নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

এবারের বাজেটে ঈদের সময় টিকিট ২৬ ঘন্টার জায়গায় ১ ঘন্টায় পাওয়ার মত কোন কিছু আছে কি?

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৩




আমি মূখ্য মানুষ এত বিলিয়ন ডলার হিসেব মাথায় ঢুকবে না। চাঁদগাজী, কলাবাগান স্যারেরা এগুলো নিয়ে বেশ করে ব্লগারদের বুঝাবে বলে আশা করি। আমি শুধু চায়ের দোকানের কয়েকজনের বাজেট নিয়ে মন্তব্য নিজের ভাষায় লেখার চেষ্টা করছি।


১) একজন সিগারেট স্পেশালিস্ট টিভির স্কিনে দেখল- দাম বাড়বে সিগারেট---- ইত্যাদি। শিরোনাম দেখেই সিগারেট স্পেশালিস্ট এর মাথায় বাজ পড়ল, বলল- এই চান্দুরা শুধু আমাদের দেখে, সুখে-দুংখে দুইটা ফুঁ মারি এতেই তাদের আপত্তি। ব্যাংক লুট করে বিদেশে যারা টাকা চুরি করে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে টাকা নিয়ে বাজেট-টাজেট বাড়াতে পারছে না। শুধু আমাদের চোখে দেখে। পাশের একজন বলল- এই চান্দুই তো ব্যাংক ডাকাতিদের সরদার। সিগারেট স্পেশালিস্ট হালকা বাজে শব্দ বের করে বলল- চোরে চোরে মাস্তাতো ভাই সুযোগ নিয়ে আমাদের ----- মেরে যায়।


২) আমার এক পরিচিতর বাড়ি উত্তরাঞ্চলে, বেচারি একদিনের অফিস ছুটি নিয়ে কমলাপুরে গিয়েছিল টিকিট কাটতে কিন্তু খালি হাতে ফিরে আসতে হল কারণ সে যখন কমলাপুর গিয়েছিল তার আগেই সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেকে সন্ধ্যায় এসে বসে ছিল, কেউ কেউ টিকিট হাতে পেতে সময় লেগেছিল প্রায় ২৬ ঘন্টা। আমার এই পরিচিত লোকটি বলল-ভাই এবারের বাজেটে আগামী বছর রেলের টিকিট ২৬ ঘন্টার জায়গায় ১ ঘন্টায় পাওয়ার মত কিছু আছে কি? আমি বললাম, ভাইরে আমি এত কিছু বুঝি না, তবে ব্লগে চাঁদগাজী, কলাবাগান নামে কিছু স্যার আছে তাদের কাছ থেকে জেনে তোমাকে বলতে পারি।




মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৭

বিজন রয় বলেছেন: সেটা কখনো সম্ভব নয়।
দূরাশা মাত্র।

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৪

শাহিন-৯৯ বলেছেন: বিজনদা, আশাবাদী জাতি আমরা। নিরাশ হলে হবে কি? স্যাটলাটই-২,৩,----১০ মহাকাশে যেতে প্রস্তুতি নিচ্ছে আর সামান্য ঠিক-ঠাক মত টিকিট বিক্রির ব্যাবস্থা করতে পারব না? আমি কিন্তু বিশাল আশাবাদী তবে বর্তমান দায়িত্বপ্রাপ্ত পন্ডিতের দিয়ে নয়।

২| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি হে শাহীন ভাই?
আমাদের দুই VIP(QRST.....) ছড়া ·এসব কি কেউ বোঝে না??(এখন চায়ের দোকানদারও নোংরা রাজনীতিকে ঘৃণা করে)


দেশের কোন সরকারই রেলখাতকে ভালোমত গুরুত্ব দেয় নি! তাদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট, মেজাজ গরম!X(

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

শাহিন-৯৯ বলেছেন: ভাই নিজাম উদ্দিন মন্ডল, আমি জানি আপনিও আমার স্যারের সারিতে কিন্তু ইদানিং আপনি গানের উপর পড়ে আছেন তাই একটু এড়িয়ে গেলাম আর কি।


কলাবাগান স্যার, স্যাটালাইট এখান থেকে ক্লিয়ার দেখেন, চাঁদগাজী স্যার ক্লিয়ার দেখেন ওটা হোজ্জার গাঁধার মত শুয়ে পড়ছে, ভাবলাম তাঁরা এতদূর------ যেহেতু ক্লিয়ার দেখেন তাহলে চান্দুর মাত্র কয়েকশ পৃষ্টা নিশ্চিত খুব ভালভাবে দেখবেন?

দেশের কোন সরকারই রেলখাতকে ভালোমত গুরুত্ব দেয় নি! তাদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট, মেজাজ গরম!X(
মেজাজ গরম করে বসে থাকলে হবে স্যার আপনারা একটু কথা না বললে এরাতো জাতিটাকে ইয়াবা জাতি বানিয়ে ফেলবে।

৩| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কমলাপুর কেন সকল যাত্রীর টিকেট দিতে পারে না? তাদের সমস্যা কী? যাত্রীরা তো টিকিট কিনতে গেছে। জাকাতের কাপড় কিংবা ভিক্ষা নিতে তো যায়নি। আমাদের সেই রেলমন্ত্রীর কেউ কি দেখেন না?

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

শাহিন-৯৯ বলেছেন: তাদের সমস্যা হল- আমরা। তাদের চিন্তা এদেশে শুধুমাত্র থাকবে চান্দুরা আর চান্দুদের ছেলে-মেয়েরা।

৪| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: না পারলে আমাগো হাতে দিয়া দ্যাও! :P


টিকিট ঘরে ঘরে পৌছায়া দিমু :)

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫০

শাহিন-৯৯ বলেছেন: আমি বিশ্বাস করি এই সমস্যা সমাধান করা খুবই সহজ। শুধু আন্তরিকা থাকলে পরের বছরই খুব স্বাভাবিকভাবে এ কাজ সম্বভ।

৫| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: হা হা হা ...... আশা করতে করতে করতে করতে ভোঁতা হয়ে গিয়েছি।

আপনি লক্ষ্য করুন আমাদের পরবর্তী ৫টি প্রজন্মের অবস্থা, দেশকে সঠিক পথে চালনার মতো কোনকিছুই তাদের নেই।

ভাল থাকুন।

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

শাহিন-৯৯ বলেছেন: আপনি লক্ষ্য করুন আমাদের পরবর্তী ৫টি প্রজন্মের অবস্থা, দেশকে সঠিক পথে চালনার মতো কোনকিছুই তাদের নেই।

একদম ভুল বলেনি- বর্তমান অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি--

১) ইয়াবা প্রজন্ম।
২) সার্টিফিকেটধারী প্রজন্ম।

৬| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কি আর সাধে আড্ডা, গান নিয়ে পড়ে থাকি ভাই? (এখনো নোট প্যাড আর ড্রাফ্টে কয়েকশ লেখা জমা আছে! পোস্ট করার ইচ্ছে হয় না! :()

এক সময় এসব নিয়ে অনেক ম্যাওপ্যাও করতাম, ছাত্ররাজনীতিও করতাম। লাউ-কদু সব এক! মাঝখান থেকে আমি হয়ে গেলাম শাঁখের করাত!:( উচিত কথা বলায় দল, লীগ, জাশি সবার চোখের কাঁটা হলাম। রাগ করে রাজনীতিই বাদ দিলাম। এখন ভোটও দেই না! গান শুনি,পপকর্ন খাই!


তবে আমি চাই কলম চলুক। কেউ না কেউ লেখুক..:)

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

শাহিন-৯৯ বলেছেন: ভাই কি খেয়া-খাট নিকে এখানে ছিলেন?


তবুও বলল- আবার লিখেন, দেশ আমাদের শুধু খালেদা গং আর হাসিনা গংদের না। আমাদের সন্তান এখানে থাকবে। আমরাতো মরেছি কিন্তু তাদের জন্য হলেও কিছু একটা তো করা উচিত।

ছাত্র রাজনীতি ভাই করেছি, আপনার উল্টা চরিত্রে। রাজনীতি ছেড়েছি আপনার মত একই কারণে, আমি অন্যায় মানতে পারি না। কিন্তু আমার ক্ষমতার সীমাবদ্ধ আমি জানি তাই অনেক কিছু করতে চাইলে পারি না।

৭| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


যেহেতু, পর্যাপ্ত পরিমাণ যানবাহন নেই, দরকার যে যেখানে আছেন সেখানে ঈদ করা

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

শাহিন-৯৯ বলেছেন: মা, বাড়িতে যাওয়ার তাগিদ দিচ্ছিল এতদিন, গতকাল সম্ভবত নিউজ২৪ এ ঢাকা-খুলনা রোডের অবস্থা দেখে সুর কিছুটা কমিয়েয়েছে।


দেশে থেকে মা-বাবা ছাড়া ঈদ করা বাঙ্গালী কোন সন্তান মনে হয় মন থেকে মানতে পারে না।

পর্যাপ্ত পরিমাণ যানবাহন নেই। আপনার এই ধারণা ঠিক নয়, যানবাহন প্রচুর আছে, সমস্যা হল ১০ ঘন্টার পথ রাস্তার
বেহাল অবস্থার জন্য ২০-২৫ ঘন্টা লাগছে তার মানে যে বাহনের টিপ দেওয়ার কথা ছিল ২টি সে দিল মাত্র ১ টি।

৮| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দুঃখিত ভাই! আমি মাঝেমধ্যে লগইন করে টুকটাক কাজ করি তাই..:P

না, ওটা আমার নিক নয়! আগে রাজনীতি নিয়ে সবচেয়ে বেশী লিখতো(আমাদের মধ্যে) আমার এক বন্ধু, শিমুল(নিকটা আলাদা). সে আর ব্লগে আসে না!!

আমি, ব্লগে আসি লেখা ড্রাফ্ট করতে!(আজকেও দুটো পোস্ট ড্রাফ্ট করলাম!) আপাতত ওসব পোস্ট করবো না! নিজের ভিতটা আরেকটু শক্ত করে নেই, তারপার না হয়.....


দেশের মানুষ অসুস্থ রাজনীতিতে অতিষ্ট!
আমরা থাকি বা না থাকি, সুদিন আসবেই....

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

শাহিন-৯৯ বলেছেন: আপনি আমাদের মাঝে আবারো আপনার শক্তিশালী লেখা নিয়ে ফিরে আসবেন এই অপেক্ষায় থাকলাম।

আমাদের এই প্রজন্মের একটা ভাল গুন আমি দেখি, তা হল- আমাদের মধ্যে আর্দশিক চিন্তায় অনেক দুরত্ব থাকলেও দেশটা কিভাবে একটু সুন্দর করা যায় সে বিষয়ে সবাই প্রায় অান্তরিক।

ভাল থাকুন।
আপনার সুচিন্তিত মত জাতির কাজে আসুক এই দোয়া রহিল।

৯| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন:

০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২

শাহিন-৯৯ বলেছেন: মোটামুটি সস্তায় পাওয়া যায় আম। সবাই এটা খেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.