিকে উনাদের যতটা চোখে পড়ে, তার শতভাগের একভাগও যদি সাধারন জনগনের দিকে পড়ত তাহলে বোধকরি মানুষজন উপকৃত হত। তা কে শোনে কার কথা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

শাহিন-৯৯ বলেছেন: জনগন তাদের ভোট দেয় নাই, তাই মনে হয় তারা জনগনের কথা ভাবে না।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

নতুন নকিব বলেছেন:



রাস্তার দিকে তাকালে কান্না আসে। নামতে ভয় হয়। ভাঙ্গা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে সেদিন পরিচিত এক অটোচালক তার অটো গাড়ি উল্টে হাত ভেঙেছে। কপাল কেটে গেছে। মাথায় আঘাত লেগেছে। মারাত্মক জখম হয়েছে। ভাগ্যিস, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। বেচারা ভাঙা হাত গলায় ঝুলিয়ে অর্থাভাবে অনাহারে-অর্ধাহারে ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছেন। এসব দেখার কেউ নেই। ও আল্লাহ, আপনি এই জাতিকে রক্ষা করুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

শাহিন-৯৯ বলেছেন: হতভাগা মানুষির জন্য আমার সমবেদনা রহিল।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রধানমন্ত্রীকেও ইদানীং বিএনপির পেছনে লেগে থাকতে শুনি। পচন শুধু বিএনপিতে স্থির থাকেনি তার প্রমাণ দেশের বর্তমান রাজনীতি।

এরা পচেগলে নিঃশেষ না হলে এসব সমস্যার সমাধান হবে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

শাহিন-৯৯ বলেছেন: আর কতদিন লাগবে ভাই, এদের নিঃশেষ হতে? আমরা যে আর পারছি না এদের সইতে।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

হাঙ্গামা বলেছেন: আম্লীগে সাধারন সম্পাদক পদটা ফ্রুটিকার মত।
এইখানে বসলেই আসল চরিত্র প্রকাশ হয়ে যায়।
কাদু সাহেবের ক্ষেত্রে ও তাই হইসে।
দলের বড় পদে থাকলে তারে মন্ত্রীত্ব না দেয়া উচিত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

শাহিন-৯৯ বলেছেন: তাহলে সবাইকে একবার করে ঐ পথে বসানোর দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.