নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রজেক্টটি কি ব্লগ বিজ্ঞানীদের দেওয়া যায়?

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৪



ব্লগ খুললেই একদল বিজ্ঞানীদের লেখা চোখে পড়ে। কি চমৎকার তাদের যুক্তিভিত্তকি লেখা মাঝে-মধ্যে মনে হয় নিউটন আইনস্টাইন ব্লগে একাউন্ড খুলে দিদাচ্ছে ব্লগিং করছে। কিন্তু নব্য এইসব মহাবিজ্ঞানীদের ইদানিং খুব সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে কারণ তাদের হাতে তেমন কোন ভাল চিন্তার প্লট নেই। চিন্তা করতে হচ্ছে সেই পুরানো কাসুন্দি নিয়ে।

এসব বিজ্ঞানীরা সেই পুরানো চুলকানি আবার নতুন করে চুলকাচ্ছে, কেউ চিন্তা করে বের করেছে যারা ধর্ম পালন করে তাদের মগজ বেশি খরচ হয় না, কেউ আবিস্কার করছে মুসলিমরা বেশি ধর্ম নিয়ে মাতে অন্যরা নাম মাত্র ধর্ম পালন করে। এসব বিজ্ঞানীদের চিন্তার সীমাবদ্ধতা ধর্মকে ঘিরে। এর বাহিরে কিছু ভাবতে পারে বলে তাদের লেখা দেখে মনে হয় না সম্ভবত তাঁরা সুন্দর প্রজেক্ট পায় না বলে একই চিন্তার মধ্যে ঘুর-পাক খায়।

বাংলাদেশ সরকার প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাশূণ্যে পাঠিয়েছে শুনা যাচ্ছে খুব শ্রীঘ্রই বঙ্গবন্ধু-২ কাজ শুরু হবে। প্রথমটির সব টাকা বিদেশী বিজ্ঞানীরা নিয়ে গেছে দেশের এত বিজ্ঞানী থাকার পরও তাই বর্তমান দায়িত্ববানদের কাছে আমার অনুরোধ দ্বিতীয় প্রজেক্টি যেন এই ব্লগ বিজ্ঞানীদের দেওয়া হয় যাতে তাদের মগজ কিছুটা হলেও জাতির কাজে লাগে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫০

এম.জে. রহমান বলেছেন: উত্তম প্রস্তাব , দেশপ্রেমিক ধর্মবিজ্ঞানীদের গতি হউক।

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২

শাহিন-৯৯ বলেছেন:



আপনাকে আন্তরিক ধন্যবাদ মন্তব্যটি করার জন্য।

২| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬

বলেছেন: হা হা ---ফাজিল মাহাজ্ঞানীদের দেওয়া হোক

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০০

শাহিন-৯৯ বলেছেন:



ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: অতিব উত্তম প্রস্তাব B-))

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৪

শাহিন-৯৯ বলেছেন:



ধন্যবাদ আমার প্রস্তাব আপনার সংসদে গৃহীত হওয়ার জন্য।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ঘরের ডাক্তারের দাম নাই।

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৫

শাহিন-৯৯ বলেছেন:



ডাক্তারের মত ডাক্তার হলে অবশ্যই দাম আছে। ডাক্তার যদি হা-ডু-ডু নিয়ে সারাদিন বক্তব্য দেয় তাহলে কি মানুষ তাকে মূল্যায়ণ করবে?

৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: কি যে বলেন না, এত তুচ্ছ প্রজেক্টে কাজ করে আমাদের ব্লগ বিজ্ঞানীরা তাদের মান-সম্মান ডুবাবেন নাকি? তাদের সামনে এর থেকে আরো মহৎ কাজ রয়েছে। ধর্ম উচ্ছেদ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার এক অসীম মাধ্যমের কাজ হাতে নিবেন তারা। কৃষ্ণ গহ্বরের ছবি প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই, এই গহ্বরের ছবিও প্রকাশ পাবে শীঘ্রই।

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩০

শাহিন-৯৯ বলেছেন:




এই ধরনের লেখার ইচ্ছা আমার ছিল না কিন্তু একই বিষয় নিয়ে তাঁরা বার বার পোস্ট দিচ্ছে আর অন্যদের বিজ্ঞান নিয়ে এগিয়ে যাওয়ার উপদেশ দিচ্ছে, নিজেরা কিছু করে বলুক আমি এইটা আবিষ্কার করেছি দেশের এই কাজে লাগবে।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ ছিল ৫০ তম স্যাটেলাইট অউনিং দেশ।
সম্প্রতি পাশের দেশ নেপালও স্যাটেলাইট পাঠিয়ে ৫১ তম হয়েছে।

সেখানে এটা নিয়ে কোন কান্নাকাটি হয়নি।
কারণ নেপালে কোন ফাজিল মাদ্রাসা নেই, এত ফাজিল পাস নেই। বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ফাজিলও পয়দা হয় না।

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ২:২০

শাহিন-৯৯ বলেছেন:



স্যার এত রাগলে হবে? আমি জানি বিজ্ঞানীরা রাগ কি জিনিস সেটাই জানে না।
আমি কি লিখলাম আর আপনি কি বুঝে কি শুনালেন!!!
আমি এবং আমার ভাইদের কেউ মাদ্রাসায় পড়িনি আপনার মত জেনারেল।

সেখানে এটা নিয়ে কোন কান্নাকাটি হয়নি।
ওরা আমাদের মত ঢোল পিটিয়ে প্রচার করিনি, ওরা জানে এটা সরকারের দায়িত্ব তাই নিজেদের সুবিধা মত কাজ করে যাচ্ছে।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:



আমি সয়াটেলাই ডিজাইন করতে পারবো; হয়তো, টেকনোলোজীর অভাবে, আমাদের দেশের ভেতর বানানো যাবে না।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৯

শাহিন-৯৯ বলেছেন:



আপনার চাচাকে বলে টেকনোলজি দ্রুত উন্নত করার চেষ্টা করা যায় কি?

৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৯

টারজান০০০০৭ বলেছেন: উত্তম প্রস্তাব সন্দেহ নাই ! তবে ছমস্যা হইলো , স্যাটেলাইট তৈরী করিতে হইলে তাহাদের অন্যের ইয়ে হইতে আঙ্গুল বাহিরতো করিতেই হইবে , নিজের ইয়ে হইতেও সরাইতে হইবে ! মনে হয় না তাহারা এতবড় ঝুঁকি লইবেন ! :P

তাহা ছাড়া , ধর্ম লইয়া তাহাদের যেই পরিমান খাউজানী, দুই হাতের আঙ্গুল স্যাটেলাইট তৈরিতে ব্যস্ত থাকিলে চুলকাইয়া দিবো কে ? বাকি ব্লগাররা যদি চুলকানির দায়িত্ব নেয়, আর তাহাদের ইয়ের নিরাপত্তা দেয় তাহা হইলে হইতে পারে ! :P

আমি তাহাদের বিচির নিরাপত্তা দিলাম !! ;)

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৪

শাহিন-৯৯ বলেছেন:



বামদের অনেক চিন্তা রাষ্ট্র পরিচালনায় খুবই প্রয়োজনীয় তবে তাদের মূল সমস্যা যা আপনি বললেন আঙ্গুল দেওয়া। এই কাজ না করতে পারলে আমার মনে হয় তাদের পেটের ভাত হজম হয় না।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৯

পবিত্র হোসাইন বলেছেন: /:) /:) /:)

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৬

শাহিন-৯৯ বলেছেন: X((X((X((

১০| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩১

রাকিব আর পি এম সি বলেছেন: হাহাহা,,, মহাবিজ্ঞানী তো দূরের কথা, ন্যূনতম একজন সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সফল উদ্যোক্তাও যদি হতে পারতো তারা, তবুও দেশের জন্য হয়ত কিছু করতে পারতো। কিন্তু এই শ্রেণীর লোকদের তো আবার সকল শ্রেণীপেশার মানুষের প্রতিই চুলকানী কাজ করে! বিভিন্ন পরিসংখ্যা দিয়ে একটা পোস্ট দিতে পারে যে ডাক্তার রোগীর চিকিৎসা দেয় না, ইঞ্জিনিয়াররা বাঁশ দিয়ে বিল্ডিং বানায়, উদ্যোক্তারা মানুষের টাকা লুটপাট করে খাচ্ছে! মানলাম তাদের অভিযোগ, তাহলে তারা নিজেরা খ্যাতনামা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা হয়ে তরুন প্রজন্মের কাছে উদাহরণ হলেই পারতেন! সেটাও যদি না পারতো, অন্তত একজন সৎ রাজনীতিবিদ হয়ে সমাজের কিছু মানুষের উপকার করতো! কিন্তু না, উনারা তো ব্লগ বুদ্ধিজীবী! এই শ্রেণীর লোকদেরকে স্যাটেলাইট বানাতে না দিয়ে আমার প্রস্তাবনা হলো এদেরকে সেই স্যাটেলাইটের সাথে বেধে মহাশূন্যে পাঠিয়ে দেয়া উচিত!

২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৫

শাহিন-৯৯ বলেছেন:





আপনার শেষের লাইনটি চমৎকার ছিল।
দিতে পারলে কিছু -------কমতো ব্লগ থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.