![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
ছবি-প্রথম আলো।
৫ই মে শাপলা চত্বরে হেজাফত অবস্থান নিয়েছিল মূলত একটি দাবিতে তা হল সংবিধানে "আল্লাহ উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন" শব্দগুলি
পুনরায় সংযোজন। সাথে ছিল বেশ কিছু দাবি।
সেই দাবিতো আওয়ামলীগ মানে নাই বরং ইচ্ছে মত পিটিয়ে তারপর তাদের খেদিয়েছে। সাথে বোনাস হিসাবে পেয়েছিল হেফাজতের আমির আল্লামা শফির উপাধি- "তেঁতুল হুজুর"
পাঁচ বছর পর সেই হেফাজত আমির আল্লামা শফি তাদের সেই পেদানো বন্ধুদের নেত্রীকে দিলেন বিখ্যাত এক উপাধি- "কওমী জননী" অবশ্য বিনিময় হিসাবে তাঁরা পেয়েছে কিছুটা মূলা। এই মূলা তাদের কোন কালে কাজে আসবে বলে আমার মনে হয় না। না পড়ে শুধু সমমর্যদা দিয়ে কি কাজে লাগবে আল্লাহ মালুম।
এখন আল্লামা শফি গংকে প্রশ্ন করতে মন চায়- প্রধানমন্ত্রী কি আপনাদের মূল দাবি- "আল্লাহ উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন" সাংবিধানে সংযোজন করেছে? যদি না করে থাকে তাহলে এত সহজে পেদানীর কথা ভুলে গেলেন কিভাবে? নাকি হাতে কিছু মাল-পানি ধরিয়ে দিয়েছে?
আওয়ামী বন্ধুদের কাছে জানতে মন চায়- "তেঁতুল হুজুর" হঠাৎ কেমনে মিষ্টি হুজুর হয়ে গেল? ভোটের জন্য নাকি? তবে লীগের বন্ধুদের একটি বিষয় মনে রাখা উচিত হুজুরদের সিল নেীকা মার্কায় পড়ার সম্ভবনা খুবই ক্ষীণ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
শাহিন-৯৯ বলেছেন:
খাঁটি কথা কইছেন আপনে, খুব শ্রীগ্রই আপনি যুব প্রতিভা উপাধি পাইবেন লীগের পক্ষ থেকে ।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ও হেফাজতর সম্পর্ক, শ্রদ্ধার সাথে পরস্পরকে ঠকানোর আপ্রাণ প্রচেষ্টা
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০১
শাহিন-৯৯ বলেছেন:
কথাটা একদম খারাপ বলেন নাই।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশে হুজুর গ্রুপটা হচ্ছে সবচেয়ে খারাপ । এদের কোন নীতি নৈতিকতা নাই। ধর্মীয় বুলি আউরিয়ে মানুষ ঠকানোই এদের প্রধান কাজ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
শাহিন-৯৯ বলেছেন:
সব আলেমরা খারাপ নয় বহু গুনী আলেম আমাদের সমাজে আছে। কিছু স্বার্থনেষী লোকের কারণে সবার বদনাম হয়।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ সংবিধানে "আল্লাহ উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন" শব্দগুলি পুনরায় সংযোজন।
এগুলো মেজর জিয়া আর এরশাদের সেটকরা লেবেন্চুস। জনগণ খুব খায়, কিন্তু বোঝে না সংবিধানের ভেতরে কী আছে। বিসমিল্লাহ্ বলে আকাম করলে কি জায়েজ হবে?
প্রতিটি দলই সুবিধাবাদী। তুচ্ছ একটা বিষয় নিয়ে, মূর্তি নিয়ে হেফাজত তোলপাড় করলো। দেশে হাজার অনাচার, অনিয়ম, দুর্নীতি এসব নিয়ে তো একটা কথাও বলে না। সংবিধান বিসমিল্লাহ্ থাকল কি না তাতে কিছু যায় আসে না(লেবেন্চুস প্রেমীদের কথা আলাদা), আগে দরকার সুশাসন।
সামনে নির্বাচন। শেখ হাসিনা সুবিধা নিতে চাইবেই।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮
শাহিন-৯৯ বলেছেন:
সংবিধানে "আল্লাহ উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন" শব্দগুলি পুনরায় সংযোজন। এই শব্দগুলি জিয়াউর রহমান সংযোজন করেছিল তাই তা বাদ পড়েছে কিন্তু বিসমিল্লাহ শব্দটি এরশাদ যোগ করেছিল তাই এখনো টিকে আছে। এরশাদ যেহেতু গৃহপালিত তাই তার জিনিসটি রাখা হল এর অর্থ আওয়ামী আদর্শের দিক দিয়ে সংবিধানে "আল্লাহ উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন" শব্দগুলি বাদ দেই নি দিয়েছিল জিয়াউর রহমান সংযোজন করার কারণে।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫
শাহারিয়ার ইমন বলেছেন: সবই ভানুমতির খেল !
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
শাহিন-৯৯ বলেছেন:
দর্শক হিসাবে আমাদের এই খেল দেখা ছাড়া কিছুই করার নাই। দেখতে থাকি কি হয় দিনশেষে।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতা বলতে কি বোঝেন, কন?
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
শাহিন-৯৯ বলেছেন:
আমি এখানে পরীক্ষা দিতে আসি নাই, যদি আমার পরীক্ষা নিতে চান তাহলে চায়ের দাওয়াত দেন, চায়ের দোকানে বসে পরীক্ষা দিমুনে।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বেশীরভাগ মানুষ বিষয়টা বোঝেনা ভায়া! এর মধ্যে অনেক রাজনীতিবিদ, ব্লগারও আছে।
আমাদের সংবিধানে গণতন্ত্রের কথা বলেছে, আবার ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে। বাস্তবে কিন্তু উল্টোটা হচ্ছে। এব বড় কঠিন গেম ভায়া।।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
শাহিন-৯৯ বলেছেন:
আমাদের সংবিধানে অনেক জগা কিছু আছে সেটা যারা এগুলো পড়ে আবার একটু নাড়া-চড়া করে তারা জানে। অন্য একদিন কিছু লিখার চেষ্টা করব যদিও আমি আপনাদের মত জ্ঞানী নই।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
আরমান শুভ বলেছেন: মানি টক। ঘৃনার পাত্র হয়ে বেচে রইবেন বাকিজীবন।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
শাহিন-৯৯ বলেছেন:
মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সংবিধানের বাইরেও তাদের মূল দাবী ছিল নাস্তিকদের বিচার ও শাস্তি নিশ্চিত করা। সেখান থেকে পরে সংবিধান, মূর্তি অন্যান্য বিষয় এসেছে। গত ৫ বছর শেখ হাসিনা, ইনু, রাশেদ খান, মতিয়ারা যেনাকে তেঁতুল হুজুর ডাকল, সেই হুজুরই এখন 'কওমী জননী' হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিলেন। আসলেই শেখ হাসিনা রাজনীতিতে অনেক দক্ষ...
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
শাহিন-৯৯ বলেছেন:
আসলেই শেখ হাসিনা রাজনীতিতে অনেক দক্ষ...
আমি এক কথা খুবই বিশ্বাস করি, উনি শত্রুকে দুইভাবে মোকাবিলা করে, প্রথমে লোভ দেখিয়ে নিজের পক্ষে আনা, লোভে কাজ না হলে শেষ করে দেওয়া।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! এত বছর পর একটা ভালো খবর দেখছি।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
শাহিন-৯৯ বলেছেন:
আশাকরি এ বছর আরও বেশ কিছু ভাল খবর দেখতে পারবেন।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩
সোহানী বলেছেন: হুম এবারের লেনদনে তাহলে ভালোই হলো। চলুক সার্কাস...............
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
শাহিন-৯৯ বলেছেন:
মোটামুটি মানুষ জানলো- কে কার দুলাভাই!!
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২২
সাইন বোর্ড বলেছেন: অার কত রূপ দেখুম রে ! মারহাবা, মারহাবা...
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
শাহিন-৯৯ বলেছেন:
রুপের দেশে আমাদের বসবাস, অনেক রুপতো আমাদের দেখতেই হবে!!
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
নতুন নকিব বলেছেন:
অাল্লাহ পাক অামাদের ক্ষমা করুন।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
শাহিন-৯৯ বলেছেন:
আল্লাহতায়ালা প্রত্যক মুমিনের শেষ আশ্রয়স্থল।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দুর্বল ঈমানের প্রতিচ্ছবি(আল্লাহ মাফ করুন)।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
শাহিন-৯৯ বলেছেন:
উনার প্রতি অনেক মানুষের শ্রদ্ধা কমে যাবে এখন থেকে।
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ শাহিন-99- হেফাজতে ইসলাম ও সফি হুজুরকে নিজেদের পক্ষ আনা আওয়ামী লীগের আরেকটি রাজনৈতিক সাফল্য। মাওলানা মিসবাহ, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ আগে থেকেই আওয়ামী বলয়ে ছিলো। মাইজভাণ্ডারি গ্রুপের নজিবুল বশর মাইজভাণ্ডারি ও মোনাই চরের পীরেরা আওয়ামী লীগের পক্ষে। হেফাজতকে দিয়ে তাবলিগীদের সাফল্যের সাথে দুইভাগে বিভক্ত করে নিয়ন্ত্রণে আনা হয়েছে। মোটামুটি ধর্ম ব্যবসায়ী ইসলামী দলগুলি এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে।
বলেন, আলহামদুলিল্লাহ্ !
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
শাহিন-৯৯ বলেছেন:
শেখ হাসিনার রাজনীতি বড় কঠিন এক ম্যাজিক।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: রাজীব ভাইয়ের সাথে সহমত।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
শাহিন-৯৯ বলেছেন:
গুড।
১৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিন ভাই ,
আজ আর কিছু বলার নেই। কমেন্ট অন্য দিনের জন্য তোলা রইলো।
শুভকামনা আপনাকে।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
দাদাভাই, আপনার মন্তব্য না থাকলে আসলেই আমার ভাল লাগে না, মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
১৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
শাহিন ভাই,
আপনি সহ সকলের উচিত এটা দেখা, তাহলে আপনার/আপনাদের ভুল ভাঙবে।
১৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার পোস্টটি আমি আগে পড়িনি! আপনি আমার লেখা পড়লে হয়ত এটা লেখতেন না! কিন্তু মজার বিষয়! আমি আপনার পরে লেখলাম! এটার নামই ব্যস্ততার কাছে হেরে যাওয়া।
ধন্যবাদ
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
ভাই সৈয়দ তাজুল ইসলাম, যিনি এই উপাধি দিয়েছেন তিনি কিন্তু এই গ্রুপেরই একজন সদস্য, হতে পারে তিনি লীগের মনোয়ন প্রার্থী।
এখন আপনার কাছে আমার প্রশ্ন- তিনি যখন এই উপাধি উচ্চারণ করল তখন কি কেউ প্রতিবাদ করেছিল? বা এখনো কি কোন প্রতিবাদ হয়েছে? হেজাফেতর পক্ষ থেকে কেউ কি বলেছে- ওটা আমাদের পক্ষ থেকে নয়?
নিশ্চুপ থাকা কি সম্মতির লক্ষন নয়?
কেন আপনি তাদের ধুয়া-তুলসী পাতা করার চেষ্টা করছেন?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: শেষ পর্যন্ত শেখ হাসিনা তাঁর প্রাপ্য এবং যোগ্য উপাধিটিই পেয়েছেন।