নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী আপনি বেঁচে থাকুন হাজারো বছর। \'

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮


প্রথম আলো


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ও মহাজোটকে বিজয়ী করেছে। তিনি বলেন, এই বিজয় কেবল আওয়ামী লীগের নয়, এ বিজয় স্বাধীনতার স্বপক্ষের শক্তির, এ বিজয় সকল জনগণের।

সত্যি কি এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে???
স্বাধীনতার শিক্ষা কি এই রকম ভোট?

এক সময় তিনি বলতেন, ভোটের অধিকার কেড়ে নিতে দিব না, অথচ তাঁর হাতেই ভোটের অধিকার হারালাম আমরা।
রাতের আঁধারে মারা সিল নিয়ে উৎসব!! আরও কত কিছু দেখার যে বাকি এ জাতির আল্লাহ জানেন।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি বেঁচে থাকুন হাজারো বছর আর আমাদের দেখান আপনার ক্যারিশম্যাটিক গুন।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


উনি আর যাই করুক, বিএনপি'কে হেনস্তা করা উনার দায়িত্বের মাঝে পড়ে; সমস্যা হলো, উনি বিএনপি নিয়েই জীবন কাটায়ে দিলেন, এই দেশে যে আরো মানুষ আছে, সেটা উনি বুঝে উঠতে পারেননি।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: আপনার সাহস আছে।
আমি এত বড় কথা বলতে পারবো না।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

প্রথমকথা বলেছেন:


আসলে ভাই আপনি পাগলী, জনগণে ভোট না দিলে এত ভোট কি আসমান থেকে কেউ এসে দিয়েছে। আপনি বলতে পারেন হয়তো বেশি জনগণ দেয়নি!!

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মুখপাত্র শুক্রবার প্রেস ব্রিফিংয়ে বলেন গত ৩০ শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। ভীতি প্রদর্শন করা হয়েছে।
অবশ্যই নির্বাচন ‘পারফেক্ট’ ছিল না- জাতিসংঘ




৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বলেছেন। :) ;

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

জগতারন বলেছেন:
এই পোষ্টে আমি লাইক দিলাম না।
সামগ্রিকভাবে দেখলে ৩০ ডিসেম্বরের নির্বাচনে সেখ হাছিনা'রই বিজয় হওয়ার কথা।

সুতারং পরাজিত হইয়া এত বকর বকর করা সবার বাদ দেয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.