নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

দুইখানা ফেসবুক স্ট্যাটাস।

২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪২



ট্রাম্পের কি শুধু দোষ?

বাংলাদেশকে না চেনার ভান করায় ট্রাম্পের নামে এক ব্যাক্তি ৬৪ জেলায় মামলার ঘোষণা দিয়েছেন, চমৎকার দেশ প্রেম। প্রশংসা করা উচিত, কিন্তু আমি বলি ট্রাম্পের আগে ম্যারোডোনার নামে মামলা হওয়া উচিত,
বেশ কয়েক বছর আগে কথিত ফুটবল ইশ্বর কলকাতায় এসেছিলেন, তাঁর সফর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে করতে সাংবাদিক বাংলাদেশ সম্পর্কে জানতে চাইল সাথে জানালো বাংলাদেশে তাঁর অসংখ্য ভক্ত অাছে, তিনি কিছুটা ভেবে বললেন ইন্ডিয়ার কোন স্টেট!!

আমাদের বাফুফের সভাপতি বড় দুইখানা ইলিশ মাছ নিয়ে উনাকে কলকাতায় স্বাগত জানাতে গিয়েছিল।

লক্ষ লক্ষ ভক্ত থাকার পরেও যে বাংলাদেশ চিনে না তাঁর নামে প্রতি গ্রামে মামলা হওয়া উচিত কারণ সব গ্রামে উনার ভক্ত আছে।

আওয়ামীলীগ কেন এত পারদর্শী?

মুন্ডু কাটা খবর পড়তে পড়তে দেখি দেশের মুন্ড কাটা, শেয়ার বাজারের টাকা আবার হরিলুট। শেয়ার বাজারের যত বড় বড় হরিলুট হয়েছে সবই আওয়ামীলীগের আমলে, শুধু শেয়ার বাজার বলছি কেন দেশের আর্থিক খাতের সব বড় হরিলুটগুলো তো আওয়ামীলীগের আমলেই ঘটেছে। হলমার্ক, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, এমনকি বাংলাদেশের রিজার্ভ থেকেও টাকা গায়ের। বিষয়টি বেশ ভাবনার, সবকিছু কেন এই দলের আমলে ঘটে? হঠাৎ বিএনপির সাবেক (বহিস্কৃত) মহাসচিব মরহুম মান্নান ভূঁইয়ার কথা মনে পড়ল।
তিন উদ্দিনের সময় যখন রাজনীতিতে কুচক্র চলছে তখন দলীয় পদ হারানো মান্নান সাহেব বেশ কিছু চমকপ্রদ কথা বলেছিলেন, এক সাংবাদিকের দূর্নীতি বিষয়ক প্রশ্নে বলেছিলেন "বিএনপি ও লীগ দু'দলের নেতারাই দূর্নীতি করতে চায় কিন্তু বিএনপির নেতারা ক্ষেত্র তৈরি করতে পারে না, আর আওয়ামীলীগ এক্ষেত্রে পারদর্শী।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন, ষ্টক-মার্কেট থেকে টাকা লুট হচ্ছে? কিভাবে?

২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

শাহিন-৯৯ বলেছেন:


ইব্রাহিম সাহেবের তদন্ত রির্পোট যে দিন প্রকাশ করবে লীগ সরকার সেদিন না হয় একটু জেনে নিবেন।

২| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

আপেক্ষিক মানুষ বলেছেন: ট্রাম্প/পেলে কি বিসিএস পরিক্ষা দিয়েছে নাকি যে পৃথিবীর সব দেশের নাম মুখস্ত থাকবে? :P :P

২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

শাহিন-৯৯ বলেছেন:

এইভাবে তো বিষয়টি আমি ভানিনি। :-B :-B :-B :-B

৩| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিন ভাই,

ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে পোস্ট দেওয়াটা আপনার কাছ থেকে আমি আশা করতে পারেনি। আপনার কাছে আমার প্রত্যাশাটা একটু বেশিই। ফেসবুক হল স্থূল মানসিকতার জায়গা।আর ব্লগ হল, কিছু উত্তপ্ত কথা কাটাকাটি হলেও সৃজনশীল মননশীলতার প্রকাশের স্থান। আমার নিজেরই খুব খারাপ লাগছে ব্লগে এসে ফেসবুকের ঘটনা দেখতে।
শুধু আপনি বলেই খোলা মনে নিজের অভিব্যক্তিটা জানলাম। অন্যথায় ফর্মাল কথাবার্তা বলতাম।
দয়া করে ভুল বুঝবেন না।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৭ শে জুলাই, ২০১৯ রাত ৮:০২

শাহিন-৯৯ বলেছেন:


দাদা অনেকদিন পরে দুই নম্বরী করে অফিসের কম্পিউটার দিয়ে এখানে ঢুকতে পেরেছি, ভাবলাম কিছু একটা -----
(দুই নাম্বারী মানে অপেরা ইনস্টল দিয়েছি, তারপর ভিপিএন অন করে অষ্ট্রিয়া সিলেকটেড করে লগইন করেছি, এটা করা সম্পূর্ণ নিষেধ)

৪| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


ষ্টক-মার্কেটে কি ঘটছে, সেটা আপনার জানা থাকলে লেখেন; ইব্রাহিম, মিব্রাহিম বাদ দেন।

২৭ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৬

শাহিন-৯৯ বলেছেন:


আমার এক স্যারের ফ্যাক্টরী আছে, পৃথিবীর কোথাও তাঁর অস্থিত্ব নাই, কিন্তু কাগজ-পত্র সব আছে সেটা দিয়ে তিনি মাঝে-মধ্যে বাহিরেও লোক পাঠান সেমিনারের নাম দিয়ে। এখন উনি স্টক মার্কেটে ঢুকার চেষ্টা করছেন। আশাকরি একটা ব্যাপার বুঝছেন। শেয়ার বাজার নিয়ে এক লাইনে আপনাকে আমি সব বুঝিয়ে দিব এত বড় পন্ডিত আমি নই।

৫| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: শহর বদলে গেছে শহরের মানুষটাও বদলে গেছে
বদলে যাওয়াটা মনে হয় মানুষের তৃতীয় স্বভাব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.