নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

এই সেরেছে একি বললেন চান্দু মশাই। :P:P

০৬ ই জুন, ২০১৮ রাত ১২:২০



এই সেরেছে একি বললেন
চান্দু মশাই,-
ঠিক আছে কি মাথা?

নাকি,

শেয়ার বাজার লুট করিয়া
ব্যাংকগুলো সব গুম করিয়া
টাকার বিছানায় ঘুম পড়িয়া
স্বপ্নে এসব কন?

নাকি,

গনতন্ত্র চান্দে পাঠাইয়া
আদলতের মাজা ভাঙ্গিয়া
বিরোধী মুখ খুন করিয়া
আনন্দে এসব কন?

নাকি,

অক্কা পাওয়ার আগে আগে
গোবের ধনের (গোয়েবলসের) শিষ্য আপনি
ঠিক-ঠাক প্রমান করতে
খুশিতে এসব কন?

নাকি,

ইয়াবার সরবরাহ কমায়
গাঁজার প্রতি চাপ বাড়ায়
আবুল থেকে আবাল হয়ে
জ্ঞান হারিয়ে এসব কন?


মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৩০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



ওনার মাথায় নেই চুল :-P
করেন কিছু ভুল, :P
উনি গেলে চলে =p~
দেখব চোঁখ মেলে :|

০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৫৯

শাহিন-৯৯ বলেছেন:




ওনার চেয়ে ওনার নেত্রী
মিথ্যা বেশি কয়
সেসব নিয়ে লিখতে পারি না
কারণ, ক্রসফায়ারের ভয়। :((

২| ০৬ ই জুন, ২০১৮ রাত ১:১৬

যবড়জং বলেছেন: ভলো , আসবে যে কবে আলো !!

০৬ ই জুন, ২০১৮ ভোর ৪:১১

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


মুহিত কোনভাবেই বাজেট করার মত দক্ষ নন, তিনি আসলে কোন প্রকারে ফাইন্যান্সের কেরাণী হতে পারতেন; লম্বা সময়ের জন্য জাতির বিশাল ক্ষতি করেছেন এই ম্যাঁওপ্যাঁও লোক।

০৬ ই জুন, ২০১৮ ভোর ৪:১২

শাহিন-৯৯ বলেছেন: বয়সের কারণেও হলেও লোকটাকে দ্বিতীয় মেয়াদে মন্ত্রী করা একদম ঠিক হয়নি।

৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ৩:৪১

মুরাদ পাভেল বলেছেন: অসাধারন

০৬ ই জুন, ২০১৮ ভোর ৪:১১

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৪:৪০

পরজীবী একজন বলেছেন: আসাধারন

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৬| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৫:১৮

খনাই বলেছেন: বেসামাল ছড়া

আমাদের 'দা-মাল'
বড়োই বাচাল;
বুড়ো মানুষ
থাকেনা হুশ ।
মধ্যম আয়ের দেশ
ইয়াবায় নিঃশেষ ।
তবু কি ভাব যে ধরেন
যেন দেশ হয়েছে জি-টেন !
এই ‘মাল’ জামানা
কেন শেষ হয়না ?
হে করুনাধারা ঈশ্বর !
এই জগদ্দল পাথর
চুবিয়ে দাও,পাশেইতো সাগর ।
তুমিতো রহমান জীব ও জড়-র !

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৭| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা কেন বুঝেন না এই লোকের বয়স হয়ে গেছে। তালগোল পাকিয়ে ফেলেছেন।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৩

শামচুল হক বলেছেন: এক কথায় চমৎকার

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৯| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! চান্দু মশাই , বেজাই ভাল কাজ করলেন দেখছি। হা হা হা, শাহিন ভাই ++++ রেখে গেলাম নাকি।

শুভ কামনা প্রিয় কবিকে।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১০| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:২১

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১১| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: উনি যাদুঘরে রাখার মত চিড়িয়া দার্শনিক কথা বলার পর বহাল তবিয়তে টিকিয়া আছেন।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১২| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৭

সোহানী বলেছেন: চুপ চুপ চুপ .........৫৭ ধারা!!!!!!!১

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.