নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আসুন আওয়াজ তুলি-গনতন্ত্র চাই।

০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০




আপনার মাথা ব্যাথা?
মাথা কেটে ফেলুন তাহলে আর রোগ থাকবে না! আমাদের সহজ সমীকরণ!

বিশ্বজিত হত্যা, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে,
হেলমেট বাহিনী ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে,
কোটা আন্দোলনরে আক্রমন, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।
এবার আবরার হত্যা একই স্লোগান আমাদের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের সবার ধারণা হয়েছে গেছে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে! বাস্তবে তা কখনো হবে না, দীর্ঘদিন ধরে চলে আসা এই সিষ্টেম চাইলে কেউ বন্ধ করতে পারবে না, দলীয় স্বার্থতো আছেই ছাত্ররাও মানবে না।

ধরুন ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেল তাহলে সব ঠিক হয়ে যাবে?
ছাত্র রাজনীতি না থাকলে দেশ ঠিকমত চলবে? এরশাদ সাহেবতো ছাত্ররাজনীতি বন্ধ করেছিলেন তাহলে তাকে হঠানোর জন্য কেন এত আন্দোলন ছিল?
শিক্ষকদের দলীয়করণ বন্ধ হবে? হয়তো বলবেন- শিক্ষকদেরও রাজনীতি বন্ধ করতে হবে। তাহলে ক্যাসিনো কেলেংঙ্গারী. টেন্ডারবাজী, চাঁদাবাজীসহ নানান অপকর্মদের জন্য কেন আমরা যুবলীগ বন্ধের দাবি করছি না?

আসলে মূল সমস্যা দিনকে দিন এড়িয়ে যাচ্ছি যার জন্য প্রতিনিয়ত এক একটি গজব আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে আর আমরা সেইটা নিয়ে কিছুদিন হইচই করছি তারপর আবার নতুন গজব আবার সেইটা নিয়ে হইচই।

একটি আত্ন-মর্যাদশীল দেশ, একটি সমৃদ্ধ দেশ, একটি কল্যাণ রাষ্ট্র যদি করতে হয় তাহলে আমাদের দরকার, ন্যায়-বিচার, সু-শাসান, দূর্নীতিমুক্ত প্রশাসন।
ন্যায়-বিচার চান? গনতন্ত্র দরকার
সু-শাসন চান? গনতন্ত্র দরকার
দূর্নীতিমুক্ত প্রশাসন চান? গনতন্ত্র দরকার।

বিশ্বজিত হত্যার বিচার যদি আজ এদেশের মাটিতে সঠিকভাবে হতো তাহলে ছাত্র নামের এই জানোয়ারগুলো আবরারকে মারার আগে একবার হলেও ভাবতো। একটি পরিপূর্ণ গনতন্ত্র রাষ্ট আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে, একদলীয় চিন্তা তা দেখাবে না।

শেষে আবরারে বাবার একটি উক্তি দিয়ে শেষ করছি- আমি আওয়ামলীগ করি, আমার বাবাও আওয়ামলীগ করে কি বুঝলেন এই কথা থেকে?

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব গণতান্রিক মানুষ ছিলেন, উনার সরকার ছিল গণতান্ত্রিক; উনাকে যারা হত্যা করে, উনার কবরের উপর দল গড়েছে, তারা এখন গণতন্ত্র চাচ্ছে, উহা কি ধরণের গণতন্ত্র?

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৮

শাহিন-৯৯ বলেছেন:



জী, বাকশাল গণতান্ত্রিক ছিল!!
বঙ্গবন্ধু গণতন্ত্র বিশ্বাসী ছিলেন, জানিনা তাকে কারা ভুল বুঝিয়ে এক দলীয় চিন্তা মাথায় ঢুকিয়ে ছিল।

২| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


জামাত ও ইসলামী ছাত্র সংঘ (বর্তমান নাম শবির) বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হয়েছে; তারা এখন গণতন্ত্র চাচ্ছে, তাদের চাওয়া গণতন্ত্রের আকার কি রকম?

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০১

শাহিন-৯৯ বলেছেন:




সরকার তাদের রাজনীতি করার অধিকার দিচ্ছে কেন? নিষিদ্ধ করে দিক।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনি পোষ্টে যার ছবি দিয়েছেন, এই দরিদ্র ছেলেটিকে ষড়যন্ত্র করে সামনে দেয়া হয়েছিলো, এটা আপনি বুঝেন?

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৬

শাহিন-৯৯ বলেছেন:




আমাদের মুক্তিযুদ্ধের শহীদের সিংহভাগই গরীব ঘরের সন্তান, জীবিত মুক্তিযোদ্ধারদের সিংহভাগই দরিদ্র। গরীবরা দেশকে একটু বেশি ভালবাসে। ধনীরা যুদ্ধের সময় হয় পাকিদের সাথে তাল মিলিয়ে চলেছে না হয় কলকাতায় চলে গেছে বেশিরভাগ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বাখওয়াজ গণতন্ত্র আমাদের জন্য না। আমাদের জন্য ছাত্র রাজনীতি বন্ধ করাই সমাধান। অন্তত ক্যাম্পাসে শান্তি থাকবে, ভিসি-রা বিচি ফেরত পাবে...

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১১

শাহিন-৯৯ বলেছেন:



জী, ঠিক বলেছেন!!
সারা দেহে ঘাঁ, ডান হাত ভাল থাকলে চলবে!!! গুড চিন্তা!!
একজন শক্ত বিচি ওয়ালা রাষ্ট্রের দায়িত্বে আসলে সব বিচি এমনিতেই জায়গা মত চল যাবে।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: কোনো তন্ত্রতেই শান্তি নাই। এই দেশে আর শান্তি হবে না।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৩

শাহিন-৯৯ বলেছেন:



আমি আশাবাদী মানুষ, একদিন গনতন্ত্র আসবে, দেশ ঠিক দিকে চলবে।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্রের জন্য:

১) গণতান্ত্রিক দল
২) গণতান্ত্রিক ইলেকশান
৩) গণটান্ত্রিক সরকার
৪) পার্লামেন্ট, সরকার ওপ্রশাসনে গণতান্ত্রিক নিয়ম অনুসারে দেশ চালনা।

বিএনপি গণতান্ত্রিক দল নয়; জামাত গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারা শরীয়াহ আইনে বিশ্বাসী

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৫

শাহিন-৯৯ বলেছেন:




বিএনপি মন্দের ভাল, এদের নিয়েই এগুতে হবে।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৮

বলেছেন: রাজীব নুর বলেছেন: কোনো তন্ত্রতেই শান্তি নাই। এই দেশে আর শান্তি হবে না।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৬

শাহিন-৯৯ বলেছেন:



খুব মনযোগ দিয়ে পড়েছি!!!

৮| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



আপনি, আমি গণতন্ত্র চাইলে ইহা কাজ করবে না; কোন একটা সঠিক রাজননৈতিক দল সেটা চাইতে হবে; বিএনপি ও জামাত সঠিক রাজনৈতিক দল নয়, এটা মানুষের জন্য সমস্যা।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৭

শাহিন-৯৯ বলেছেন:




আমরা আওয়াজ তুলতে থাকি, একদিন তাদের কানায় পৌঁছাবে।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: হে আল্লাহ তুমি এ দেশটাকে, এদেশের মানুষকে রক্ষা করো।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চাঁদগাজীবলেছেন:আপনি, আমি গণতন্ত্র চাইলে ইহা কাজ করবে না; কোন একটা সঠিক রাজননৈতিক দল সেটা চাইতে হবে



ঘটনা সত্য। আমরা এখনো গণতন্ত্রের জন্য উপযুক্ত নই

১১| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



গণতান্ত্রিক আন্দোলনে কোন একটা "গণতান্ত্রিক দলকে নেতৃত্ব" দিতে হবে, সেই রকম দল নেই; বিএনপি-জামাত সেই ধরণের দল হিসেবে পরিচিত নয়।

বিএনপি-জামাত "বড় গণতন্ত্র" (মিলিটারী আসার আশায় আছে) আসার জন্য পথ চেয়ে আছে।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সব দলীয়করণ করায় সমস্যা বাড়ছে।
আওয়ামী'র মানুষ অনিয়ম করে, অসৎ উপায়ে প্রশাসনে নিয়োগ পেলে; আদালতের বিচারক হলে, ভিসি হলে আওয়ামী মতের মানুষ অন্যায়, অপরাধ, ক্ষমতার অপব্যবহার করে পার পারে। বর্তমানে এটাই ঘটছে!

শান্তির জন্য গণতন্ত্র অপরিহার্য!

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: তুমি যখন দুর্বলের উপর হাত উঠাও, তখন এ কথা কেন ভুলে যাও যে, এ মানুষটিকে যিনি সৃষ্টি করেছেন, তিনি তোমার চেয়ে অনেক বেশী শক্তিশালী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.