নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিষয়: উন্মুক্ত আলোচনা, সামুর মুক্তির জন্য মানববন্ধন নাকি অন্য পথ।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৩৮




সামু ব্লগ বাংলাদেশে বন্ধ তা প্রায় অনেকদিন হল, সামুর বিষয় আপডেড পোস্ট অনেকদিন ধরে আপডেড হচ্ছে না, এই ব্লগকে যারা ভালবাসেন তারা সবাই বেশ উদিগ্ন। সব ব্লগারদের একই কথা কবে মুক্তি পাবে সামু, কবে ফিরে পাবে আগের যেীবন। অনেকে এই বিষয় জানতে চেয়ে মডারেটর বরাবর ম্যাসেজ করেন, কেউ কেউ প্রয়োজনীয় সাহায্য করতে আগ্রহী। তবুও কেন কোন প্রতিকার হচ্ছে না, এই প্রশ্ন আনেকের। সামুর সম্মানিত মডারেটর জাদিদ ভাই (কাল্পনিক ভালবাসা) সামুর ফেসবুকে গ্রুপে এই বিষয়ে একটি পোস্ট করেছেন, তিনি পোস্টে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছেন, পোস্ট পড়ে যা মনে হল আমরা যতটা হালকা ভেবেছিলাম বিষয়টি ততটা হালকা নয়, অনেক গভীর সমস্যায় মধ্যে আছে সামু। মনে হচ্ছে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ ছাড়া আমাদের মুক্তির পথ খুবই ক্ষীণ।

জাদিদ ভাইয়ের পোস্টের চুম্বক কিছু অংশ তুলে ধরছি, যাতে আমাদের আলোচনা করতে সুবিধা হয়।

১) আমাদের সকলকে মনে রাখতে হবে - এই সামহোয়্যারইন ব্লগ কোন লাভজনক প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠানের নেই কোন নিজস্ব আয়ের উৎস। শতভাগ ব্যক্তি কেন্দ্রিক অর্থনৈতিক সাহায্যে এই ব্লগটি চলছে।

২) গত ১৯ তারিখ জানা আপা এই সংক্রান্ত একটি স্ট্যাটাসে মোস্তফা জাব্বার সাহেবকে ট্যাগ করে একটি লেখা প্রকাশ করলে, তিনি সেই ট্যাগ রিমুভ করে Jana আপাকে ব্লক করেছেন।

৩) সামহোয়্যারইন ব্লগ খুলে দেয়ার ব্যাপারে ব্লগাররা কি ধরনের উদ্যোগ নিতে চান? আপনাদের কার কি যোগাযোগ মাধ্যম আছে? বা কি করলে আমরা সরকারের দৃষ্টি আকর্ষন করতে পারি? এই ব্লগ আমাদেরকে অনেক কিছুই দিয়েছে। আমরা ব্লগাররা কিভাবে কি করতে পারি। চলুন আলোচনার মাধ্যমে ঠিক করে তাতে অংশগ্রহন করি।

উপরের তিনটি পয়েন্ট পড়ে নিশ্চই আমরা জানতে পারছি কি অবস্থায় আছে সামু।
এখন গ্রুপ পোস্টে কয়েকজনের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরছি যাতে করে সবার মতামত দিতে আরো সুবিধা হয়। অনুগ্রহ করে বাড়তি কোন আশ্বাস দিবেন না বলবেন না, যতটুকু করতে পারবেন ঠিক ততটুকু বলবেন কারণ জাদিদ ভাই একটি অভিযোগ দিয়েছে, হুবুহু কফি করে দিচ্ছি "আমাদের অনেক ব্লগারা ব্যক্তিগতভাবে সাহায্য করতে চান বলে যোগাযোগ করেন, কিন্তু খুবই বিব্রতকর বিষয় তাদেরকে ফোন করে পাওয়া যায় না, ফোন ধরেন না"

কারো নাম উল্লেখ করছি না কারণ ব্লগে তাঁর নাম ভিন্ন থাকতে পারে।
১) সামুর পক্ষ থেকে মোস্তফা জব্বারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সামু বন্ধ করার জন্য মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হোক এবং সেই সাথে অচিরেই ব্লগটি উন্মুক্ত করে দেয়ার জন্য কোর্টে আবেদন করা হোক। এতে ব্যাপারটা মিডিয়া সহ মন্ত্রণালয়গুলোর নজরে আসবে। আর ব্লগাররা সবাই মিলে একটা ফান্ড গঠণ করে সেখান থেকে মামলা সহ এই সংক্রান্ত যাবতীয় খরচ বহন করা হোক।

২) আপাতত মানববন্ধন করার উদ্যোগও তো নেওয়া যায়।

৩)আইনগত পথে এগোনোই মনে হয় উত্তম হবে। তারা যেই মিথ্যা অভিযোগে বন্ধ করেছে সেখানেই আমাদের মুক্তির শেষ আশা আদালতে, সামুর অফিশিয়াল রেকর্ড , লিংক সহ, সরকারী যে নথি বা আদেশে/তালিকায় সামু পর্ণ হিসেবে তালিকাভূক্ত তা দাখিল করে ন্যায় বিচার প্রার্থনার আবেদন করা যেতে পারে। সামুর নাম পর্ণ তালিকা থেকে কেন প্রত্যাহার হবে না মর্মে রুলনিশি জারির আদেশ চেয়ে আদালতে আরজি রুজু করা যেতে পারে। সাংবাদিক এবং সম্পাদক মহোদয়দের সাথে একটা গোলটেবিল বৈঠক করা যেতে পারে। যেখানে বিষয়টি অফিসিয়ালি তুলে ধরা হবে। এবং তাদের সাথে মতবিনিময় করা হবে। একশত বা হাজার জন/ যতজন পাওয়া যায়- বুদ্ধিজীবি, পেশাজীবি, প্রযুক্তিজীবিদের স্বাক্ষর সম্বলিত প্রতিবাদ লিপি উন্মুক্ত অনলাইন পিটিশনের ব্যবস্থা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান। মানবাধিকার বিষয়ক ইউএন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অফিশিয়াল ডকুমেন্টেশন হিসেবে স্মারকলিপি প্রদান। সহ প্রযোজ্য আইনত বৈধ সকল উপায়ে আমরা সামু মুক্তি কার্যক্রম চালিয়ে যেতে পারি।

আরো গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য প্রতিমন্তব্য আছে আপনার চাইলে লিংকে গিয়ে দেখে আসতে পারেন।
Link

আশাকরি আপনাদের সবার সুচিন্তি মতামত দিবেন।

আসুন আওয়াজ তুলি "সামুর মুক্তি চাই, নায্য দাবি মানতে হবে, মানতে হবে"

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪৬

বলেছেন: রাইজ ইউর ভয়েজ.....
চিল্লাইয়া কাম যদি হয়।।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৫০

শাহিন-৯৯ বলেছেন:



আসলে আমাদের দাবি কিন্তু অন্যায় কিছু না বা সরকারের সাথে সাংঘর্ষিক ও নয়। শুধুমাত্র ব্যাক্তি আক্রোশের স্বীকার।
চিল্লাইয়া কাম যদি হয়।
আশাকরি কাম হইবো কারণ সত্যের জয় অবধারিত।

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:২৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আর কত সইবো

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৯

শাহিন-৯৯ বলেছেন:



কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? আপনার কাছে কি কোন বুদ্ধি আছে?

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:০৪

জোবাইর বলেছেন:
আজ থেকে ৭-৮ বছর আগে বিজয় কীবোর্ড ও অভ্র কীবোর্ড নিয়ে আইনী জটিলতার সময় এই সামু ব্লগে মোস্তফা জব্বারের তথাকথিত কফিরাইট দাবীর বিরুদ্ধে সবাই প্রতিবাদ করেছিল। আমার মনে হয় সেই কারণে মোস্তফা জব্বার ক্ষমতার অপব্যবহার করে সামু ব্লগ ও ব্লগারদের ওপর এখন প্রতিশোধ নিচ্ছে!

ব্লগে বিটিআরসির স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করে শতশত পোস্ট লিখলেও কোনো কাজ হবে না। এই ওয়েবসাইট ব্লক থাকায় এইসব প্রতিবাদের লেখা আমরা নিজেরা ছাড়া বাহিরের লোক পড়তে পারছে না। এখন আমাদের সবার উচিত নিয়মাতান্ত্রিকভাবে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ইত্যাদি পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া। তাছাড়া প্রয়োজনে আইনের আশ্রয়ও নেওয়া যেতে পারে। সুষ্ঠু ও সংগঠিতভাবে এইসব কর্মতৎপরতা চালানোর জন্য একটি অ্যাকশন কমিটি করা দরকার। এইসব ব্যাপারে যাবতীয় খরচের জন্য একটা ফান্ড করা যেতে পারে। ব্লগারদের একটা বিরাট অংশ প্রবাসী বাঙালি। তাঁরা বিক্ষোভ-মানববন্ধনে সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও সক্রিয় সমর্থন ও আর্থিক সহযোগিতা করতে পারেন।

সবচেয়ে বড় কথা হলো কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য এখনই এগিয়ে আসতে হবে। মিডিয়ায় এই ব্যাপারে ব্যাপকভাবে প্রচারণা চালাতে হবে। আমাদের মনে রাখা দরকার শুধু ব্লগে পোস্ট লিখে সব সমস্যার সমাধান হয় না। তাছাড়া আমরা ব্লগারদের দীর্ঘ নীরবতা ও নিষ্ক্রিয়তার অর্থ অনেকটা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক পর্ণগ্রাফিক এবং জুয়ার সাইট হিসেবে চিহ্নিত করাকে মেনে নেওয়া।

২৩ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৯

শাহিন-৯৯ বলেছেন:



আপনার চমৎকার মন্তব্যটির জন্য ধন্যবাদ,
এই কাজগুলি করার সম্মিলিত প্রচেষ্টা দরকার, উদ্যোক্তা দরকার, একজন টিম লিডার ও প্রয়োজন। আপনি কি উদ্যোগ নিতে পারবেন? আপনার দৃষ্টিতে টিম লিডার হিসাবে কে থাকলে দাবি আদায়ে আমাদের সুবিধা হবে?

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:


সামুর অফিস যেই এলাকায়, সেখানকার এমপি'র সাথে এই ব্যাপারে আলোচনা করার দরকার।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২১

শাহিন-৯৯ বলেছেন:



মতামতের আন্তরিক ধন্যবাদ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: উপরের মহলের দৃষ্টি আকর্ষন করার জন্য যা যা দরকার তা সব করতে হবে।
সামু বন্ধ করে উনি অন্যায় করেছেন। এটা সবাইকে জানাতে হবে। এ বিষয়টি বহু লোক জানে না। যাদের জানা দরকার।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২২

শাহিন-৯৯ বলেছেন:




মতামতের আন্তরিক ধন্যবাদ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৭

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: সম্ভাব্য সকল প্রচেষ্টাই করতে হবে।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

শাহিন-৯৯ বলেছেন:
মতামতের আন্তরিক ধন্যবাদ।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জুনায়েদ আহমেদ পলককে যদি বোঝানো যায় অথবা ৩/৪ জন বুদ্ধিজীবি যদি সামুর পক্ষে বিবৃতি দেন তাহলে অবস্থার উন্নয়ন হতেও পারে...

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯

শাহিন-৯৯ বলেছেন:


টুইটারেও নক দিয়েছিলাম।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৫

সাইন বোর্ড বলেছেন: সামুকে বন্ধ করা ক্ষমতা অপব্যবহারের আরেকটি বড় উদাহরণ, তাই সামুকে উন্মুক্ত করার জন্য সব ধরণের যৌক্তিক পথই অবলম্বন করা উচিৎ ।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৪

শাহিন-৯৯ বলেছেন:
মতামতের আন্তরিক ধন্যবাদ।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: মানববন্ধন করে দৃষ্টিআর্ষণ করলে কার্যকর কিছু হতে পারে।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৫

শাহিন-৯৯ বলেছেন:
মতামতের আন্তরিক ধন্যবাদ।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫১

ভুয়া মফিজ বলেছেন: এক আর তিনকে কেন্দ্র করে একটা কৌশলগত পরিকল্পনা করা উচিত। বিষয়টা ঝুলে আছে অনেকদিন থেকে। কার্যকর পদক্ষেপ নিলে এটার সমাধান এতোদিনে হয়ে যেত বলেই আমার ধারনা। আর মানববন্ধন বিভিন্ন কারনেই ফলপ্রসু হবে না, বরং শেষপর্যন্ত এটা হাস্যকর পর্যায়ে চলে যেতে পারে।

নানা মতের ব্লগার এখানে আছেন, কিন্তু এ'ব্যাপারে সবাই একমত হবেন। এতে কোন সন্দেহ নাই।

বিষয়টা অনেকদিন পরে আবার সামনে আসলো.....আনার জন্য আপনাকে ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৭

শাহিন-৯৯ বলেছেন:
মতামতের আন্তরিক ধন্যবাদ।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫

তারেক_মাহমুদ বলেছেন: ইয়াহু, সামু মুক্তি পেল আবশেষে।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৯

শাহিন-৯৯ বলেছেন:



আন্তরিক ধন্যবাদ,
আমি এখনো পারছি না।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৭

আরইউ বলেছেন: আমার মনে হয় এত কিছউ লাগবেনা -- উইল বি আনব্লকড সুন!

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪১

শাহিন-৯৯ বলেছেন:



আন্তরিক ধন্যবাদ,
আমি এখনো পারছি না।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৬

কামরুননাহার কলি বলেছেন: বাহ আমার প্রিয় সামু মুক্তি পেলো তাহলে। জানেন তো আমি না এই কয়েক মাস ধরে প্রতিদিন সামুকে মিস করি। কম্পিউটারে বসলেই আসেক সামুর সাইটে যেয়ে দেখি খুলে দিয়েছে কিনা। আমি কোন সাইট থেকেই সামুতে ডুকতে পারিনি। অনেক চেষ্টা করেছি। প্রক্সিমিট দিয়ে কয়েকদিন ডুকেছি। কিন্তু সেখানে না যায় কোন পোস্ট করা না যায় কমেন্ট করা।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৩

শাহিন-৯৯ বলেছেন:



আন্তরিক ধন্যবাদ,
আমি এখনো পারছি না।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ আজ মুক্ত হয়েছে ভাইয়া

:)

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৪

শাহিন-৯৯ বলেছেন:



আন্তরিক ধন্যবাদ,
আমি এখনো পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.