![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
দলের ভিতর শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযান দেখে উপরের শিরোনামটি মনে পড়ল, ভাল কিছু করতে হলে আগে নৈতিক স্বচ্ছতা থাকতে হয় তাহলে মানুষ মন থেকে নিবে।
ছাত্রলীগের দুই শীর্ষ নেতা বহিস্কার! অভিযোগ চাঁদাবাজী, তাহলে তাঁরা জেলে না গিয়ে তাবলীগে কেন? দলীয় পদ থেকে সরিয়ে দিলে কি জনগণের টাকা হালাল হয়ে গেল তাদের?
ক্যাসিনো অভিযান!! দেশে গত এগার বছর ধরে সুশাসন চলছে, তাহলে প্রধানমন্ত্রীর সিগন্যাল ছাড়া কেন অভিযান শুরু হল না? এসব বাহিনী কি জনগণের জন্য নাকি আওয়ামীলীগের দলীয় কর্মী? দলের শুদ্ধি প্রয়োজনে অভিযান দেশের প্রয়োজনে কেন নয়?
হলমার্ক, শেয়ারবাজার, বাংলাদেশ ব্যাংক, রুপপুর, পর্দা কোথায় নেই অনিয়ম দূর্নীতি? তবুও একদল ঢোল পিটিয়েই যাচ্ছে দেশ এগুচ্ছে সাইক্লোন হ্যারিকেন এর গতিতে!!
আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তখনই কল্যাণমুখী রাষ্ট্রে রুপ নিবে যখন গণতন্ত্র জীবিত থাকবে, জবাবদিহিতা থাকবে। মিডিনাইট নির্বাচনের মাধ্যমে এদেশের ভাগ্যের আকাশে কালোছায়া নেমে এসেছে। শুদ্ধি অভিযানে হয়তো শেখ হাসিনার দলীয় লাভ হবে, কিন্তু দেশের কিছু হবে না। দেশের জন্য শেখ হাসিনা কিছু করতে চাইলে তাকে আগে নৈতিক দিক দিয়ে ফেয়ার হয়ে আসতে হবে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
একটি দেশ বাঁশ দেওয়ার জন্য দুইটি জিনিস করলেই চলে, শিক্ষাখাত আর অর্থনীতিখাত ধংস্স করা, বাকি প্রতিষ্ঠানগুলো এমনিতেই নষ্ট হবে, প্রতি বছর বৈদেশিক ঋণ বাড়ছে কয়দিন পরে দেখা যাবে বাজেটের হাফ সুদ দিতে চলে যাবে।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
ঢাবিয়ান বলেছেন: যাদের ধরা হচ্ছে, তাদের কি কোন সাজা দেয়া হচ্ছে? না হচ্ছে না। এর নাম শুদ্ধি অভিযান না। এগুলো হল পুরানোদের সরিয়ে নতুনদের লুটপাট করার সুযোগ করে দেয়া।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
শাহিন-৯৯ বলেছেন:
আমার প্রশ্ন এটাই, ৬৩ কোটি ধান্দা লুটে এখন তাবলীগে!! শুদ্ধি আওয়ামীলীগের ভিতর, এদের দলীয় কোন্দল বেশ মাথা চাড়া দিছে তাই একটু ধমক, তেমন কিছু হবে না কারণ সবাই মিডনাইট নির্বাচনের সৈনিক।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
@ঢাবিয়ান ,
সাজা মানে, ধরার পরেরদিন ফাঁসী হওয়া? শেখ হাসিনা ১ জন, আপনারা ৪/৫ কোটী
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
শাহিন-৯৯ বলেছেন:
আমি কি বলেছি ফাঁসি দিতে হবে, প্রথমত ছাত্রলীগের দুই নেতা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে এই পদ থেকে বহিস্কার বেআইনী, সেহেতু সুনির্দিষ্ট অভিযোগ তাই তাদের এখন জেলে থাকা উচিত তাবলীগে নয়।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা যুদ্ধ বিধ্বস্ত দেশেও এমন লুটপাট চলেনা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪০
শাহিন-৯৯ বলেছেন:
একজন যুবলীগ নেতা ২০০ কোটি টাকার মালিক হয়েছে ক্ষমতার অপব্যবহার করে তাহলে শীর্ষ নেতাদের একাউন্টের কি অবস্থা? ভাবা যায়!!
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
@গিয়াস উদ্দিন লিটন ,
শেখ সাহেবকে হত্যা না করলে, শেখ সাহেব যদি কিছু সময় দেশ চালাতে পারতেন, দেশে এই ধরণের বিশৃংখলা ও দুর্নীতি হতো?
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: এই দেশ হলো চোরের দেশ। সব চোর।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৭
শাহিন-৯৯ বলেছেন:
চলুন পাল্টাই!!
কি বলেন? সাথে আছেন?
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৮
নীল আকাশ বলেছেন: ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত কোন লুটপাট হয়নি, শুধু শেখ সাহেব কম্বল না পেয়ে আক্ষেপ করেছেন, আমার কম্বল কই?
দেশে এখন যা চলছে সেটা হলো ক্যামোফ্লাজ। লুটপাট আর দূর্নীতি এতই বেড়ে গেছে যে সেগুলি যেন গন বিক্ষোভ সৃষ্টি না করে তার জন্য পাবলিক কে ধাপ্পা আর ধোকা দেয়া ছাড়া কিছু না। আমরা আমরাই তো। আজ এ খাবে কাল ও। এদের কারও কিছুই হবে না কারন সারা দেশেই এদের পা চাটা দালালরা আছে যারা এদের সাফাই গাইবার জন্য আর পা চাটার জন্য সব সময়ই জিহবা বের করে রাখে।
সত্য বলার জন্য অভিনন্দন রইল।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩০
শাহিন-৯৯ বলেছেন:
কি বলব ভাই, ফেসবুকে একজন পোস্ট দিয়ে দেখলাম এটা হালাল করার চেষ্টা করছে, তারেক করেছিল, জিয়ার আমলে হয়েছিল!!
তিনি এই ব্লগে একজন বৈজ্ঞানিক লেখক!!!
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৫
নীল আকাশ বলেছেন: পাঠাদের অনেক পরিচয় থাকতে পারে কিন্ত এরা জেনেটিক্যালি পাঠাই। কারন এরা সব সময় এদের আচার আচরন দিয়ে সেটা প্রমান দিয়ে যায়!
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৪
শাহিন-৯৯ বলেছেন:
একদম মন্দ বলেন নাই।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৯
চাঁদগাজী বলেছেন:
১ নং মন্তব্যে একটা প্রশ্ন করেছিলাম, উহার উত্তর দেননি; প্রশ্ন তো ফাঁস করাই আছে; উত্তর লেখার চেষ্টা করেন!
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৩
শাহিন-৯৯ বলেছেন:
স্বাধীনতার মূল স্পিরিট গণতন্ত্র ধংস্স করে কে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এইটা আগে বলেন।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৩
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "স্বাধীনতার মূল স্পিরিট গণতন্ত্র ধংস্স করে কে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এইটা আগে বলেন। "
-জেনারেল জিয়ার মিলিটারী সরকার!
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
শাহিন-৯৯ বলেছেন:
হুম, জিয়া একদলীয় বাকশাল করেছিল!!!
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
৭৫ এ মুজিব হত্যার পর মুজিবের দলে যত দুর্নিতিবাজ ও গুন্ডাপান্ডা খুনি ছিল সবাইকে জিয়ার দলে নেয়া হল। ছাত্রদলের হাতে অস্ত্রসস্ত্র তুলে দেয়া হল।
হাসিনা আসার পর ধারাবাহিক ভাবে সকল ছাত্রদের অস্ত্রবাজি বন্ধ করেন।
বর্তমানে ক্যাম্পাসে অনেক মারামারি হলেও কোন গুলির শব্দ শোনা যায় না।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
শাহিন-৯৯ বলেছেন:
শামীম উসমান, জয়নাল হাজারীর মত সন্ত্রাস পেলে শুধু জিয়ার দোষ না দেখায় ভাল।
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:১৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুর্নীতিই বাংলাদেশের প্রধান সমস্যা | এই দুর্নীতির মাধ্যমে সহজে রাতারাতি বড়োলোক হওয়ার স্বপ্ন থেকেই সবাই এখন রাজনৈতিক শক্তি বা বলয়ের মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে | একথা ঠিক যে এতো দিন ধরে দেশে অবৈধ অর্থ উপার্জন, ক্যাসিনো সহ অনেক ধরণের অবৈধ কার্যকলাপ চলে আসছিলো - এইটা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে না পড়াটা বিশ্বের অষ্টমাশ্চর্যের মতোই বিষয় | তবে প্রধানমন্ত্রী মনে হচ্ছে এখন মনস্থির করে ফেলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন | আমার ধারণা যদি সত্যি হয় তবে তা বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক একটি পদক্ষেপ |
Better late than never
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
শাহিন-৯৯ বলেছেন:
মাদক নির্মূল নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু সম্রাট বদি যখন হজে গেল বুঝলাম এগুলো জাস্ট আইওয়াস।
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশের সব মানুষের ভেতরে সমস্যা আছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
শাহিন-৯৯ বলেছেন:
এই জন্যই দুষ্টরা বার বার ক্ষমতায় আসতেছে।
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চলুন পাল্টাই!!
কি বলেন? সাথে আছেন?
শুধু নিজেরা পাল্টালে হবে না। সমাজের সব শ্রেনীর মানুষ কে সাথে নিতে হবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
শাহিন-৯৯ বলেছেন:
আমি আপনি দিয়েই সমাজ গুরু, আমরা পাল্টাই, ধীরে ধীরে সব পাল্টাবে।
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২০
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্টে, এক ব্লগার অন্য 'ব্লগার'কে 'পাঠা' ডেকেছে, আপনি কিছু বলেননি; সেই মন্তব্যের বিপরিতে আপনি লিখেছেন, "একদম মন্দ বলেননি", এগুলো কি ব্লগিং? এসব ১৪ গোষ্টী রাজাকারের বাচ্ছারা কাকে পাঠা ডাকছে? রাজাকারের বাচ্ছাদের কমেন্টের উত্তর বুঝে সুঝে দিয়েন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
শাহিন-৯৯ বলেছেন:
মাথায় থাকবে।
১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯
আদিল ইবনে সোলায়মান বলেছেন: ১৯০০-২০০০ লোকের হাতে ১৬ কোটি জনতা জিম্মি!!! কি আজিব ব্যাপার!!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
শাহিন-৯৯ বলেছেন:
সত্যিই আজিব ব্যাপার!!
১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দাগ থেকে যদি ভাল কিছু হয় তাহলে দাগই ভাল। জনগণ সচেতন আছে। লোক দেখানো হলেও বুঝবে, সত্যিকারের হলেও বুঝবে। অন্তত নিজের ইমেজ ফেরানোর জন্য ১০/১২ জনরে বলি দিলেও আখেরেে দেশের উপকার হবে। আর, লোভের পরিমাণ কমবে...
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
শাহিন-৯৯ বলেছেন:
রাঘব বোয়ালরা বহাল তরিবতে আছে, থাকবে। দেখি কি হয়, আমাদের দেখা আর এখানে দুইলাইন লেখা ছাড়া আর কি বা করার আছে।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনি ২/১ পয়সার দুর্নীতিগুলো নিয়ে লিখে হয়রাণ হয়ে যাচ্ছেন, এগুলো সমস্যা, তবে এগুলো দেশের আসল সমস্যা নয়; এগুলো যেকোন লোকের চোখে পড়ে, বড় সমস্যা সহজে চোখে পড়ে না।
আপনার কাছে প্রশ্ন, গৃহবধু শেখ হাসিনা কিভাবে রাজনীতিতে এলো, সেই সুযোগ কাহারা তৈরি করেছিলো?