নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
স্বাধীনতা তুমি, এই বাংলার কাব্য
চৈত্রের প্রখর রোদ্র, শীতের কুয়াশার সকাল
হেমন্তের সোনালী ধানে কৃষকের হাসি
শরতের পূর্নিমার চাঁদ।
স্বাধীনতা তুমি-
উত্তাল নদীর বুকে পালতোলা নেীকার দুঃসাহসী নাবিকের হাল।
স্বাধীনতা তুমি-
সীমান্ত প্রহরী সৈনিকের খাকি পোশাকের রঙ।
স্বাধীনতা তুমি, রেমিটেন্স যোদ্ধাদের ঘাম
পোশাক শ্রমিকের দু'চোখের স্বপ্ন
প্রবাসী ভাইদের রক্তের দাম।
স্বাধীনতা তুমি, গনতন্ত্রের রক্ষাকবচ
রাজপথে নুর হোসেনের রক্তের ছাপ
বন্দী জননীর চোখের জল।
স্বাধীনতা তুমি, আমার গল্পের খাতা
কবিতার অলিগলি, আর-
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখার অধিকার।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজে লিখেছেন?
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: মন ছুঁয়েছে। ভাল থাকবেন।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন: ১৪ ডিসেম্বর সহ ১৯৭১ এর মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।