নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার পরে কে?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮




আওয়ামীলীগের বর্তমান দায়িত্ব সামলাচ্ছেন শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী (নির্বাচন নিয়ে আমার ঘোর আপত্তি আছে)। শেখ হাসিনা গত কয়েক বছর ধরে বলছেন উনি নেতৃত্ব ছাড়তে চান, বহুদিন ধরে বহু পথ বাড়ি দিয়ে উনি ক্লান্ত। নতুনদের হাতে দলের দায়িত্ব দিতে চান।

উপমহাদেশের ইতিহাসে পরিবারের বাহিরে কারোর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার নজির আমার জানার বাহিরে। এখন প্রশ্ন যদি সত্যি শেখ হাসিনা দায়িত্ব ছেড়ে দেন তাহলে পরবর্তী জন কে? শেখ রেহানা নাকি সজীব ওয়াজেদ জয়?

রাজনীতির অঙ্গনে কানাকানি শেখ রেহানা রাজনীতিতে সক্রিয় হতে ইচ্ছুক যদিও সবই শুধু মুখে শোনা যাচ্ছে এর পক্ষে শক্ত যুক্তি নেই কারণ আওয়ামীলীগ বা শেখ রেহানার পক্ষ থেকে কোন বিবৃতি আমরা দেখিনি। যদি গুঞ্জন সত্যি হয় তাহলে শেখ রেহানার হাতে কি আওয়ামীলীগের দায়িত্ব দেখবে জাতি?



মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের পরিবারে একমাত্র শেখ সাহেব কিছুটা দক্ষ ছিলেন; উনাকে হত্যা করে জে: জিয়া জাতিকে কক্ষচ্যুত করেছে; শেখ হাসিনা এসে সেটার বিচার করেছেন; কিন্তু জাতি নিজের কক্ষে আর ফেরত আসতে পারেনি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

শাহিন-৯৯ বলেছেন:





খন্দকার মোশতাক গং, তাহের গং, মেজর ডালিম গং বঙ্গবন্ধুর হত্যার জন্য দায়ী জিয়াউর রহমান নয়।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


দেশ এখন যেখানে গেছে, সাধারণ বাংগালী উহাকে বিশ্বের সাথে তাল মিলায়ে চলার মত অবস্হানে আনতে সক্ষম হবে না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

শাহিন-৯৯ বলেছেন:



উত্তরণের সম্ভাবনা শূন্য!!

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাময়িক ভাবে শেখ রেহানা এলেও শেষ পর্যন্ত জয়-এর আসার সম্ভাবনা বেশী। শেখ রেহানা রাজনীতি বিমুখ বলেই মনে হয়। জয় শুরুতেই দায়িত্ব না নিতে চাইলে সিনিয়র কোন নেতার কাছে দায়িত্ব থাকতে পারে...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

শাহিন-৯৯ বলেছেন:



সিনিয়র কাউকে বিশ্বাস করবে শেখ হাসিনা মনে হয় না, শেখ সেলিম এই পরিবারের বিশাল ফ্যাক্ট, শেখ হাসিনার দাপটে তিনি চুপষে গেছেন।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



জামাত-বিএনপি ঘাপ মেরে বসে আছে, দুর্বলতা পেলে ভংকর পরিস্হিতি করে তুলবে; তারা কাকে চাচ্ছে?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

শাহিন-৯৯ বলেছেন:




লিবিয়া প্রবাসী একজনের লেখা থেকে প্রশ্নটি মাথায় এলো, দূর্বলতার সুযোগ সবাই নেয়, কেউ কেউ স্বার্থের ক্যাসিনো সম্রাট পালে।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "খন্দকার মোশতাক গং, তাহের গং, মেজর ডালিম গং বঙ্গবন্ধুর হত্যার জন্য দায়ী জিয়াউর রহমান নয়। "

-জে: জিয়া এমনভাবে কাজটি করেছেন যে, আপনার মতো আরো ৫ কোটী বিশ্বাস করেছে যে, কাজটি মোস্তাক করেছে! মোস্তাকের কথা মিলিটারী শুনবে? মোস্তাক হত্যাকারীদের পক্ষ নিয়েছিলো।

মুক্তিযোদ্ধা অফিসারেরা আপনার থেকে কেন্টনমেন্টের ঘটনা বেশী বুঝতেন, সেজন্য তাঁরা জেনারেল জিয়াকে হত্যা করার জন্য ১৯ বার চেষ্টা করেছেন; উনারা তো আপনার ভাবনার লোক মোস্তাককে হত্যার চেষ্টা করেননি, এই সামান্য লজিকও আপনার বিশাল মাথায় প্রবেশ করে না?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

শাহিন-৯৯ বলেছেন:




সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশীদ, খন্দকার মোশতাক আহমেদ, মহিউদ্দিন আহমেদ, এ.কে.এম মহিউদ্দিন আহমেদ, শরীফুল হক ডালিম এদের মধ্যে কয়জন সেনাবাহিনীর অফিসার ছিল?
সেনাবাহিনী জিয়াকে খুনি করল ওমনি ঠিক হয়ে গেল?

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

হাফিজ বিন শামসী বলেছেন: শেখ রেহানাকে নিউজে তেমন দেখা যায়না। তার রাজনৈতিক জ্ঞান সম্পর্কে মানুষের ধারণা নেই।
জয়ের রাজনৈতিক পরিপক্কতার অভাব আছে।


উপমহাদেশের চিরাচরিত রীতি ভঙ্গ করে সামুর কাউকে দায়িত্ব দিলে আমরা সান গ্লাসটা কপালে ঠেকিয়ে শার্টের বোতাম খুলে কলারটা উঁচিয়ে চলতে পারতাম। হাহাহা.....

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

শাহিন-৯৯ বলেছেন:




এদের দুজনের একজন আওয়ামীলীগের হাল ধরবে, আর আমাদের মানতে হবে যেমনটি তারেককে মানতে হচ্ছে।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনি লিখেছেন, নির্বাচন নিয়ে আপনার ঘোর আপত্তি আছে; যিনি রাইফেল নিয়ে এসেছিলেন, আপনি উনার অনুসারী, আপনি তো রাইফেলধারীদের জন্য অপেক্ষা করার কথা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

শাহিন-৯৯ বলেছেন:



আপনি মিডনাইট নির্বাচন সাদরে গ্রহণ করবেন এইটাই স্বাভাবিক কারণ বহুদলীয় গনতন্ত্র আপনাদের চিন্তাভাবনায় কখনো ছিল না।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "আপনি মিডনাইট নির্বাচন সাদরে গ্রহণ করবেন এইটাই স্বাভাবিক কারণ বহুদলীয় গনতন্ত্র আপনাদের চিন্তাভাবনায় কখনো ছিল না। "

-আমি কারো সাপোর্টার নই; তবে, আমি জানি, যারা শেখ হাসিনার পিতাকে হত্যা করেছে, আজও সেই হত্যাকে সাপোর্ট করে, শেখ হাসিনা ওদের জন্য নির্বাচন দেবেন না, লাঠির ব্যবস্হা করবেন সব সময়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৫

শাহিন-৯৯ বলেছেন:




ভোটের ব্যাবস্থা জিয়াউর রহমান করেছিল বলেই শেখ হাসিনা মৃত লীগকে জীবিত করে এখন ক্ষমতায়। দেখা যাক লাঠি কতদিন শক্ত থাকে।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগে শেখ রেহেনা বা জয় কি পারবে?? পারে না।
শেখ হাসিনাকে আল্লাহ সুস্থ রাখুক। তাকে দরকার আছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৬

শাহিন-৯৯ বলেছেন:



সময় থাকতে পরিকল্পনা রাখতে হয় নইলে জগা-খিঁচুড়ী হইবে পরে।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
৯০ সালের পর বাংলাদেশ একটা সিষ্টেমে এসে গেছিল।
তখন বাংলাদেশ ছিল মুসলিম বিশ্বের একমাত্র গণতান্ত্রিক দেশ। ১০-১২ বছর ভালই চলছিল। আর ১০ বছর চললে দেশটি একটি সিষ্টেমে এসে যেত। তখন যে কেউ দেশ চালালে কোন সমস্যা হত না।

কিন্তু ২০০১ এ পাকি আইএসাই ও জামাতের ক্ষপ্পরে পরে বাংলাদেশে জঙ্গি ও উলফা ঘাটি আস্তানা তৈরি করে।
খুন খারাপির রাজনীতি শুরু করে। আর একে একে আওয়ামী নেতাদের, বুদ্ধিজীবিদের হত্যা শুরু করে। কবি সামসুর রহমান ও হাসিনা অল্পের জন্য বেচে যান।
১-১১ কালেও পাকি আইএসাই ও জামাত ফকরিদ্দিন মইনুদ্দিন মইনুল গং এর মাধ্যমে মিনি পাকিস্তান বানানোর প্রকৃয়া চলতে থাকে।
কিন্তু একটি ভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রবল বাধায় এক পর্যায়ে সেনাবাহিনী লেজ তুলে পালানোয় ১-১১ চক্রের মনস্তাত্তিক পরাজয় ঘটে।
এরপর বাকিটা ইতিহাস।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৭

শাহিন-৯৯ বলেছেন:



হুম, পড়লাম।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক ভদ্রলোক ট্রাক্টর সাহেবের 'ক্রেইজি' বাটনে চাঁপ দিয়া ফালাইছে!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১২

শাহিন-৯৯ বলেছেন:





উনি যথেষ্ট ভাল রাজনীতিক বিশ্লেষক শুধু গন্ডির বাহিরে বের হতে চান না।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

ভুয়া মফিজ বলেছেন: যেই আসুক, চিন্তা নাই। জাতির বায়স্কোপ দেখার অভ্যাস আছে! :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৩

শাহিন-৯৯ বলেছেন:



শেষ বায়োস্কোপ - চেটে পুটে শেষ।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

বলেছেন: শেখ হাসিনার পরে শেখ হাসিনা।।।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৫

শাহিন-৯৯ বলেছেন:




হি হি হি!
মানব ক্লোন কি সাকসেস???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.