নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
সারা বছর পুলিশকে বিশ্রী গালি আর ডাক্তারকে কসাই বলে গেলাম।
আর এখন বিপদে?
দিনশেষে ভাল কাজে তাদের ছবি দেখছি সবার আগে।
দোষ পুলিশ আর ডাক্তার নামক শব্দে নয়, দোষ আমাদের সিস্টেমের।
একজন এসআই বিশ লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে কি ভাববে?
জনসেবা? নাকি
বাবার জমি বিক্রির টাকার কথা?
কি অদ্ভুত আমাদের চিন্তা ভাবনা!!
আমরা রাতে ভোট দিয়ে চাল চোর নির্বাচন করি, কেউ মৌন সম্মতি দিয়ে সেই চোরদের পক্ষে নেয়, তারপর সোনার বাংলা নির্মাণের জন্য হা হুতাশ করি। এটা হয় না ওটা নেই। শুধু চারিদিকে নেই আর নেই শব্দ সাথে চোর আর চোর।
কি অদ্ভুত আমাদের চিন্তা ভাবনা!!
এখন চারিদিকে হাজারী ট্রল, অথচ জয়নাল হাজারীরকে যখন উপদেষ্টা করলো কেউ বললো না একজন সশস্ত্র সন্ত্রাসী কিভাবে উপদেষ্টা হয়?
আমরা অদ্ভুত এক জাতি!!
আমাদের মৌলিক সমস্যা হচ্ছে আমরা শুরটাকে গুরুত্ব দেই না-
সবসময় তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি আমের ফলন আশা করি!!
এই জাতি যত দিন গনতন্ত্রের নামে পরিবারতন্ত্র থেকে মুক্তি না পাবে, চেষ্টা না করবে,
"ততদিন একই মদ খেয়ে যাবে কখনো সাদা বোতলে কখনো কালো বোতলে"
আর, কিছু শিক্ষিত বুদ্ধিজীবি নামে ভাঁড় আর পা চাটা দালাল জন্ম হবে বছরে বছরে।
১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২২
শাহিন-৯৯ বলেছেন:
অল্প কিছু ভাল, বাকিরা সবসময় খারাপ কিন্তু এই দুঃসময়ে তাদের ভাল কিছু কাজকর্ম সত্যিই অবাক করছে যা রীতিমতো প্রশংসার বাহিরে, এতে বোঝা যায় এদের ভিতর ভাল দিক আছে শুধু আমাদের সিস্টেম তাদের নষ্ট করে রেখেছে।
২| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:০১
তানভীরএফওয়ান বলেছেন: বুদ্ধিজীবি নামে ভাঁড় আর পা চাটা দালাল জন্ম হবে বছরে বছরে।
১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৩
শাহিন-৯৯ বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
৩| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৮
অনল চৌধুরী বলেছেন: একজন এসআই বিশ লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে কি ভাববে? জনসেবা? নাকি বাবার জমি বিক্রির টাকার কথা?[/sb তাহলে বিপরীতটা হয়না কেনো?
বেসরকারী চিকিৎসা মহাবিদ্যালয়ে পড়ে যে চিকিৎসক হয়,জনগণের দেয়া করের ২৫-৩০ লাখ টাকা না হলে যে জীবনে কোনোদিন চিকিৎসকই হতে পারতো না,সে জনসেবা করে না কেনো?
১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৭
শাহিন-৯৯ বলেছেন:
সময়ের সবচেয়ে দামি প্রশ্ন।
কিছুটা এরকম, পুরো চিকিৎসা খাত একটি উচ্চ মাফিয়া দ্বারা নিয়ন্ত্রিত সেখানে দাঁড়িয়ে লড়াই করে টিকে থাকা মুশকিল এর উপর কাচা টাকার নগদ গন্ধ! তারপরও কিছু চিকিৎসক মানবতার চুড়ান্ত দৃষ্টান্ত স্হাপন করছেন।
৪| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪০
নেওয়াজ আলি বলেছেন: অনেকে ঢাকা হতে ভাইরাস গ্রামে নিয়ে গিয়েছে
১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৯
শাহিন-৯৯ বলেছেন:
এই জন্য পড়ে আছি নারায়ণগঞ্জ, পুরো একমাস ছুটি কিন্তু গ্রামে যায়নি অথচ আমার সব কলিগ চলে গেছে।
আমাদের ভিতর সচেতনতা অনেক কম।
৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ক্ষমতায় আসার পথটা ক্বে রচনা করেছিলো?
১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩১
শাহিন-৯৯ বলেছেন:
জিয়াউর রহমানের সবচেয়ে বড় ভুল ছিল বহুদলীয় গনতন্ত্রের প্রজেক্টে জামায়াত আর আওয়ামীলীগ কে এই নামে রাজনীতির সুযোগ দেওয়া।
৬| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪৫
শের শায়রী বলেছেন: এই দুর্যোগে আমার দেখা সব থেকে ভালো ভুমিকা পুলিশের।
১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪
শাহিন-৯৯ বলেছেন:
একদম ঠিক বলেছেন, এদের চরিত্রের এই ইউটার্ণ সত্যিই অবাক করছে, যারা টাকা ছাড়া লাশ পাহারা দেয় না, তারা আজ নিজ দায়িত্বে জীবনের ঝুঁকি নিয়ে দাফন করছে।
এইজন্য এদের জন্য হ্যাট খোলা স্যালুট।
৭| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৯
সাইন বোর্ড বলেছেন: গোড়ার গলদটাকে ধরতে পারলে মনে হয় ততটা হা হুতাশ থাকবে না ।
১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৫
শাহিন-৯৯ বলেছেন:
আসলেই আমাদের গড়ায় গন্ডগোল।
৮| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: মগের মুল্লুকে কোন বেকুব জনসেবা করবে। কেউ শৃঙ্খলায় আসতে চায় না যদি না চাপ থাকে। উপর থেকে কঠোর চাপের মাধ্যমে system develop করতে হবে। শৃঙ্খলা না থাকলে মানুষ আর পশু পাখির মধ্যে খুব পার্থক্য নাই। হাজারে একজন মানবিক গুন সম্পন্ন মানুষ পাবেন যারা যেকোনো পরিস্থিতিতে যথাযথ দায়িত্ব পালন করবে। বাকিদের system এ আসতে বাধ্য করতে হবে। তবে প্রশ্ন হোল বিড়ালের গলায় ঘণ্টা বাধবে কে?
১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬
শাহিন-৯৯ বলেছেন:
আপনার শেষের লাইনের উত্তর, সচেতন জনতা, এ দেশে সচেতন নাগরিক আছে শুধু সময় আর ঐক্য অমিলের কারণে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৯| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩
ইফতি সৌরভ বলেছেন: পুলিশ বর্তমানে খুবই আশা জাগানিয়া কাজ করছে। এ দুর্যোগে পুলিশের ভূমিকা প্রশংসনীয়।
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২
শাহিন-৯৯ বলেছেন:
একদম ঠিক বলেছেন, আমরা আমাদের সিস্টেম ঠিক করতে পারলে আমার বিশ্বাস এরা সত্যিকারের সেবক হিসাবে মাঠে থাকবে।
১০| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৫৯
অনল চৌধুরী বলেছেন: জিয়াউর রহমানের সবচেয়ে বড় ভুল ছিল বহুদলীয় গনতন্ত্রের প্রজেক্টে জামায়াত আর....... জামাত-পাকিস্তান ছাড়া জিয়ার রাজনীতি আসাই সম্ভব হতো না।
যারা টাকা ছাড়া লাশ পাহারা দেয় না, তারা আজ নিজ দায়িত্বে জীবনের ঝুঁকি নিয়ে দাফন করছে--এতো সাধু কেউ না।
কাজ না করলে চাকরী থাকবে না,তাই এই রূপ।
উপরের চাপ থাকলে একইভাবে পুলিশ একদিনেই দুর্নীতিমুক্ত হতো।
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩
শাহিন-৯৯ বলেছেন:
হা হা তা বলেছেন।
যাক এটি পুরানো পোস্ট, তাই শুভেচ্ছা উত্তর দিলাম তর্কে গেলাম না।
১১| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩
খায়রুল আহসান বলেছেন: এ দেশের পুলিশ বাহিনী একটি ঐতিহ্যবাহী বাহিনী। স্বাধীনতা সংগ্রামে তাদের উজ্জ্বল ভূমিকা রয়েছে। সরকার ভাল হলে তারা ভাল কাজ করে, সরকার ঘুষখোর হলে ওরা সবার চেয়ে বেশী ঘুষ খায়, কিছু সম্মানীয় ব্যতিক্রম বাদে। সদিচ্ছা থাকলে, পুলিশ বাহিনীকে দিয়ে সরকার অনেক ভাল কাজ করাতে পারে, তবে এজন্য নিজের দলের অপরাধীদেরকে সরকারী আশ্রয় প্রশ্রয় থেকে তাড়াতে হবে।
পুলিশ এবং ডাক্তারদের ভাল কাজগুলো হাইলাইট করার জন্য ধন্যবাদ। সংখ্যায় কম হলেও, যে কোন ভাল কাজের প্রশংসা করা উচিত, যারা ভাল কাজ করে তাদেরকে প্রেরণা যোগানো উচিত। নইলে নগণ্য সংখ্যক ভাল মানুষেরাও হতোদ্যম হয়ে পড়বে।
পোস্টে প্রথম প্লাস +।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: সব পুলিশ খারাপ না। তেমনি সব ডাক্তারও খারাপ না। অল্প কিছু খারাপ।