নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
ব্লগে এসেছি বছর দুয়েকের মত হল, আমার প্রথম নিকটি পাসওয়ার্ড পরিবর্তন যুগে পাসওয়ার্ড হারিয়েছি, কতৃর্পক্ষের সাথে সকলভাবে যোগাযোগ করেও পাসওয়ার্ডটি উদ্ধার করতে পারি নাই, অবশ্য ঐই নিকটিতে তেমন লেখা নাই আমার।
ব্লগে এসে প্রথম সবার মত অকবিতা দিয়ে শুরু করি, এরপর আমার প্রিয় বিষয় রাজনীতি নিয়ে যখন লেখা শুরু করি তখন থেকেই অনেকে আমার লেন্জুয়া দেখতে পায়। আমি অনেকবার বলার চেষ্টা করেছি আমি কোন লেন্জুয়াবাহী লোক নই, তবুও তাঁরা কেন জানি সন্দেহ করে।
লেখায় আমার কাঁচা-হাত, তবুও প্রাণপ্রণে ভাল লেখার চেষ্টা করি। ইতিহাস নিয়ে বিভিন্ন লেখকের মাঝে যখন অসংঙ্গতি দেখি, তখন তা জানার আগ্রহে এখানে প্রশ্ন তুলি কিন্তু দেখা যায় সঠিক উত্তর দেওয়ার চাইতে আমার লেন্জুয়া নিয়ে টানাটানি করে। অনেকে জোর করেই আমার একটি লেন্জুয়া জুড়ে দেয়।
এই ব্লগে নতুন থাকা অবস্থায় এক সিনিয়র ভাই বলেছিলেন এখানে নিরপেক্ষ থাকার চেষ্টা করলে বেশিদিন টিকবে না, দুই দলের একটিতে ঢুকে পড় অবশ্য সেই ভাই অনেকটা মজা করে বলেছিলেন। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমার একটি লেন্জুয়া প্রয়োজন।
যারা আমার লেন্জুয়ার সন্ধান দিবেন তাঁরা দেখবেন আমার লেন্জুয়াটি যেন একটু বেশি লম্বা হয় যাতে করে পরিস্থিতি আমার প্রতিকূলে গেলেও যেন লেন্জুয়া লুকিয়ে ফেলতে না পারি, আর আমার লেন্জুয়াটি যেন শক্ত কিছুর তৈরী হয় যাতে কখনও কেটে না যায়, আমি যেন কখনও লেজহীন হয়ে লেজকাটা শিয়ালের মত বলতে না পারি লেজ কি দরকার বেঁচে থাকার জন্য।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৩
শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যটির সাথের আমি সম্পূর্ণ একমত। আমার কথা হচ্ছে আমি যে বিষয়ে প্রশ্ন তুলি সেই বিষয়ে আমার ভুল ধরিয়ে সঠিক তথ্যটি দিক, তাহলে আমাদের উভয়ের লাভ কিন্তু বেশিভাগ ক্ষেত্রে দেখা যায় উত্তর না দিয়ে লেন্জুয়া খোঁজার চেষ্টা করে।
আপনার চোখের অবস্থা এখন কেমন?
২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই আমার!!! লেন্জুয়ার খোঁজ পেলে আমাকেও জানাবেন। আমারও মনে হয় একটার দরকার!
আগামি কাল আমিও একটা পোস্ট দিমু।
(রাজনীতি আমারও পছন্দের বিষয়। কিন্তু ক্যাচাল করতে আর ভালো লাগে নারে ভাই!! কি দরকার মানুষের সাথে সম্পর্ক খারাপ করার।)
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৪
শাহিন-৯৯ বলেছেন: আমি সন্ধান পাইলে আপনারে দিমুনে, আর আপনার ভান্ডারে যদি জমা হয় তয় আমারে দিতে আবার ভুল কইরেন না।
৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশের দলগুলোর কার্যাবলী সুস্হ রাজনীতির অংশ নয়; কিন্তু সাধরণ মানুষ এগুলোকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে ভুল বুঝেন, ও ভুল রীতিনীতিকে রাজনীতি মনে করেন; এর থেকে বের হওয়া কঠিন হবে।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:২৬
শাহিন-৯৯ বলেছেন: দেশের মঙ্গলের জন্য সুস্থ একটা পরিবেশ, সৎ, মেধাবী কিছু লোক দরকার এই মূহুর্তে, নইলে আমরা ব্যার্থ রাষ্ট্র হিসাবে খুব শীঘ্রই নাম লিখাবো।
৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণত একটা বিশেষ দলের বিপক্ষে লিখলেই লেজ বেরিয়ে পড়ে(তেনাদের মতে)। তবে নিরপেক্ষ থাকতে গেলে দুই দলেরই সমালোচনা করতে হবে। এটা খুব কমসংখ্যক ব্লগারই ধরে রাখতে পারেন। কিন্তু কোন না কোনভাবে এক দিকে অবচেতন মনে ঝুঁকে যেতেই হয় বৈকি!
২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:৪৭
শাহিন-৯৯ বলেছেন: দল করেও কিন্তু নিজের দলের গঠনমূলক সমালোচনা করা যায় তাতে দলেরই মনে হয় বেশি লাভ হয়, কিন্তু আমাদের দেশে এগুলোর চর্চা নাই বললেই চলে। লেখা সাধারণত বর্তমান সময়ের উপর আলোকপাত করে হয় তাই যারা ক্ষমতায় থাকেন তাদের নিয়ে একটু বেশি টানা হয়, আমার মনে হয় এটাই স্বাভাবিক নিয়ম।
৫| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে হবে, সবার জন্য খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিনোদন ও কাজের ব্যবস্থা করতে হবে। এটাই তো বড় লেজ। এই লেজ কি আছে সবার?
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
শাহিন-৯৯ বলেছেন: এই লেজারের সন্ধানে আছে বাংলাদেশ।
৬| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:২৯
আবু তালেব শেখ বলেছেন: আমার মনে হয় দেশে বা ব্লগে, গ্রামে বা শহরে এমন কোন মানুষ নেই যে সে নিরপেক্ষ। সবাই পক্ষ নিয়ে আছে।
ব্লগে দেখছি একজন বেশ নিরপেক্ষতার ভাব দেখায়, আসলে সেও একটা না একটা দলের সাথে যুক্ত বা সাপোর্ট করে।
তার লেখা দেখলেই বোঝা যায়
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯
শাহিন-৯৯ বলেছেন: ভাই যেযেতু আমরা সবাই ভোট দিই সেহেতু কাউকেতো বেছে নিতে হবে, নিরপেক্ষ হল কোন বিষয় লিখলে তা যেন নিজের স্বার্থের জন্য ভুল না লেখি বা ভুল তথ্য না লিখি। আশাকরি বুঝতে পেরেছেন আমার কথা।
৭| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি বিচলিত হবেন না। আপনি আপনার মত করে লিখে যান। কেউ ব্যক্তি আক্রমণ করলে মাথা ঠান্ডা রেখে যথাযথ উত্তর দিন।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১
শাহিন-৯৯ বলেছেন: আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৮| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬
কাউয়ার জাত বলেছেন: বাঁশের লেঞ্জা হইলে চলবে? আমি বাঁশের ব্যবস্থা করে দিতে পারব।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
শাহিন-৯৯ বলেছেন: হা হা হা, কঞ্চি দিবেন নাকি?
৯| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮
শামচুল হক বলেছেন: এই দুখে অনেক পোষ্টে মন্তব্যই করি না। ধন্যবাদ ভাই।
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩১
শাহিন-৯৯ বলেছেন: তবুও ভাই, সাদাকে সাদা আর কালোকে কালো আমাদের বলতেই হবে। মন্তব্যর জন্য আমার অান্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:২০
চাঁদগাজী বলেছেন:
আধুনিক রাজনীতি বিশ্বের সভ্যতাকে সন্মানের সাথে উঁচু স্তরে নিতে সক্ষম হয়েছে; ভালো রাজনীতির দেশে মানুষ শান্তিতে আছেন; সঠিক রাজনীতি বুঝা শিক্ষার অংশ।