![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
বাংলাদেশের স্বাধীনতার মহান স্হপতি।
আজ সকালে একটি কাজের জন্য চাষাড়া যাই, চিটাগাং রোড থেকে চাষাড়া পর্যন্ত অন্তত ১০-১২ জায়গায় বঙ্গবন্ধুর মৃত্যবার্ষিকী পালন হচ্ছে, সব জায়গায় মোটামুটি অনেক আয়োজন মনে হল। এই সব অনুষ্টানে খরচ হয় বেশ বড় অঙ্কের টাকা।
এখন প্রশ্ন হচ্ছে- এই টাকা আসে কোথা থেকে?
আমি যতটুকু জানি, কয়েক পদ্ধতি টাকা ম্যানেজ হয়,
১) স্থানীয় এম,পি দেন
২) স্থানীয় প্রভাবশালী কোন নেতা থাকলে তিনি দেন।
তবে বড় অঙ্কটা আসে "১৫ আগষ্ট বঙ্গবন্ধুর মৃত্যবার্ষিকীর অনুষ্টান রসিদ" নামক আয় থেকে, স্থান ভেদে দোকান থেকে ১০০-৩০০০ পর্যন্ত চাঁদা আদায় হয়। এই রসিদ টাকা অনেকে স্ব-ইচ্ছায় দেন না, ভয়ে দিয়ে দেয়।
(কেন্দ্রীয় অফিস থেকে টাকা দেয় কিনা আমার জানা নাই)
বঙ্গবন্ধুকে ভালবেসে যদি তাঁর মৃত্যবার্ষিকী পালন করতে হয়, গরীব-দুংখীদের খাওয়াতে হয় তবে নিজের পকেট থেকে কেন টাকা দিয়ে নয়, কেন এম,পি মন্ত্রী, প্রভাবশালী নেতার কাছে থেকে চাঁদা দিয়ে করতে হবে? কেন রসিদ মারফত দোকান থেকে চাঁদা তুলতে হবে?
সবাই বঙ্গবন্ধুকে এরকম ঢাক-ডোল পিটিয়ে ভালবাসে না, কেউ কেউ আছে নিজের কষ্টের উপার্জন দিয়ে খুব ছোট করে নিভৃতে প্রকৃত ভালবাসা উড়িয়ে দেয় বঙ্গবন্ধুর উদ্দেশ্যে।
আমি বঙ্গবন্ধুর সত্যিকারের ভালবাসার এক মানুষ দেখেছি।
আমির হোসেন। পেশায় মুদির দোকানদার। বর্তমান একটি ওয়ার্ডের আওয়ামলীগের সভাপতি। লোকটিকে আমি চিনি ২০০৬ সাল থেকে। সেই সময় যখন দেখতাম লোকটি নিজের দোকানের চাউল-ডাউল দিয়ে নিজের খরচে খিঁচুড়ী পাকিয়ে আশে-পাশের সবার ঘরে দিচ্ছে ভাবতাম দল ক্ষমতায় নাই সেই জন্য নিজের প্রচার করছে কিন্তু ভুল ভাঙ্গে লীগ ক্ষমতায় আসার পর গত ২০১৪ সাল পর্যন্ত তিনি একইভাবে করে গেছেন ২০১৫ সালে স্থানীয় এম,পি এক প্রকার জোর করে তাকে ওয়ার্ডের সভাপতির পদ দেয়, বাধ্য হয়ে তিনি সবার সাথে যোগ দিয়ে এখন অনুষ্টান করেন কিন্তু নিজের ভালবাসা দিতে ভুলেন না, সাধ্যমত টাকা দিয়ে দেন।
এরকম আমির হোসেন বাংলাদেশে বহু আছে, যারা বঙ্গবন্ধুকে প্রকৃত ভালবাসে, নিজের ঢোল পিটানোর জন্য অনুষ্টান করে না। বঙ্গবন্ধু বাংলাদেশের স্হপতি, তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম মহা-নায়ক, প্রতিটি বাঙ্গালী তাঁর কাছে ঋণী, তাঁকে যদি ভালবাসতে হয় তবে আমির হোসেনের মত বাসতে হবে তবেই প্রমাণ হবে কে সত্যিকারের ভালবাসে। অন্যের টাকা উড়িয়ে মাইক বাঁজিয়ে, চাঁপা মেরে বিরিয়াণীর প্যাকেট বিলালে প্রমাণ হয় না বঙ্গবন্ধুকে অনেক ভালবাসি।
মনে রাখতে হবে টাকার ত্যাগ অনেক বড় ত্যাগ তবে সে টাকা হতে হবে সঠিক পথের উপার্জনের, ধান্দাবাঁজির টাকা হলে হবে না।
"আজ এই দিনে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাঁকে সর্বোত্তম প্রতিদান দিক"
১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২
শাহিন-৯৯ বলেছেন:
প্রিয় বিজনদা সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
আমার বাসার পাশে যা হচ্ছে করছে সব ধান্দাবাজরা।
এই সব ধান্দবাজরা আমির হোসেনদের সামনে আসতে দেয় না কারণ তাঁরা জানে আমির হোসেনরা সামনে আসলে তাদের ধান্দা বন্ধ হয়ে যাবে।
২| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এসব আমির হোসেনকেই চাই। চাঁদাবাজির বিরিয়ানি চাই না, নিজ টাকায় খিচুড়ী খাব।
পুনশ্চঃ আনেক বান্দর চাঁদা তুলে অর্ধেকটা নিজের পকেটে ভরে!!!
১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
শাহিন-৯৯ বলেছেন:
চাঁদাবাজির বিরিয়ানি চাই না, নিজ টাকায় খিচুড়ী খাব।
সেই খিঁচুড়ীত থাকবে ভালবাসায় ভরা আর এখন যে বিরিয়াণী চলছে তাতে থাকে অন্যের বদ-দোয়া।
পুনশ্চঃ আনেক বান্দর চাঁদা তুলে অর্ধেকটা নিজের পকেটে ভরে!!!
একদম ঠিক বলেছেন।
বড় ভাই আপনার সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের নামে এখনো চাঁদা তোলা সম্ভব, আপনি চাইলে জেনারেল জিয়ার নামেও চাঁদা তুলতে পারবেন।
১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
শাহিন-৯৯ বলেছেন:
চাঁদা তুলতে নাম বেশি কাজ করে না কাজ করে ক্ষমতা আর হাঁতের শক্তি।
৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদাবাজি ছিলো, আছে, থাকবে !!
কিচ্ছুটি করার নাই।
১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
শাহিন-৯৯ বলেছেন:
আপনি সাংবাদিক মানুষ এই সব বিষয় নিয়ে কিছু লিখুন, একটু কম হলেও হতে পারে সবার প্রতিবাদে।
৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: চাঁদা বাজী ভালো নয়।
দলের নেতাদের এব্যাপারে সর্তক হতে হবে। চাঁদাবাজিতে ভালো কিছু নেই।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪১
শাহিন-৯৯ বলেছেন:
কোন নেতাদের সতর্ক থাকতে হবে মাস শেষে যাদের একাউন্ড ফেঁপে উঠে তাদের?
৬| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৬
সোহানী বলেছেন: সহমত.....
১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
শাহিন-৯৯ বলেছেন:
আমার আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
বিজন রয় বলেছেন: অবশ্যই ভাল বলেছেন। এখন আমির হোসেনের মতো মানুষ খুব দরকার বাংলাদেশে।
আমার বাসার পাশে যা হচ্ছে করছে সব ধান্দাবাজরা।
+++