নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

পাপন সাহেবের ষড়যন্ত্র তথ্য কিছু প্রশ্ন?

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৩







আমাদের রাজনীতিবিদেরা একটা বিষয় বেশ পারদর্শী তা হল ষড়যন্ত্র তথ্য! কোন অনুসন্ধান না করেই মুখস্হ ডায়ালগ "ষড়যন্ত্র"। আমি বলছি না ষড়যন্ত্র একদম হয় না কোন কোন ক্ষেত্রে তো অবশ্যই হয়।

ক্রিকেট নিয়ে বর্তমান যে অবস্থা চলছে তার নিয়ে আমাদের আলোচনা করতে হলে আগে আমাদের ক্রিকেটারদের দাবিগুলো মনযোগ দিয়ে পড়তে হবে। যারা পড়েছেন নিশ্চয়ই অনুধাবন করেছেন এটা শুধু ক্রিকেটারদের ব্যক্তিকেন্দ্রিক নয় এই দাবিগুলো পুরো ক্রিকেট কাঠামো নিয়ে। এই দাবি শুধু সাময়িক সমস্যার জন্য নয় দীর্ঘ প্রভাব থাকবে আমাদের ক্রিকেটে যা ক্রিকেটের জন্য শুভকর।

এখন একটু ষড়যন্ত্র তথ্য খুঁজি, যদি সত্যি ষড়যন্ত্র হয়ে থাকে তা আমাদের ক্রিকেট নিয়ে নয় হচ্ছে পাপনের বিরুদ্ধে। প্রশ্ন হতে কেন এমন ভাবছি আমি? আসুন কিছু বাস্তবতা নিয়ে আলোচনা করি,

১) পাপন সাহেব বোর্ডকে অনেকটা এক নায়কতন্ত্র করে ফেলেছে যা ক্রিকেটের অনেক শুভাকাঙ্ক্ষী ভাল চোখে দেখছে না, আওয়ামীলীগের রাজনীতিতে এদের প্রভাব কম নয়।

২) উনি এ বছর বিপিএল বঙ্গবন্ধুর নামে বোর্ডের অধীনে করতে চাচ্ছেন এতে করে ফ্যাফ্র্যাঞ্চাইজিগুলো অনেক ক্ষতির মুখে পড়ছে বিশেষকরে তাদের ভাবমূর্তিতে আঘাত লেগেছে, এখন দেখুন এই দলগুলো কারা চালায়, বসুন্ধরা গং, লোটাস কামাল গং, দরবেশ গং, আপনারা বলুন এদের পাওয়ার কি পরিমাণ।
পাপন সাহেব চাইলে বঙ্গবন্ধুর নামে একটি জাঁকজমক লীগ করতে পারতেন তা না করে বাহাদুরী দেখিয়েছেন বিশেষকরে সাকিব রংপুরে নাম লেখানোর পরে।

আমি ব্যক্তিগতভভাবে এটাকে ষড়যন্ত্র মনে করি না, আমি মনে করি আমাদের সিনিয়র খেলোয়াড়দের শেষ সময়ে এসে গেছে। তাঁরা দেখছে দেশের ক্রিকেট কাঠামো খুবই দুর্বল বিশেষকরে ঘরোয়া লীগ। এখানে নাকি জয় পরাজয় আগেই নির্ধারণ হয়! ভাবা যায়!!
তাই তাঁরা চাচ্ছে একটি শক্তিশালী কাঠামো যা ভবিষ্যতে দেশের ক্রিকেটের পথ দেখাবে।

খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক, এই একটি বিষয় যা এই জাতিতে এক করে, জিতলে একসাথে নাচে, হারলে একসাথে কাঁদে।
ভাল থাকুক বাংলাদেশ ক্রিকেট, সৈরাতন্ত্র মুক্ত হোক আমাদের রাষ্ট্রীয় সব কাঠামো।






মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



ক্রিকেট ছিল বিহারীদের খেলা, মেয়েদের সেলোয়ার কামিজ ছিলো বিহারীদের পোশাক।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২০

শাহিন-৯৯ বলেছেন:



যাদের খেলা হোক ক্রিকেট এখন জাতির হৃদয়ে অতএব ভেবে চিন্তে সিধান্ত নেওয়া উচিত।

২| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: পাপন সাহেব যোগ্য লোক নয়। আমাদের ক্রিকেটে যোগ্য লোক দরকার।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২১

শাহিন-৯৯ বলেছেন:




একই পদে একজন বেশিদিন থাকা ঠিক নয় বা রাখা ঠিক নয়, যে পারে সে পাঁচ বছরে পারে যে পারে না সে সারাজীবন থাকলেও ভাল কিছু করতে পারে না।

৩| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

মা.হাসান বলেছেন: পাপন সাহেব কিছুটা স্বেচ্ছাচারিতা চালান হয়তো, তবে আমাদের ক্রিকেটাররা কম না, সারক্ষন দাও দাও, বড় কথা , পারফর্মেন্সের সময় লবডঙ্কা। দেশের মন্ত্রীদের কথা মনে করিয়ে দেয়।
আমিও হরতাল করলাম, আগামী কিছুদিন খেলা দেখবো না।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৫

শাহিন-৯৯ বলেছেন:



সারক্ষন দাও দাও, বড় কথা , পারফর্মেন্সের সময় লবডঙ্কা।
এবারের বিষয়টি একটু ভিন্ন, সারা ক্রিকেট কাঠানো নিয়ে প্রশ্ন তুলেছে যা এতদিন বিভিন্ন মাধ্যমে আসত। এখন সময় ভাল মানের একটি কাঠামো দাঁড় করানোর জন্য।

আমিও হরতাল করলাম, আগামী কিছুদিন খেলা দেখবো না।
বহুবার চেষ্টা করেছি পারে যায় না, অন্তত খেলার আপডেট না নিতে পারলে মনটা কেমন যেন উঁসখুঁস করে।

৪| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: পাপন সাহেব দ্বায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে ভাল ছিল, সব কিছু ঠিক ঠাক ভাবেই চলছিল।বর্তমান সময়ে এসে উনি একটু বেকায়দায় আছে মনে হচ্ছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৬

শাহিন-৯৯ বলেছেন:



বেকাদায় না, বেশি বাহদুরী দেখাতে গিয়েছিলেন বা দেখাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.