নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

দেীঁড় প্রতিযোগিতা, প্রথম পুরস্কার ১ কোটি টাকা সাথে সুন্দরী বউ।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮




দেীঁড় প্রতিযোগিতা আয়োজন হয়েছে, যে কেউ অংশগ্রহণ করতে পারবেন তবে কিছু শর্ত আছে আর শর্ত ঠিকঠাক মানলেই তবে অংশগ্রহনের সুযোগ। এই প্রতিযোগিতায় পুরস্কারের পাশাপাশি বিশেষ অফারও আছে, অংশগ্রহণ করলেই প্রতি খেলোয়ারের জন্য রয়েছে হালুয়া-রুটি খাওয়ার ব্যাবস্থা। যত খুশি তত খেতে পারবেন, কোন নিদিষ্ট পরিমাণ থাকবে না। সো দেরী না করেই আপনি দেীঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে ফেলুন, কেউ যদি মনে করেন আমি তো তেমন দেীঁড়াতে পারি না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হালুয়া-রুটি বিষয়টা মাথায় রেখে আবেদন করে ফেলুন।

দৃষ্টি আর্কষণ- আমি নিজেও এই প্রতিযোগিতায় অংশগ্রহন করছি।

এখন শর্তগুলো মনযোগ দিয়ে পড়ুন-
১) দেীঁড়ানোর সময় কোনভাবেই আমাকে অতিক্রম করা যাবে না, কেউ করলে সাথে সাথে সে প্রতিযোগিতায় অযোগ্য হিসাবে গন্য হবে।
২) আমি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যদের থেকে ১০ হাত দূরে থেকে দেীঁড় শুরু করব।
৩) এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে থাকবে আমার অফিসের তিন কর্মচারী। তাদের সিধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

বিশেষ দৃষ্টি আর্কষণ- প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে কেউ তাদের মতামত দিয়ে এই প্রতিযোগিতার মান উন্নত করার সুযোগ থাকছে তবে শর্ত হচ্ছে ঐ তিন বিষয় নিয়ে কোন কথা বলা যাবে না কারণ উহা ফেভিকল আটা দিয়ে লাগানো হয়েছে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা হা। । সত্যিই জীবনের নাগরদোলায় আমরা প্রতি মুহূর্তে প্রতিযোগিতায় আছে বৈকি।।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

শাহিন-৯৯ বলেছেন:


ঠিক কথা বলেছেন দাদাভাই, মন্তব্যটির জন্য আমার আন্তরিক ভালবাসা ও শ্রদ্ধা।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ না :-B

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

শাহিন-৯৯ বলেছেন:


ইবনে বতুতা ভাই আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ। =p~

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এটা গতকাল রাতে ফাঁস হইছে নাকি?

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

শাহিন-৯৯ বলেছেন:



কেমনে বুঝলেন আপনি!!

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: আমি কোনো কালেই পুস্কারের আশা করি নাই।
লোভ জিনিশ আমার মধ্যে নাই।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

শাহিন-৯৯ বলেছেন:



লোভ জিনিসটা আসলেই ভাল না। :P
কিন্তু যখন দেখি অন্যরা চিপাগলি দিয়ে উপরে উঠছে তখন হালকা হালকা--- থাক আর বলমু না। :(

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

তারেক ফাহিম বলেছেন: রম্য ভালো হয়েছে।

হাসির বাক্যগুলোতে একটি একটি হাসি ইমোজ দিলে পোষ্টটি আরও চমৎকার হতো।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

শাহিন-৯৯ বলেছেন:


সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

সাইন বোর্ড বলেছেন: স্থান, তারিখ উল্লেখ না থাকায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখলাম । =p~

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

শাহিন-৯৯ বলেছেন:


আগামী সপ্তাহের মধ্যে আশা করি স্থান, তারিখ উল্লেখ করতে পারুম। তখন কিন্তু ভেবে-চিন্তে দেখবেন- অন্তত হালুয়া-রুটি খেয়ে যাবেন। B-))

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি বললেন যে! ;)

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩

শাহিন-৯৯ বলেছেন:


ও আচ্চা, তাইতো!! বেমালুম ভুলে গিয়েছিলাম আবুল মাল'দার মত।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

খায়রুল আহসান বলেছেন: বাহ, চমৎকার রম্য লিখেছেন। রূপক হলেও, সব কিছু বোঝা গেল! + +

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

শাহিন-৯৯ বলেছেন:


আপনার সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.