নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

মির্জা ফখরুল ইসলাম মিথ্যা বলেন, কারণ তিনি বেগম জিয়াকে "মাদার অফ ডেমোক্রেসি" উপাধি দিয়েছেন।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নির্বাচনী এলাকায় গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন- মির্জা ফখরুল দিন-রাত মিথ্যা বলেন। মির্জা সাহেব শিক্ষক মানুষ ছিলেন, রাজনীতি মহলে সবাই তাকে ভদ্র, সল্পভাষী মানুষ হিসাবে চিনেন, যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন তিনি মিথ্যা বলেন, হ্যাঁ আমিও বলছি তিনি মিথ্যা বলেন তবে দিন-রাত বলেন না, উনি সম্প্রতিক সবচেয়ে বড় মিথ্যা বলেছেন তা হল বেগম জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি বলা। বেগম জিয়া দলের ভিতর কোন ধরনের গনতন্ত্র লেজ পর্যন্ত রাখেননি সেখানে তিনি কি করে গনতন্ত্রের মা হোন? এখন প্রশ্ন হচ্ছে- যিনি মির্জা সাহেবকে দিন-রাত মিথ্যুক বললেন তিনি কি কখনও মিথ্যা বলেন?

একটু অতীত আর বর্তমান নিয়ে আলোচনা করে দেখি, আমাদের সাথে উনি কখনও মিথ্যা বলেছেন কিনা। যারা শেখ হাসিনার ভাষণ মনোযোগ দিয়ে শুনেন তারা খেয়াল করবেন উনি সব বক্তব্যর মধ্যে দুইটি লাইন কমন রাখতেন আর তা হল- এদেশে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বা দিব না, কাউকে ভোটের অধিকার কেড়ে নিতে দেব না বা দেওয়া হবে না। শেখ হাসিনার অনেক উপাধি, যেমন- দেশরত্ন, মাদার অফ হিউমিনিটি, আরো অনেক সম্মাননা সাথে সম্ভবত ১২-১৪টি ডিগ্রী। কিন্তু উনার সবচেয়ে বড় উপাধি তা হল উনি গনতন্ত্রের মানসকন্যা।

এখন আমি যদি বলি- শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট, প্রশ্নফাঁস, গুম এগুলো করে কি আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন না? উনি আদলাতের মাধ্যমে গনতন্ত্র কে লাল দেখিয়ে মাঠের বাহিরে রেখে আমাদের ভোটাধিকার কি উনি কেড়ে নেননি?
মির্জা ফখরুল সাহেব কি একা মিথ্যা বলেন নাকি ------?

শেখ হাসিনা ও আওয়ামলীগ নেতাদের মনে রাখতে হবে উনার যে এত এত ডিগ্রী এত এত উপাধি সবকিছু কিন্তু ঐ সামন্য গনতন্ত্রের কারনে। তৃতীয় বিশ্বের কোন স্বৈরাশাসক কখনও এত এত ডিগ্রী, উপাধি আনতে পারবে না, তা যতই টাকা ঢালুক।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: চালূনী কয় সুইয়ের- তোর পাছায় ফূটা!

যাদের পুরা ভিত্ত মিথ্যার উপর, যাদের প্রতিদেনর কাজই মিথ্যাকে ঢঅকতে শত মিথ্যা গলাবাজি- তারাতো অন্যকেও তাই ভাববে! ;)
ঐ যে গল্পে আছৈ না- বৌররাতে নামাজি ভাবে অন্য পাশের লোকও বুঝি নামাজি!
আর ঐ পাশের চোর ভাবে হায় আরেকজনও দেখী নামছে চুরি করতে!!!

মিথ্যা ধ্বংস হোক। মিথ্যুক ধ্বংস হোক।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫

শাহিন-৯৯ বলেছেন: আমাদের রাজনীতি যেন দিনকে দিন খুব নোংরা হয়ে যাচ্ছে। আমাদের এর থেকে মুক্তি পেতেই হবে।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ভাই, রাজনীতি করতে গেলে অমন কথা বলতেই হয়!


আর "মাদার অফ ডেমোক্রেসি"???:D মির্জা সাহেব একটু বেশীই বলে ফেলেছে। আপা তাও রাজনীতি বোঝে, আর ম্যাডাম? উনার শরীরের যা হাল, তাতে অবসর নেয়া উচিত:(

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

শাহিন-৯৯ বলেছেন: অবসর দুইজনকে নিতে হবে তাহলে আমরা কিছু একটা হয়তো দেখতে পারব। আমরা যতই দুই দলের নেতাদের গালমন্দ করি তাহারা আসলে এই দুজনের কাছে বন্দি, এরা অবসর নিলে দেখবেন তারেক বা জয় এত ম্যানেজ করে চলতে পারবে না।

৩| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি শেখ সাহেব কে ভালোবাসি। কিন্তু তারেক বা জয় কে পছন্দ করি নাX(

দেশে প্রকৃত তরুন নেতার বড়ই অভাব:( কে হবে আগামির নেতা:(:(:(

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫

শাহিন-৯৯ বলেছেন: বঙ্গবন্ধুকে আমি দুইভাবে দেখি, রাষ্ট্রপতি হওয়ার পর ও আগে। তিনি যখন সংগ্রামের নায়ক তখন তাঁর প্রতিটি পদক্ষেপ আমার কাছে মনে হয়েছে তিনি ঠিক পথে হেটেছেন কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর উনার অনেক সিধান্ত বিশেষ করে বাকশাল আমার একদম পছন্দ হয়নি। যতই আপনারা বাকশালের গুন তুলে ধরেন। ( আমি কিন্তু তাঁকে স্বচক্ষে দেখিনি ইতিহাস ঘেটে যা পেয়েছি তাই বলেছি)। যাইহোক তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্হপতি। তাঁর প্রতি শ্রদ্ধা সর্বদা।
আর তারেককে আমি ক্ষমতা অপব্যহার করতে দেখেছি এই জন্য তাঁর আমার একদম পছন্দ নয় আমার পূর্বে অনেক লেখায় আমি তা বলেছি। আর জয়কে তো আমার মনে হয় ঠিকমত ভাষণটাও দিতে পারে না তাছাড়া সে এদেশে থাকে না বেড়ে উঠেছে পশ্চিমে, এখানে আসলে খেই হারিয়ে ফেলবে। আমাদের এখন অপেক্ষা করতে হবে একজন যোগ্য তরুণ নেতার যে আমাদের স্বপ্নময় বাংলা উপহার দিবে।

৪| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাকশাল সম্পর্কে অনেকের ধরনাই শুনে মুসলমান হওয়া টাইপের। একদিন সময় করে এ নিয়ে লিখবো।

মেজরকে নিয়ে আপনার কি ধারণা?

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪

শাহিন-৯৯ বলেছেন: বাকশাল সম্পর্কে অনেকের ধরনাই শুনে মুসলমান হওয়া টাইপের। নিজের মতের বাহিরে গেলে সবাইকে মূর্খ ভাবা ঠিক নয়।
দেখেন আমি বাকশাল নিয়ে অনেক পড়েছি, আপনার পোস্ট পেলে সেটাও পড়ব। আমি আমার বিশ্বাস বললাম, আপনার ভাললাগা আর ভাল না লাগা আমার কাছে কোন বিষয় নয়। যাহোাক আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।

মেজরকে নিয়ে আমার ছোট-খাট একটা লেখা আছে আপনি পড়ে আসতে পারেন।
আসুন, এদের কে ক্ষমা করে দেই

৫| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ভাই, বাকশাল খারাপ লাগে না(তখনকার প্রেক্ষাপটে)। অন্তত দু-চার বছর দেখা যেত কি হয়?? আর যার জন্য এতকিছু হলো, (৭৫-৯০বা৯৫) দেশের পরিস্থিতি কি খুব ভাল ছিল??

আপনার লেখা পড়লাম। সমালোচনা সুন্দর হয়েছে। তবে মেজরের উপর থেকে আমার রাগ যাবে নাX(

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

শাহিন-৯৯ বলেছেন: আপনার সাথে মনে হয় আমার জমবে বেশ। আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও আমরা যে সুন্দর বাংলা মন থেকে চাই এ বিষয় আমি নিশ্চিত। ইতিহাসের প্রতিটি মোড় ছিল ভিন্ন ভিন্ন রুপে, এই প্রজন্মের হয়ে ইতিহাসকে হয়তো ঠিকমত জনাতে পারব না তবুও চেষ্টার কমতি রাখি না।

মেজর সাহেবের অনেক মেজর ভুল ছিল তবে স্বাধীনতায় তাঁর অবদান কিন্তু মোটেই কম ছিল না। সংসদে বাদলের প্রতিবাদ বা মেজর রফিকুল ইসলাম (বীরউত্তম) এর প্রতিবাদ অন্তত সেটাই বলে।

৬| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৪

এম আর তালুকদার বলেছেন: পৃথিবীতে Lair Award নামে যদি কোন পুরুষ্কারের আয়োজন করা হয় তাহলে বাংলাদেশে কে পাবে তা খুব জানতে ইচ্ছা হয় !!!

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

শাহিন-৯৯ বলেছেন: সম্ভবত দুই নেত্রীসহ তাদের সব চ্যালেরা। তবে মান একটু কম-বেশি হবে।

৭| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

এম আর তালুকদার বলেছেন: সবচেয়ে বেশি মান হতে পারে কারটার ?

সাংকেতিক ভাষায় উত্তর দিলেও চলবে তবে উত্তর না দিলেও রুষ্ট হব না ।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

শাহিন-৯৯ বলেছেন: আমার বিশ্বাস আপনি আমার চাইতে এই বিষয় ভাল বুঝেন, শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন!

৮| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজনৈতিক নেতারা কাঁদা ছুড়াছুঁড়ি করেন। সেই কাঁদায় জনগন মাখেন। আপনার আলোচনা ভালো লেগেছে।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

শাহিন-৯৯ বলেছেন: আলোচনা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল!

৯| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


মির্জা ফখরুল যা যা করছেন, শেখ হাসিনা তাতে সন্তুষ্ট হওয়ার অনেক কারণ আছে।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

শাহিন-৯৯ বলেছেন: দিন-রাত মিথ্যুকের কাজে শেখ হাসিনা সন্তষ্ট!! আপনার মন্তব্য পড়ে মাথা ঘুরায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.