নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
এই পন্ডিত এত দিন বলল কোন দল এককভাবে ১৫০ আসনের বেশি নিলে তাদের সাথে বিকল্প ধারা জোট করবে না, কারণ কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পেলে ক্ষমতায় গিয়ে স্বেচ্ছাচারিতার সুযোগ পায়। কিন্তু তাদের কথা বিএনপি না মানাতে ঐক্যফ্রন্টে যোগ দিলেন না। সাধুবাদ পাওয়ার মত কাজ, নিজ দলের যোগ্যতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষমতা না থাকলেও তাদের সাহসী কথা বেশ যুক্তিপূর্ণ, কেন তাঁরা অন্য দলের পাপের সুযোগ দিবেন!!
কিন্তু আজ দেখলাম সেই সাহসী আদর্শ ভরা দলটি বর্তমান ক্ষমতাসীন দলের কাছ থেকে তিনটি আসন পেয়েছে, এরা বিএনপির কাছে ভিক্ষা চাইলে আমার মনে হয় আরো বেশি পেত।
সবার অধিকার আছে কথা বলার, নিজের পছন্দ মত দল করার কিন্তু তাই বলে এত নষ্ট রাজনীতি করতে হবে। বিকল্প ধারার ঐ সময়ের আচরণে অনেকে বলেছিল তাঁরা সরকারের এজেন্ট হয়ে কাজ করছে এখন মনে হচ্ছে তাদের ধারণা ঠিক ছিল।
এ দেশে এরশাদের হাত ধরে যে ভন্ডামী রাজনীতি শুরু হয়েছিল তা দিনে দিনে বেড়ে চলেছে।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৫
রাফা বলেছেন: পুরো চিত্রটা বললে ভালো হইতো।কিন্তু পরিতাপের বিষয় ,সেই সৎ সাহস আপনার লেখায় নেই।বি,এন,পি কোন আদর্শ নিয়ে ড.কামাল,রব,মান্না ও কাদের সিদ্দিকির পেছনে দাড়িয়ে রাজনীতি করছেন!যদি উল্টোটা ঘটতো তবুও না হয় মেনে নেওয়ার কিছুটা সুযোগ থাকতো।
বাংলাদেশের রাজনীতিতে আজ পর্যন্ত কোন দল তো দুরের কথা কোন ব্যাক্তিও ভুলের জন্য ক্ষমা প্রার্থণা করেনি।অথচ মাহি বি এবং স্বয়ং বি চৌধুরি দল এবং ব্যাক্তি হিসেবে জা্তির কাছে ,রাজাকার,যুদ্ধাপরাধী,জামাত/শিবিরের সাথে তাদের রাজনীতি করা যে ভুল ছিলো ।তার জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে।ভবিষ্যত রাজনীতির জন্য এটাও একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
অর্ধ সত্য মিথ্যার চাইতে ভয়ংকর।ধন্যবাদ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে জোয়ার শুরু হয়েছে আর যদি সরকার নিরপেক্ষ থাকে তাহলে তাদের ফিক্সড আসন মুন্সীগঞ্জ-২ ও হারাবে। মান্নান এখন বিতর্কিত, শাহীন বিএনপি স্রোত ঠেকাতে পারবে না।
খুব কষ্ট লাগে বি চৌধুরী, মাহীকে অনেক স্মার্ট ভাবতাম। লজ্জা, লজ্জা...
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
যাদের রাজনৈতিক মনন ও মগজ ছিল না, জেনারেল জিয়া তাদেরকে দলে নিয়েছিলেন; সেটাই ছিলো জেনারেলের রীতি নীতি; ডা: বদরুদ্দোজা, কর্ণেল অলি এগুলো হচ্ছে, লাথি খাওয়া বিএনপি; এগুলো হয় খারাপ বিএনপি, কিংবা ভালো বিএনপি
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৭
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: বদি ভাই + বদু চাচা = ---- ?
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২২
আবু তালেব শেখ বলেছেন: তেলবাজ
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
সনেট কবি বলেছেন: তারা আর বিকল্প হতে পারল না।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: এরশাদ সবাইকে ডিগবাজি খাওয়া শিখিয়েছে।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: মাহি বি চৌধুরী বাজে লোক। তাকে আমার কখনো ভালে মনে হয়নি। যে জোটেই যাক!!
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১
জাহিদ হাসান বলেছেন: হুসাইন মুহম্মদ এরশাদের যদি কিছু একটা হয়ে যায় তাহলে তার জায়গা সামলাবে কে??
আওমীলীগ আগেভাগেই তাই যোগ্য উত্তরসূরী তৈরি করে রাখছে।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২
প্রশ্নবোধক (?) বলেছেন: এবার আওয়ামীলীগ রাজাকারদের মেশিনে ঢুকিয়ে মুক্তিযোদ্ধা বানাচ্ছে। কি সুন্দর ষোলগান (স্লোগান) রাজাকার দোশরদের ভোট দিবেন না! মেজর মান্নান কি? ফ্রেশ রাজাকার না শুধু, সরাসরি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরা ব্যক্তি। এমনকি বঙ্গবন্ধুকে যে পাকি আর্মি গ্রুপ এরেষ্ট করেছিল, তিনি সে দলেও ছিলেন।
মেজর মান্নান মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের একজন সেনা অফিসার ছিলেন. prothom-alo দলিল-দস্তাবেজ এই প্রতিবেদন প্রকাশ করার তিন দিনের মাথায় তার হাতে নৌকার টিকিট তুলে দিয়েছেন ওবায়দুল কাদের. নৌকায় এই স্বাধীনতা বিরোধীদের নির্বাচন এটাই কি প্রথম?
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬
শাহিন-৯৯ বলেছেন:
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারোর প্রতিউত্তর না দিতে পারার জন্য।
আপনাদের সবার সুন্দর মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্য দিলেন না। শেষে এসে ক্ষমা চেয়ে নিচ্ছি বলে বহুদিন ব্লগে দেখছি না। না দিচ্ছেন পোস্ট, না করছেন কমেন্টও। সামনে ভোট ; রাজনীতি নিয়ে দেখছি শেষের দিকে বেশিভাগ পোস্ট দিয়েছেন ।
কেমন আছেন, কি বৃত্তান্ত জানার জন্য উৎকন্ঠায় থাকলাম ।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় শাহিনভাইকে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০১
ল বলেছেন: আপচোচ