![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
ছবি-প্রথম আলো।
অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান পরিস্থিতিতে সংলাপের বিকল্প আসলে কিছুই নেই। ধন্যবাদ জনাব ড. কামাল সাহেবকে জাতির এই সংকট মুহূর্তে সুন্দর একটি পদক্ষেপ নেওয়ার জন্য।
বর্তমান শেখ হাসিনার ক্ষমতার দাপট গতবারের চেয়ে ১০০ গুন বেশি, প্রশাসন থেকে শুরু করে বটম লেভেলের চেীকিদারও শেখ হাসিনার নিয়ন্ত্রণে এই রকম ক্ষমতার মধ্যে থেকে উনি সংলাপ করবেন কিনা জানি না, তবে বঙ্গবন্ধু কন্যা হিসাবে উনার উচিত হবে ড. কামাল হোসনের আহবানে সাড়া দেওয়া তাহলে জাতি অনেক দিন উনাকে স্মরণ করবে।
মাননীয় প্রধানমন্ত্রীকে একটি বিষয় মনে রাখতে হবে- এ দেশের মানুষ ভোট পাগল, ভোট কে উৎসব হিসাবে নেয়, এখন উনি যদি এই উৎসব নষ্ট করে ক্ষমতার জোরে আবার সিংহাসনে বসেন এই দেশের মানুষ ইতিহাসে উনাকে খুব বাজেভাবে মনে রাখবে।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩২
শাহিন-৯৯ বলেছেন:
আর উনি সেটা মানবেন কেন? বিলিয়ন ডলারের প্রশ্ন।
ভাই, রাজনীতির পরিবেশ পরিবর্তন হতে সময় লাগে না, সেনাবাহিনীর প্রধান একবার বলুক সুন্দর নির্বাচন দিন বা এরশাদ কাকু মাজা শক্ত করে একবার বলুক আমি আর গৃহপালিত বিরুধীদল হবো না দেখবেন আগামী কালকেই সংলাপ বিষয় আলোচনা শুরু হয়ে গেছে।
২| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শাহিন ভাই, আপনি আবার সিংহাসনে বসেন বলতে কি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীত্ব নিয়ে টানা হেচরা করছেন?
কাল আসেন রাস্তায়, পোড়া মবিল নিয়ে আমরা আছি!
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৪
শাহিন-৯৯ বলেছেন:
পোড়া মবিল।
আজ সারাদিন এই পোড়া মবিলের খেল দেখলাম। জাতি হিসাবে আমরা দিনে দিনে কত নিচে নামছি!!
৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল মানুষের জন্য সামান্য কিছু করতে পারতেন, সেটা হতে পারতো শেখ হাসিনাকে শেখ মুজিবের রাজনীতির দিকে টেনে; ড: কামাল সেই সুযোগ হারিয়েছেন বিএনপি'র মরা ঘোড়ায় চড়ে।
শেখ হাসিনা চড়া মেজাজের মহিলা, কামাল সাহেব কষ্ট করে যে চিঠি লিখেছেন, উহা গার্বেজে চলে যাবে।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪১
শাহিন-৯৯ বলেছেন:
ড. কামাল ও কাদের সিদ্দিকীর আওয়ামলীগ ছাড়ার মূল কারণ কি ছিল আপনার জানা আছে কি?
৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৯
মলাসইলমুইনা বলেছেন: এতো সুন্দর ঘটনা আমাদের জাতির জীবনে ঘটবে ! একগাদা আশাহীনতার মধ্যেও আশাকরে রইলাম যতই অশিক্ষিত আর মূর্খ বলেন না কেন ! আল্লাহ উদ্ধার করো দেশটা ।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:১০
শাহিন-৯৯ বলেছেন:
এতো সুন্দর ঘটনা আমাদের জাতির জীবনে ঘটবে !
বর্তমান আওয়ামলীগের দাম্ভিক মুড দেখলে আশাহত হওয়া ছাড়া কিছু থাকে না, তবে যে রাজনীতিতে শেষ বলে কিছু নাই, এই জন্য আশা করতেই পারি- চিঠির রিপলে ভাল কিছু পাব প্রধানমন্ত্রীর কাছ থেকে।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫২
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি তো খুব সুন্দর লিখেন। আর আমি লিখি পচা।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২২
কলাবাগান১ বলেছেন: ড: কামালের কাধে বন্দুক রেখে তারেকের হাতে ট্রিগার....আর তার পিছনে তারেক এর কাধে বন্দুক রেখে জামাতিদের হাতে ট্রিগার...এটা নির্বাচনের আগের দৃশ্য....
নির্বাচনের পরে ড: কামালের কাধে নয়, মাথার পিছনে থাকবে দুটি বন্দুকের নল
৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পরে দেখলাম , প্রিয় শাহিন ভাই কেমন আছেন ? তবে রাজনীতি নিয়ে আপনাকে এর আগে দেখেছি বলে মনে পড়ছে না । আমার আবার এমন পোস্ট নৈব নৈব চ । স্বপ্নীল ফিরোজ ভাই এর কথাতেই বলব আপনি তো খুব সুন্দর লিখেন । আর আমি লিখি পচা । হা হা হা।
অফুরান শুভকামনা রইল ।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০
হাবিব বলেছেন:
ঐ দেখা যায় ঐক্যফ্রন্ট
কোথায় তাদের বাসা,
সেথায় নাকি বসত করে
জাতির মনের আশা।
ঐক্য তুমি চাও কি
ক্ষমতা টা পাও কি?
পদ পদবি চাই না
সাত দফা টা পাই না
একটা যদি পাই
অমনি তারে দেশের তরে
কল্যানে লাগাই।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৮
কে ত ন বলেছেন: শেখ হাসিনা হচ্ছেন ২০, কামাল হোসেন বা তার জোট এখনও ১০ এর ধারে কাছেও আসেনি। কাজেই শেখ হাসিনার জন্য সম্মানজনক হচ্ছে এই চিঠিকে পুরোপুরি উপেক্ষা করা এবং সংবিধান অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। ২০০৬ সালে আওয়ামী লীগের আন্দোলনকে গুরুত্ব দিয়ে বিএনপি যে মারাত্মক ভুল করেছে, আওয়ামী লীগ তা কখনোই করবেনা।
কামাল হোসেন আগে ১৯ বা নিদেনপক্ষে ১৬/১৭ হোক, তারপর দেখা যাবে শেখ হাসিনাকে কিছু বলার মত যোগ্যতা তার আছে কিনা।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: চিঠিতে কোনো লাভ হবে না।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ড: কামালের কাধে বন্দুক রেখে তারেকের হাতে ট্রিগার
................................................................................
সুতরাং এ বিষয়ে সাড়া পাবার কোন সম্ভাবনা নাই ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাড়া দিতেও পারে, কারণ, উনার সতীন নেই। তবে সাড়া দিলেই নত হওয়া বোঝাবে! তাই উনি নত হবেন না হয়ত। তার উপর সবার দাবী হল উনার অধীনে নির্বাচন না হওয়া। আর উনি সেটা মানবেন কেন?