নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
১) গতকালের রাত ছিল শবে বরাতের রাত, যদিও এই রাত নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। এই ব্লগকেও দেখলাম বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে। আমরা যে শুধু শুনিয়া মুসলিম তা গতকাল রাতে বেশ উপলব্ধি করলাম। গতকাল মসজিদে গিয়ে দেখলাম তিল ঠাঁই নাই, সাধারণত এশার নামাযে দুই থেকে তিন কাতার লোক হয় গতকাল রাতে দু'তলা পর্যন্ত কানায় কানায় পূর্ণ। শেষমেষ রাস্তায় কার্পেট বিছিয়ে মানুষের বসার ব্যাসস্থা করা হয়েছে।
এদের মধ্যে আমি অন্তত ১০ জনকে চিনি যারা জুম্মার নামায পর্যন্ত পড়ে না কিন্তু গতকাল রাতে তাদের হাতের তৎসবি গুনার স্টাইল দেখে আমিতো বিশ্বাস করতে পারছিলাম না এসব মানুষগুলো শুধুমাত্র রিযিক নেওয়ার জন্য আজ মসজিদে হাজিরা দিচ্ছে। ফরয বাদ দিয়ে শুধুমাত্র নফল ইবাদত!! কি বিচিত্র আমাদের মুসলিমদের জীবন ব্যাবস্থা। রাস্তায় শো-ডাউনের কথা না হয় বাদই দিলাম।
২) গত সপ্তাহে এলাকার একজন গাড়ির চালককে পুলিশ গ্রেপ্তার করে যিনি বাংলাদেশ মেলামাইন নামের এক কোম্পানীতে গাড়ির ড্রাইভার হিসাবে কাজ করে, তাঁর অপরাধ তাঁর গাড়িতে ১৫০-২০০ পিচের মত ইয়াবা পাওয়া গিয়েছে, পুলিশ মাত্র ৫০ হাজার টাকা বকশিস চেয়েছিল ব্যাচারী দিতে পারে নাই তাই এখন তিনি চেীদ্দ শিখের ভিতর। গত ০১ লা মে এলাকার মাদক গডফাদার ডিবির হাতে গ্রেপ্তার হোন এলাকার সবাই মোটামুটি আনন্দ করে বলে এইবার বুঝি তাঁর ভাটার টান আইবো। কিন্তু গতকাল রাতে দেখি সেই গডফাদার মোটর বাইক নিয়ে রাস্তায় শো-ডাউন দিচ্ছে। পরে শুনলাম মাত্র ২ লক্ষ টাকা বকশিস দিয়ে তিনি মুক্ত। কি বিচিত্র আইন আমাদের!!
৩) বেশ কিছুদিন আগে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, দেখি সম-বয়সী দু'জন রাজনীতি নিয়ে বেশ কথা বলছে, যথারীতি সেখানে একজন আওয়ামলীগের অন্যজন বিএনপির। কথা শেষমেষ ঐ একটাই কথা, রাজাকারে এসে দাঁড়াল। তর্কের এক পর্যায়ে বিএনপির সমর্থক ছেলেটি বলল- রাজাকাররা যদি এতোই খারাপ তাহলে শেখ হাসিনা কেন ফরিদপুর শান্তি কমিঠির চেয়ারম্যান, রাজাকার নুরু মিয়ার ছেলে মোশাররফকে বেয়াই বানালো? আবার মন্ত্রীও বানালো। আওয়ামলীগের সমর্থক ছেলেটি বলল- সবাই কিন্তু ইচ্ছে করে রাজাকার হয় নাই অনেকে বাধ্য হয়ে নাম লিখিয়েছিল কিন্তু তাঁরা মুক্তিযোদ্ধাদের পক্ষ হয়ে কাজ করেছে। পাশ থেকে এক মুরব্বি বলল- বাহ বেশ তো রাজাকার হালাল করার সহজ পদ্ধদি।
(ছবির সাথে লেখার মিল নাই এই জন্য দুংখিত)
০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৫০
শাহিন-৯৯ বলেছেন: ছবিটার উদ্দেশ্য আমার মনে হয় আপনি ধরতে পেরেছেন। অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য।
২| ০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৫৪
শামচুল হক বলেছেন: ছবির সাথে যেমন মিল নাই আমাদের দেশের অনেক ঘটনাও এমন।
০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৫৯
শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
৩| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
বন্ধু বান্ধবের ছবি তো ফেসবুকে দেয়ার কথা।
০২ রা মে, ২০১৮ বিকাল ৫:১২
শাহিন-৯৯ বলেছেন: দুঃখিত, আমি আপনার এই কথাটার অর্থ ভাল বুঝতে পারি নাই।
৪| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
ইয়াবা প্রথমে তৈরি করা হয়েছিল ঘোড়া, গাধা আর সৈন্যদের জন্য; বুঝতে পারছেন, বাংলাদেশে ঘোড়া গাধার সংখ্যা হু হু করে বাড়ছে; ভালো বাজার
০২ রা মে, ২০১৮ বিকাল ৫:১৩
শাহিন-৯৯ বলেছেন: তাইতো, এটা ভেবে দেখিনি কখনও, ব্লগেও কি এগুলো হু হু করে বাড়ছে?
৫| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: 1.
2.
3.
আপনার গাধার চেয়ে চাঁদগাজীর গাধাটাই দেখতে ভাল। কি সুন্দর নাদুস-নুদুস। গর্ধবের উপর কি একটা সওয়ারিও থাকে
০২ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৭
শাহিন-৯৯ বলেছেন: আপনার গাধার চেয়ে চাঁদগাজীর গাধাটাই দেখতে ভাল। কি সুন্দর নাদুস-নুদুস। গর্ধবের উপর কি একটা সওয়ারিও থাকে
এটাই কি হওয়ার কথা নয়!!, তিনি একজন ব্লগমাষ্টার আর আমি নবীন শিক্ষার্থী।
৬| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: শাহিন ভাই, আমার অনুজ প্রান্তর পাতা ভায়ের সঙ্গে আমিও একমত , ছবির সঙ্গে পোষ্টের সম্পর্ক , মুখে বলা যাবেনা।আর পোষ্ট প্রসঙ্গে, সত্যি সেলুকাস , কী বিচিত্র এই দেশ!
অনেক শুভ কামনা আপনাকে।
০২ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৮
শাহিন-৯৯ বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক শুভ কামনা।
৭| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৬
রোকনুজ্জামান খান বলেছেন: কেন বুজে না তাহারা...........।
যাহারা অহেতুক
বিদায়াত বিদায়াত
বলে চিকরায়.......।
০২ রা মে, ২০১৮ বিকাল ৫:৫০
শাহিন-৯৯ বলেছেন: এটা বিদাত যেমন নয়, তেমনি আমরা যেভাবে পালন করি সেভাবে করাও কখনও ইসলামের বিধিসম্মত নয়।
৮| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাহারা বিদায়াত বিদায়াত বলে চিল্লায় তারা
কোন এক অযুহাতে নামাজ পড়া থেকে বিরত থাকতে চায়।
এরা মৌসুমী !! বিভ্রান্ত করবে। এদের কাছ থেকে দূরে থাকুন
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
শাহিন-৯৯ বলেছেন: আমি এই বিষয় নিয়ে তেমন কিছু বলতে চাই না, বলতে গেলে দুই পক্ষের যুক্তি তর্ক তুলে ধরতে হবে। অনেক বড় বিষয়।
মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৯| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিচিত্র দেশের বিচিত্র কথকতা।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
শাহিন-৯৯ বলেছেন: আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
১০| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
কানিজ রিনা বলেছেন: সবে বরাত, লাইলাতুল বারাআহ্, এইরাত
গুনাহ্ মাফের রাত তাই গুনাগাররা হাজির
হয়েছে সারা বছরের গুনাহ্ মাফের জন্য।
আল্লাহ্ মালুম গুনাহ্ মাফ করেছেন কিনা।
গত বছরের গুনা মাফ হলে এবছর শুরুতে
আবার নতুন করে গুনাহ্ করলে অসুবিধা কি।
যেহেতু ইমামরা প্রায়ই বলে থাকেন আল্লাহর
বান্দা পাহাড় সমান গুনাহ করলে আল্লাহর
কাছে মাফ চাইলে মাফ করে দিবেন।
সেইহেতু বান্দা গুনাহ করবে আর মাফ
চাইবে তথাপি সবে বরাতের রাতে মসজিদ
ভরে যায় মানুষ সত্যি বিচিত্র।
আসলে কি তাই? আল্লাহর নিশিদ্ধ ঘষিত
অন্যায় জেনে বুঝে করে বছরে এক বার
হাজির সারা বছরের গুনাহ্ মাফ
হবে?
একথা সত্য গুনাগার ব্যাক্তি সকল গুনাহর
পথ বাদ দিয়ে আল্লাহর কাছে সমর্পন করা
তওবা করে আল্লাহর পথে অগ্রসর হয়ে
নিশিদ্ধ কাজ থেকে বিরত থাকলেই আল্লাহ্
মাফ করবেন। এই রাতে যদি মসজিদের
একজন ব্যাক্তি আল্লাহর কাছে নিজেকে
সমর্পন করে তওবা করে পবিত্রতা আনয়ন
করে নিশ্চয় আল্লাহ তাকে মুমিন হওয়ার
তৌফিক দান করবেন।
আর আল্লাহ্ যাকে মাফ করবেন তিনি
ভাগ্যবান। গুনাহ্ মাফ হওয়াই ভাগ্য। তাই
ভাগ্য রজনী। নিশ্চয় মুমিন ব্যাক্তির তগদীর
আল্লাহ্ বন্টন করে দেন। তবে আমাদের
দেশের অজ্ঞদের ধারনা এইরাতে আল্লাহ্
ধন দৌলত দান করেন।
তবে এই রাতে হাড়ামখোর মদ্যপায়ী,জেনাখোর
মিথ্যাবাদী সুদখোর চোগলখোর এরম অনেক
নিশিদ্ধ কাজে লিপ্ত গুনাগারকে আল্লাহ মাফ
করবেন না। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০২
শাহিন-৯৯ বলেছেন: চমৎকার বিশ্লেষণ, সত্য কথা বললে এখানে অনেকে আমাকে নাস্তিক ভাবতে পারে, আমি অনেক মসজিদে এমনও ইমাম দেখেছি তাঁরা শুধুমাত্র ভাল কোরআন তেলোওয়াত ছাড়া ইসলাম সম্পর্কে অনেক কম জানে। কত যে সহজে জান্নাতে পাঠিয়ে দেই তা বলে বুঝানো যাবে না।
সুন্দর বিশ্লেষণধর্মী মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
১১| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
রাজীব নুর বলেছেন: তিনটি গল্পই বাস্তব।
১২| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
রাজীব নুর বলেছেন: স্যরি গল্প না। হবে ঘটনা।
তিনটি ঘটনাই বাস্তব।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
শাহিন-৯৯ বলেছেন: চায়ের দোকানে এরকম অনেক বাস্তব ঘঠনা শুনা যায় যা আমাদের ভিআইপি টকশো ওয়ালাদের কাছ থেকে শুনা যায় না।
১৩| ০২ রা মে, ২০১৮ রাত ৮:০০
মোছাব্বিরুল হক বলেছেন: পড়লাম, হাসলাম, আনন্দে ভাসলাম। সাথে সাথে কিছুটা লজ্জিত হলাম।
বিশ্বকবি রবীন্দ্রনাথ অনেক আগেই বর্তমান অবস্থা আঁচ করতে পেরে বলে গেছেন-
এমন দেশটি কোথাও খোজে পাবে নাক তুমি
০২ রা মে, ২০১৮ রাত ৮:০৩
শাহিন-৯৯ বলেছেন: আপনাকে যে আমি একটু হাসাতে পেরেছি এটাই আমার এই লেখার সার্থকতা হিসাবে পেয়ে গেছি।
১৪| ০২ রা মে, ২০১৮ রাত ৮:১৮
কাওসার চৌধুরী বলেছেন: গাঁধার রাজ্যে বসবাস আমাদের। এখানে রাজা, প্রজা সমানে সমান। ছবিটা চমৎকারভাবে দেশটাকে রিপ্রেজেন্ট করছে।
০২ রা মে, ২০১৮ রাত ৮:১৯
শাহিন-৯৯ বলেছেন: ধন্য হলাম, আপনার মত একজন গুনী ব্লগারের কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়ে।
১৫| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৫১
সনেট কবি বলেছেন: রিজিকের জন্য কেউ রাজ্জাককে স্মরন করলে ক্ষতি কি?
০২ রা মে, ২০১৮ রাত ৮:৫৪
শাহিন-৯৯ বলেছেন: সেই মহান রাজ্জাকইতো বলেছেন- পাঁচ ওয়াক্ত নামায কায়েম কর, সাওম পালন কর, সাধ্য থাকলে যাকাত দাও, সাধ্য থাকলে হজ্জ কর। এগুলো বাদ দিয়ে শুধু রিযিক চাইলে তিনি দিয়ে দিবেন? কাজ না করেই বেতন!!
১৬| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৩৪
সনেট কবি বলেছেন: তিনি নাস্তিককেও রিজিক দেন। তিনি সংকীর্ণ মনা নন!
০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৩
শাহিন-৯৯ বলেছেন: সনেট কবি ভাই, ইসলাম সর্ম্পকে মহান আল্লাহ কিছুটা হলেও জানার তেীফিক দিয়েছেন।
১৭| ০২ রা মে, ২০১৮ রাত ১০:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা এখনো কেন পিছিয়ে পড়া দেশ। তার উদাহরণ এই তিনটি ঘটনা..
০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৪
শাহিন-৯৯ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
১৮| ০৩ রা মে, ২০১৮ ভোর ৪:২১
সোহানী বলেছেন: চুপ চুপ ..... এসব বলতে নেই। কেউ কিছু বললেইতো এক নব্য দল ঝাঁপায়ে পড়ে। শুধু দেখবেন আর হজম করবেন।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৫
শাহিন-৯৯ বলেছেন: বেশি হজম শক্তি নাই বোন।
জানি তাঁরা দলে ভারী তবুও ভয় পাই না।
সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
১৯| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৪৭
সৈয়দ তাজুল বলেছেন: ছবির সাথে মিল নাই কি বলেন! গাধামার্কা বাঙালি মুসলমান ও রাজনীতিবিদদের যা গাধামি ছুরত তুলে ধরলেন তাতে তো ছবির সার্থকতা ফেলার মত না।
আসলে এদেশে ধর্মের আগমন ও রাজনীতির আগমনটা হয়েছিল খুব নাজুকভাবে। ইনশাআল্লাহ ধীরেধীরে ঠিক হয়ে যাবে।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৭
শাহিন-৯৯ বলেছেন: আসলে এদেশে ধর্মের আগমন ও রাজনীতির আগমনটা হয়েছিল খুব নাজুকভাবে। ইনশাআল্লাহ ধীরেধীরে ঠিক হয়ে যাবে।
আল্লাহ যেন দ্রুত এই ব্যাবস্থা করেন এই প্রার্থনা তাঁর কাছে।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৪৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ছবির সাথে লেখার একটা অব্যক্ত মিল আছে, যা শুধু বুদ্ধিমানেরা ধরতে পারবে
সিরিজ চলুক!