নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

হে বীর

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৪




গতকাল সামুর বন্ধী জীবন থেকে মুক্তি হল, আশা করি খুব শ্রীগ্রই সামুর তাঁর আসল রুপে ফিরে আসবে। ব্লগে এখন আনন্দ উৎসব চলছে এ যেন যুদ্ধের জয়ের আনন্দ। যুদ্ধের অগ্রসেনানী "জনা আপাকে আন্তরিক ধন্যবাদ সাথে ধন্যবাদ জানাই কাভা ভাইকে তিনি নিরলস চেষ্টা করে গেছেন এই বন্ধন টিকে রাখার জন্য বিশেষ করে কিছুদিন আগে যখন সামু আর ওপেনই হচ্ছিল না তখন তিনি দ্রুত একটি ফেসবুক গ্রুপ খুলে সবাইকে এক সাথে চলার সুযোগ তৈরি করলেন তিনি চাননি হারিয়ে যাক সোনালী এই প্রজন্ম।

এদিকে অনেক দিন পর ব্লগার ঠাকুরমাহমুদ তাঁর পূর্বে ঘোষিত জিয়াউর রহমানের উপর সিরিজি লিখতে শুরু করেছেন, অনেকেই প্রতীক্ষায় ছিলেন এই সিরিজের। যেহেতু আমি ব্যাক্তিগতভাবে জিয়াউর রহমানকে পছন্দ করি তাই আমিও খুব খুশি।

মুক্তি দিনে অনেকে অনেক কিছু লিখেছে, আমি কিছু লেখার চেষ্টা করেছি কিন্তু হয়ে উঠেনি কারণ আমি বন্ধী থাকলেও দেয়াল ছিদ্র করে সামুর বুকে ছিলাম সর্বদা। তবুও কিছু লিখতে হয় তাই এই কবিতা লেখা।


চারিদিকে দেখি যখন গাঢ় অমানিশা
ডুকরে কাঁদতে দেখি যখন সত্যের
মিথ্যের করতলে দেখি যখন দেশের বিবেক বন্দি
আমি হয়নি বিন্দুমাত্র বিচলিত-
বিশ্বাস ছিল- সুদিন আসবেই, কারণ
এই ভূমি ভিজেছে-
নির্ভীক সৈনিক জিয়াউর রহমানের রক্তে।

'হে বীর!
তুমি শিখিয়েছো
কথা নয় কাজে হও বিশ্বাসী,
লুটে-পুটে খেতে নয়, সেবার জন্য ধর তলোয়ার।
তুমি দেখায়াছো
লড়তে হয়- বুকে নিয়ে অসীম সাহস
তবেই দিবে ধরা শিখর চূড়া।

উৎসর্গঃ ব্লগার ঠাকুরমাহমুদ


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১২

কাওসার চৌধুরী বলেছেন:



আজ ব্লগের বিশেষ দিন। দীর্ঘদিনের অপেক্ষা আর অপমানের গ্লানি থেকে ব্লগাররা মুক্তি পেলেন। এটা অর্জন, এটা সন্তুষ্টি। এই "সামহোয়্যারইনব্লগ" কতশত এমনকি হাজারো সৃজনশীল মানুষের জন্ম দিয়েছে। কত গুণী লেখক জন্ম দিয়েছে তার সঠিক হিসাব কারো কাছে হয়তো নেই। বাংলা ভাষার চর্চা, জ্ঞান অর্জন আর মুক্ত চিন্তার বিকাশের জন্য সামুর অবদান অপরিসীম। সামু বেঁচে থাকবে, বাংলা ভাষা যতদিন বাঁচবে।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৫

শাহিন-৯৯ বলেছেন:



আজ সারাদিন চোখ ছিল এখানে সাথে ফেসবুক গ্রুপে, খুব ভাল লাগছে তবে অনেকে মনে হয় পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে অনেকে ঢুকতে পারছে না, আশা করি কাভা ভাই দ্রুত এগুলো সমাধানের চেষ্টা করবে।


২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৯

প্রামানিক বলেছেন: ব্লগে ঢুকতে পেরে খুবই আনন্দ লাগছে। ধন্যবাদ

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৪

শাহিন-৯৯ বলেছেন:


আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি বিলের ধারের সেই পুরোনো “নাম না জানা বৃক্ষ” যে শত সহস্র ঝড়ের পরেও কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে আজো। - আমি কারো নই, কেউ আমার নয়, এক নিরব দর্শক! - আমিই সেই আমি।

আমাকে লেখা উৎসর্গ করে আজ আরেকজন ঋণী করেছেন তিনি সম্মানীয় ব্লগার শাহিন-৯৯। ধন্যবাদ ব্লগার শাহিন-৯৯। আমি আপনার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১০

শাহিন-৯৯ বলেছেন:



এই ব্লগ বন্দি দিনেও যে কয়জন মানুষ নিরন্তন এটাকে সতেজ রাখার চেষ্টা করেছেন তারমধ্যে আপনি আর চাঁদগাজী অন্যতম। আপনার কমেন্ট আমার খুব ভাল লাগে দলীয় দৃষ্টিকোণের বাহিরে চমৎকার করে যে সত্য তুলে ধরা যায় আপনি তা প্রমাণ করেছেন।

আমি মনে করি আমার প্রথম উৎসর্গ করা পোস্ট যোগ্য লোককে করেছি।
ভালবাসা নিরন্তন।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:১২

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৫৫ হাজার রাজাাকার ও আল-বদরের জল্লাদ জাতির বিপক্ষে যুদ্ধ করেছিলো, ওদের হিরো কে কে?

১৯৭৫ সালের পর, জেনারেল জিয়া ৫৫ হাজার রাজাাকার ও আল-বদরের জল্লাদেরও হিরো হয়ে গেছে।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৫

শাহিন-৯৯ বলেছেন:




সাচ্চা মুক্তিযোদ্ধার যদি রাজাকার বেয়াই থাকতে পারে তাহলে জিয়াউর রহমানের দুই একজন রাজাকার ভক্ত থাকলে দোষের কি!!

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সাল থেকে জে: জিয়া ছিলেন মুক্তিযোদ্ধাদের হিরো, ১৯৭৫ সাল থেকে উনি রাজাকারদেরও হিরো হয়ে গেলেন, জাদুর কাঠি!

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৮

শাহিন-৯৯ বলেছেন:




উনি সব সময় মুক্তিযোদ্ধাদের হিরো, দুই একটা খড়কুটো উনাকে ধরে বেঁচে থাকতে চেয়েছে এতে উনার কি দোষ!!

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



যিনি ৩০০ মুক্তিযোদ্ধাকে ফাঁসী দিয়েছে, উনাকে 'হিরো' বলা তো ভালো শোনাচ্ছে না! আরো কিছু মুক্তিযোদ্ধাকে ফাঁসীতে ঝুলালে উনি হয়তো আর বড় হিরো হতে যেতো?

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১০

শাহিন-৯৯ বলেছেন:




কে মুক্তিযোদ্ধাদের হত্যা শুরু করেছিল জাতি জানে, একজন নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে বার বার ক্যু করলে অনেক সময় অনেক কিছু ঘঠে।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৬

নীল আকাশ বলেছেন: জিয়াঊর রহমান ছিলেন কিংবদন্তি নেতা। তার সাথে তুলনা করার মতো কেউ আগেও নেই কিংবা পরেও আসবে না।
উনাকে নিয়ে যারা কথা বলে সেটা পুরোপুরি রাজনৈতিক, সেইগুলিকে পাত্তা দেয়ার কোনই মানে হয় না। পৃথিবীর কোন শব্দ বা ভাষাই তার কৃতিত্ব প্রকাশের জন্য উপযুক্ত নয়। তবুও তাকে নিয়ে লিখতে ইচ্ছে করে বার বার-

হে দেশ প্রেমের বিমূর্ত প্রতিক,
দেশের আপামর মানুষকে তুমি দেখিয়েছ
স্বপ্ন আর বেঁচে থাকার অদম্য চেতনা,
নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবার বুক ভরা সাহস,
তাইতো তোমার মরণে লাখ লাখ বাংলাদেশি
কেঁদে হলো শোকাহত আর মুহ্যমান!

তোমার হৃদয়ে প্রোথিত থাকতো শুধুই দেশপ্রম
অন্তরে ছিল স্নিগ্ধ কমল প্রাণ,
কাস্তে-কোদাল হাতে করেছো কাজ,
গেঞ্জি গায়ে সেজেছো শ্রমিকের সাজ
আর কেহ তা পারে নাই, পারবেও না।

বাংলার মায়ের বুকে বাকশালী শাষনতন্ত্র বিলোপ করে
আবার ফিরে এলো প্রতিক্ষিত বহুদলীয় গনতণ্ত্র
তোমার দেশপ্রেমিক দুহাত ধরেই!
দেশের অর্থনীতি সচল হলো তোমারই যাদুর স্পর্শে!
তোমার সততা, দেশপ্রেম আর অবদানের কথা
লিখতে বসলে হয়ে যায় এক অনুপম মহাকাব্য!

দেশরত্ন তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
আজও তাই স্মরি তোমাকে দিয়ে চিত্ত মম প্রাণ,
কীর্তি তোমার থাকবে অমলিন হে সাহসী সন্তান,
যতদিন রবে বাংলায় পদ্মা-মেঘনা-যমুনা বহমান,
ততদিন তোমার কৃতিত্ব রবে এই বাংলায় চির অম্লান।

সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অক্টোবর ২০১৯


২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১১

শাহিন-৯৯ বলেছেন:




আন্তরিক ধন্যবাদ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আমি তাকে বীর বলব না।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৩

শাহিন-৯৯ বলেছেন:



এটাই স্বাভাবিক নয় কি!!! সবার দৃষ্টিভঙ্গি এক নয়, তাই সবাইকে সবার ভাল লাগবে না।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: শাহিন-৯৯ ভাই, ব্লগ মুক্তির শুভেচ্ছা নিবেন।




২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫২

শাহিন-৯৯ বলেছেন:




আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.